বিষয়বস্তুতে চলুন

ফিদাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত থেকে পুনর্নির্দেশিত)
ফিদাʾই
Fidaʾī
فدائي

ফিলিস্তিন-এর জাতীয় সঙ্গীত
কথাসাঈদ আল মুজায়েন, ১৯৬৫
সঙ্গীতআলী ইসমাইল, ১৯৬৫
গ্রহণকাল১৯৯৬
পূর্বসূরি"মাওতিনি"

"ফিদাই" (আরবি: فدائي, প্রতিবর্ণীকৃত: Fida'i, অনুবাদ'ফেদায়িন যোদ্ধা') ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত[][][]

সঙ্গীতটি ১৯৯৬ সালে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল,[] ১৯৮৮ সালের ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণার ৩১ নং অনুচ্ছেদের অধীনে "মাওতিনি"-কে প্রতিস্থাপন করে। গানটির গীতিকার সাঈদ আল মুজায়েন ওরফে ফাতা আল থাওরা ("বিপ্লবের বালক") এবং সুরকার মিশরীয় ওস্তাদ আলী ইসমাইল। এটি "ফিলিস্তিনি মুক্তির সঙ্গীত" হিসেবে পরিচিত ছিল।

গানের কথা ও অনুবাদ

[সম্পাদনা]

ফিদাই (আরবি: فدائي বহুবচন: فدائيون ফিদাʾইইয়ুন্‌ (প্রমিত) বা فدائيين ফিদাʾইয়িন্‌ (অনানুষ্ঠানিক), প্রায়শই ফেদায়িন বা ফেদাইন হিসাবে লেখা হয়) শব্দটির অর্থ "উৎসর্গ" বা "যে নিজেকে উৎসর্গ করে" (ফিদাʾইয়িন্‌ এর একটি আক্ষরিক অনুবাদ হতে পারে "শহিদ")। ফিলিস্তিনি ফেদায়িনরা হলো ফিলিস্তিনি জনগণের মধ্য থেকে আসা স্বাধীনতাকামী যোদ্ধা বা গেরিলা। বেশিরভাগ ফিলিস্তিনিরাই ফেদায়ীনদের "মুক্তিযোদ্ধা" বলে মনে করেন।

আরবি[] বাংলা প্রতিলিপি আধ্বব প্রতিবর্ণী[] অনুবাদ

فِدَائِي فِدَائِي فِدَائِي
يَا أَرْضِي يَا أَرْضَ الجُدُود
فِدَائِي فِدَائِي فِدَائِي
يَا شَعْبِي يَا شَعْبَ الخُلُود

كورال:
فِدَائِي فِدَائِي فِدَائِي
يَا أَرْضِي يَا أَرْضَ الجُدُود
فِدَائِي فِدَائِي فِدَائِي
يَا شَعْبِي يَا شَعْبَ الخُلُود

١
بِعَزْمِي وَنَارِي وَبُرْكَانِ ثَأرِي
وَأَشْوَاقِ دَمِّي لِأَرْضِي وَدَارِي
𝄇 صَعَدْتُ الجِبَالَ وَخُضْتُ النِّضَالَ
قَهَرْتُ المُحَالَ عَبَرْتُ الحُدُود 𝄆

كورال

٢
بِعَزْمِ الرِّيَاحِ وَنَارِ السِّلَاحِ
وَإِصْرَارِ شَعْبِي بِأَرْضِ الكِفَاحِ
𝄇 فِلَسْطِينُ دَارِي وَدَرْبُ انْتِصَارِي[]
فِلَسْطِينُ ثَارِي وَأَرْضُ الصُّمُود 𝄆

كورال
 
٣
بِحَقِّ القَسَم تَحْتَ ظِلِّ العَلَم
بِأَرْضِي وَشَعْبِي وَنَارِ الأَلَم
𝄇 سَأَحْيَا فِدَائِي وَأَمْضِي فِدَائِي
وَأَقْضِي فِدَائِي إِلَى أَن تَعُود 𝄆
 
كورال

ফিদাʾই ফিদাʾই ফিদাʾই
ইয়া ʾআর্‌দি ইয়া ʾআর্‌দ্‌ ল্‌-জুদুদ্‌
ফিদাʾই ফিদাʾই ফিদাʾই
ইয়া শাʿবি ইয়া শাʿবা ল্‌-খুলুদ্‌

কুরাল্‌:
ফিদাʾই ফিদাʾই ফিদাʾই
ইয়া ʾআর্‌দি ইয়া ʾআর্‌দ্‌ ল্‌-জুদুদ্‌
ফিদাʾই ফিদাʾই ফিদাʾই
ইয়া শাʿবি ইয়া শাʿবা ল্‌-খুলুদ্‌


বি-ʿআয্‌মি ওয়া-নারি ওয়া-বুর্‌কানি থারি
ওয়াʾআশ্‌ওয়াকি দাম্‌মি লি-ʾআর্‌দি ওয়া-দারি
𝄆 সাʿআদ্‌তু ল্‌-জিবালা ওয়া-খুদ্‌তু ন্‌-নিদালা
কাহার্‌তু ল্‌-মুহালা ʿআবার্‌তু ল্‌-হুদুদ্‌ 𝄇

কুরাল্‌


বি-ʿআয্‌মি র্‌-রিইয়াহি ওয়া-নারি স্‌-সিলাহি
ওয়া-ʾইস্‌রারি শাʿবি বি-ʾআর্‌দি ল্‌-কিফাহি
𝄆 ফিলাস্‌তিনু দারি ওয়া-দার্‌বু ন্‌তিসারি[]
ফিলাস্‌তিনু থারি ওয়া-ʾআর্‌দু স্‌-সুমুদ্‌ 𝄇

