প্রবেশদ্বার:এলজিবিটিকিউ
এলজিবিটিকিউ +
|
এলজিবিটি (বা জিএলবিটি) (ইংরেজি: LGBT বা GLBT) একটি নাম-আদ্যক্ষর। ১৯৯০-এর দশক থেকে এই আদ্যক্ষরটি পূর্বতন "গে কমিউনিটি"-র সংজ্ঞাবাচক নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সামগ্রিকভাবে "এলজিবিটি" বলতে বোঝায় "লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার" অর্থাৎ, নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী। মানবজাতির ইতিহাসের প্রায় সমগ্র সময়কাল জুড়ে এলজিবিটি সম্প্রদায় নিন্দিত হয়ে এসেছে। তবে কখনো-কখনো সামাজিক ঔদার্য ও আনুকূল্যও পরিলক্ষিত হয়েছে। এই প্রশংসা ও নিন্দা নির্ভর করেছে স্থানভেদে এদের প্রতি বহিঃপ্রকাশের রূপ, সমসাময়িক বিভিন্ন ধর্মবিশ্বাসের প্রভাব ও সাংস্কৃতিক মানসিকতার উপর। তবে অধিকাংশ সমাজে এবং সরকার ব্যবস্থায় এলজিবিটি সম্প্রদায়ের যৌন অভিমুখিতাকে নির্দেশ করে এরকম আচরণকে দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হয়। উদাহরণস্বরূপ ভারত এবং বাংলাদেশ (দশ বছরের থেকে শুরু করে আমরণ সশ্রম কারাদণ্ড)সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সংবিধানে ৩৭৭ ধারা এবং ১৯টি দেশে সমপর্যায়ের ধারা এবং সম্পূরক ধারা মোতাবেক সমকামিতা ও পশুকামিতা প্রকৃতিবিরোধী যৌনাচার হিসেবে শাস্তিযোগ্য ও দন্ডনীয় ফৌজদারি অপরাধ। (এলজিবিটি সমাজ সম্পর্কে আরো পড়ুন)
মৌলিক বিষয়
সমকামিতার জন্য এপিজেনেটিক তত্ত্বের যে অবতারণা করা হয়েছে, সে বিষয়টি বিজ্ঞানে আজো ধোঁয়াশায় পরিপূর্ণ একটি শাখা। এই ধারণা মতে ডিএনএ ক্রমবিন্যাসে পরিবর্তন না হয়েও কিছু কলাকৌশলের দরুণ জিনের অভিব্যক্তি প্রকাশ বা কোষীয় বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে; যার ফলে সমকামিতার উদ্ভব হতে পারে। জীবের জীবনচক্রের বিভিন্ন স্থানে রাসায়নিক বিক্রিয়ায় জিনোমের সুইচ অন এবং অফের বিষয়ে এপিজেনেটিক্স বিশেষজ্ঞরা পরীক্ষানিরীক্ষা করেছেন। যাইহোক, এপিজেনেটিক তাত্ত্বিকরা সমকামিতার উদ্ভবের পিছনের একাধিক জটিল ধারণার কথা বলেছেন। যার কোনোটাতেই তারা ঐকমত্যে পৌছাতে পারেন নি।
জীবের ডিএনএ ক্রমবিন্যাসে কোনোরূপ পরিবর্তন না করে, নন জেনেটিক ফ্যাক্টর ডিএনএতে এমনভাবে ক্রিয়াসাধন করতে পারে; যার ফলে জীবের জিনের অভিব্যক্তির প্রকাশ ভিন্নভাবে হয়। মানবিদেহের ডিএনএর চারপাশে হিস্টোন প্রোটিন আবৃত থাকে; যা ডিএনএকে কাঠামোগত ইউনিটে সাজিয়ে রাখে। ডিএনএ এবং হিস্টোন এপিজিনোম নামক রাসায়নিক ট্যাগ দ্বারা আবৃত থাকে; যা জিনোমকে গাঠনিক আকার দেয়। এটি ডিএনএ ক্রমবিন্যাসে নিষ্ক্রিয় জিনকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে যার ফলে সেই জিন পড়া যায় না (আনরিডেবল হয়ে যায়) পক্ষান্তরে এটি সক্রিয় জিনকে দুর্বলভাবে আবদ্ধ করে; যাতে করে তা বেশি করে প্রকাশ পেতে পারে। These epigenetic tags react to stimuli presented from the outside world. It adjusts specific genes in the genome to respond to humans' rapidly changing environments. The idea of epigenetics and gene expression has been a theory applied to the origins of homosexuality in humans. One team of researchers examined the effects of epi-marks buffering XX fetuses and XY fetuses from certain androgen exposure and used published data on fetal androgen signaling and gene regulation through non-genetic changes in DNA packaging to develop a new model for homosexuality. সাধারণ এপিমার্ক থেকে শক্তিশালী এপিজিনোম জননাঙ্গ অথবা যৌন পরিচয় পরিবর্তন না করে ব্যক্তির যৌন চাহিদা পরিবর্তন করতে পারে। এই গবেষণা থেকে সমকামিতার মত যৌন চাহিদা ডিএনএর ক্রমবিন্যাসের সুনির্দিষ্ট জিনের অভিব্যক্তির মাধ্যমে সৃষ্টি হয়; এমন অনুমিত সিদ্ধান্তকে সমর্থন করে। এই তত্ত্ব এপি মার্ক জমজ সমীক্ষা এবং ভ্রুণীয় এন্ড্রোজেনের প্রকাশ সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত। (সম্পূর্ণ নিবন্ধ...)
