বিষয়বস্তুতে চলুন

জহুরুল হক (অনুবাদক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. জহুরুল হক
জন্ম(১৯২৬-১০-১১)১১ অক্টোবর ১৯২৬
মৃত্যু১৮ জানুয়ারি ২০১৭(2017-01-18) (বয়স ৯০)
মাতৃশিক্ষায়তন
পেশাচিকিৎসক

ড. জহুরুল হক (১১ অক্টোবর ১৯২৬ – ১৮ জানুয়ারি ২০১৭) ছিলেন একজন বাঙ্গালী ইসলামী পণ্ডিত ও চিকিৎসক। তিনি কুরআন মাজীদ অসমীয়া, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ করে আসামের একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি ওমানের মাস্কাটে চলে যান এবং সেখানেই মৃত্যু বরণ করেন।

জীবনী

[সম্পাদনা]

ড. জহুরুল হক ভারতের করিমগঞ্জ জেলার বাঙ্গালী সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ বার বছর পরিশ্রমের পর তিনি ১৯৮৬ সালে আল-কুরআনের বাংলা অনুবাদ প্রকাশ করেন। আল-কুরআনের বাংলা অনুবাদ চলাকালীন সময়েই তিনি অসমীয়া অনুবাদের কাজে হাত দেন।

জহুরুল হক আল-কুরআনের অসমীয়া অনুবাদটিকে তিনটি খণ্ডে প্রকাশ করেন। ১৯৯৩ সালে তিনি আল-কুরআনের ইংরেজি অনুবাদের কাজে হাত দেন। ২০০০ সালের ১লা এপ্রিল তিনি "ট্রান্সলেশন এ্যান্ড কমেন্টারি অফ দ্য হোলি কুরান"(পবিত্র আল কুরআনের অনুবাদ ও ধারাবর্ণনা) নামে তার সাড়ে-বারশত-এরও অধিক পৃষ্ঠা সংবলিত আল কুরআনের ইংরেজি অনুবাদ ও বিবরণ গ্রন্থ আকারে প্রকাশ করেন। ইতিমধ্যে তার নিজের অনূদিত আল-কুরআনের অসমীয়া অনুবাদের তৃতীয় সংষ্করণ প্রকাশিত হয়েছে।[]

শিক্ষা ও পেশাগত জীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Translation and Commentary on The Holy Qur-an: Zohurul Hoque: 9780967830407: Amazon.com: Books"। Amazon.com। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]