কুরাল্‌


বি-হাক্‌কি ল্‌-কাসাম্‌ তাহ্‌তা যিল্‌লি ল্‌-ʿআলাম্‌
বি-ʾআর্‌দি ওয়া-শাʿবি ওয়া-নারি ল্‌-ʾআলাম্‌
𝄆 সা-ʾআহ্‌ইয়া ফিদাʾই ওয়া-ʾআম্‌দি ফিদাʾই
ওয়া-ʾআক্‌দি ফিদাʾই ʾইলা ʾআন্‌ তাʿউদ্‌ 𝄇

𝄆 কুরাল্‌ 𝄇

/fi.daː.ʔijj fi.daː.ʔijj fi.daː.ʔijj/
/jaː ʔar.dˤiː jaː ʔar.dˤa‿l.ʒu.duːd/
/fi.daː.ʔijj fi.daː.ʔijj fi.daː.ʔijj/
/jaː ʃaʕ.biː jaː ʃaʕ.ba‿l.xu.luːd/

সুর:
/fi.daː.ʔijj fi.daː.ʔijj fi.daː.ʔijj/
/jaː ʔar.dˤiː jaː ʔar.dˤa‿l.ʒu.duːd/
/fi.daː.ʔijj fi.daː.ʔijj fi.daː.ʔijj/
/jaː ʃaʕ.biː jaː ʃaʕ.ba‿l.xu.luːd/


/bi.ʕaz.miː wa.naː.riː wa.bur.kaː.ni θaː.riː/
/wa.ʔaʃ.waː.qi dam.miː li.ʔar.dˤiː wa.daː.riː/
𝄆 /sˤa.ʕad.tu‿l.ʒi.baː.la wa.xudˤ.tu‿n.ni.dˤaː.la/
/qa.har.tu‿l.mu.ħaː.la ʕa.bar.tu‿l.ħu.duːd/ 𝄇

সুর


/bi.ʕaz.mi‿r.ri.jaː.ħi wa.naː.ri‿s.si.laː.ħi/
/wa.ʔisˤ.raː.ri ʃaʕ.biː bi.ʔardˤi‿l.ki.faː.ħi/
𝄆 /fi.las.tˤiː.nu daː.riː wa.dar.bu‿n.ti.sˤaː.riː/[]
/fi.las.tˤiː.nu θaː.riː wa.ʔar.dˤu‿sˤ.sˤu.muːd/ 𝄇

সুর


/bi.ħaq.qi‿l.qa.sam taħ.ta ðˤil.li‿l.ʕa.lam/
/bi.ʔar.dˤiː wa.ʃaʕ.biː wa.naː.ri‿l.ʔa.lam/
𝄆 /sa.ʔaħ.jaː fi.daː.ʔijj wa.ʔam.dˤiː fi.daː.ʔijj/
/wa.ʔaq.dˤiː fi.daː.ʔijj ʔi.laː ʔan ta.ʕuːd/ 𝄇

𝄆 সুর 𝄇

যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা,
হে আমার ভূমি, পূর্বপুরুষের ভূমি
যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা,
হে আমার মানুষ, অনন্তকালের মানুষ

সুর:
যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা,
হে আমার ভূমি, পূর্বপুরুষের ভূমি
যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা,
হে আমার মানুষ, অনন্তকালের মানুষ


আমার সংকল্প, আমার আগুন ও আমার প্রতিহিংসার আগ্নেয়গিরি সঙ্গে নিয়ে
আমার ভূমি ও আমার বাড়ির জন্য আমার রক্তের তীব্র আকাঙ্খা সঙ্গে নিয়ে
𝄆 আমি পাহাড়ে আরোহন করেছে ও যুদ্ধ করেছি
আমি অসম্ভবকে জয় করেছি, এবং সীমান্ত অতিক্রম করেছি

সুর


বাতাসের সংকল্প ও অস্ত্রের আগুন
এবং সংগ্রামের ভূমিতে আমার জাতির সংকল্প
𝄆 ফিলিস্তিন আমার বাড়ি, এবং আমার বিজয়ের পথ[]
ফিলিস্তিন আমার প্রতিহিংসা এবং প্রতিরোধের ভূমি 𝄇

সুর


পতাকার ছায়ার শপথ
আমার দেশ ও জাতি, এবং আগুনের যন্ত্রণার শপথ
𝄆 আমি যোদ্ধা হয়ে বাঁচব, আমি যোদ্ধা হয়ে থাকব,
আমি যোদ্ধা হয়ে মরব - যতদিন না আমার দেশ ফিরে আসে 𝄇

𝄆 সুর 𝄇

  1. উইকিপিডিয়া:বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণ দেখুন
  2. কখনো কখনো গাওয়া হয়
    فِلَسْطِينُ دَارِي فِلَسْطِينُ نَارِي
    ফিলাস্‌তিনু দারি ফিলাস্‌তিনু নারি
    [fɪ.lɪs.tˤiː.nʊ dæː.riː fɪ.lɪs.tˤiː.nʊ nɑː.riː]
    ("ফিলিস্তিন আমার বাড়ি, ফিলিস্তিন আমার আগুন")।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিশ্ব রাষ্ট্রনায়ক (২০০০)। "ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ"। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  2. জাতীয় সঙ্গীত। "Palestine"। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  3. ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয়। "ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত"। ফেব্রুয়ারি ৫, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]