জীবনী
স্যার এলটন জন (জন্ম: ২৫ মার্চ, ১৯৪৭) ইংরেজ গায়ক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তিত্ব। তার পুরো নাম স্যার এলটন হারকিউলিস জন। তিনি সিবিই বা কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদকপ্রাপ্ত। শৈশবে তার নাম ছিল রেজিনাল্ড কেনেথ ডোয়াইট। একজন ইংরেজ সঙ্গীতশিল্পী-গীতিকার, সুরকার এবং পিয়ানোবাদক হিসেবে তিনি ১৯৬৭ সাল থেকে বার্নি তাওপিনের সাথে যৌথভাবে কাজ করছেন। এ পর্যন্ত তারা ৩০টিরও বেশি গানের অ্যালবাম প্রকাশ করেছেন। জনের কর্মময় জীবনের চারটি অধ্যায়ে ২৫০ মিলিয়নেরও অধিক গানের রেকর্ড বিক্রি হয় এবং তিনি সর্বকালের সেরা-বিক্রীত মিউজিক অ্যালবামের সফলতম শিল্পী হিসেবে চিহ্নিত হন। তার একক অ্যালবাম ক্যান্ডল ইন দি উইন্ড ১৯৯৭ বিশ্বব্যাপী ৩৩ মিলিয়নেরও অধিক কপি বিক্রী হয় এবং বিলবোর্ড হট ১০০ এর ইতিহাসে সর্বাধিক বিক্রীত একক অ্যালবামের তালিকায় স্থান করে নেয়। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত ভুক্তির তালিকা
|
---|
- ... হিম চলচ্চিত্রে যিশুখৃস্টকে একজন সমকামী হিসেবে চিত্রায়ণ করা হয়েছে?
- ... উইলিয়াম শেকসপিয়রের যৌনচেতনায় উভকামিতার আভাস পাওয়া যায়?
বিষয়শ্রেণীসমূহ
বিশেষ নিবন্ধ
নারী সমকামী সাহিত্য হচ্ছে সাহিত্যের নারী সমকামী শাখা। সভ্যতার ঊষালগ্ন থেকেই নারীদের মধ্যে সমপ্রেম চলে বলে কথিত রয়েছে এবং নারী সমকামী সাহিত্য সেই খ্রিষ্টপূর্ব সময়কাল থেকেই চলে আসছে বলে রটিত। যদিও মধ্যযুগে ইউরোপে অনেক নারী সমকামী সাহিত্যিক শাস্তির আওতায় পড়ে গিয়েছিলেন এবং তাদের বই পুড়িয়ে ফেলা হয়েছে। ১৭৯১ সালে ফ্রান্স সমকামিতা বৈধ করে দেয় যেটা ছিলো পশ্চিম ইউরোপের ইতিহাসে পুরোপুরি বিরল দৃষ্টান্ত। যদিও উনিশ শতকে যখন ফ্রান্স পুরোপুরি উদার ছিলো সমকামিতার ক্ষেত্রে তখন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তার দেশ ব্রিটেনে সমকামিতা অবৈধ করে রেখেছিলেন কিন্তু নারী-সমকামীদেরকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হতোনা তখন কারণ ফরাসী নারী সমকামী কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ - এগুলো ইংরেজি ভাষায় অনূদিত হয়ে ব্রিটেনে প্রকাশিত হচ্ছিলো। নারী সমকামিতা সাহিত্য - এই খাতের মূল ধারা শুরু বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধের আগেই, আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার তুমুল হারে নারী সমকামী সাহিত্যিক লেখা পশ্চিম ইউরোপ জুড়ে বিক্রি হতে থাকে আর মার্কিন দেশে নারী সমকামী বই চালু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। নারীদের সমকামী সাহিত্য সমকামী নারীবাদের একটি অন্যতম মূল আলোচনার বিষয়। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত ভুক্তির তালিকা
|
---|
জনপ্রিয় সংস্কৃতিতে এলজিবিটি
লেসবিয়ান কানেকশন (এলসি ) "লেসবিয়ানদের জন্য, লেসবিয়ানদের দ্বারা এবং লেসবিয়ানদের সম্পর্কে" একটি আমেরিকান তৃণমূল নেটওয়ার্ক ফোরাম প্রকাশনা। লেসবিয়ান-নারীবাদী যৌথ উচ্চাভিলাষী অ্যামাজনস দ্বারা ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পত্রিকাটি মিশিগান -ভিত্তিক ৫১০(গ)(৩) অলাভজনক কর্পোরেশন এলসি পাবলিশিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয়। ২০১৬ সালে এর মোট আয় ছিল $৫২০,৪০৬। লেসবিয়ান কানেকশন দ্বিমাসিকভাবে প্রকাশিত হয় এবং যদিও এটির একটি প্রস্তাবিত বার্ষিক সদস্যতা রয়েছে, এটি একটি স্লাইডিং স্কেলের ভিত্তিতে অফার করার জন্য উল্লেখযোগ্য (প্রতিটি গ্রাহকের অর্থ প্রদানের ক্ষমতার উপর ভিত্তি করে নমনীয় অনুদানের জন্য জিজ্ঞাসা করা)। এলসি কারাবন্দী মহিলাদের জন্য উপলব্ধ করা হয় এবং যারা আর্থিক অবদান রাখতে অক্ষম তাদের অনুরোধের ভিত্তিতে বিনামূল্যে মেইল করা হয়।
এলসির একটি অনন্য দিক এটির বিষয়বস্তু মূলত এর পাঠকদের দ্বারা জমা দেওয়া হয়। লেসবিয়ান সম্প্রদায়ের প্রতি আগ্রহের খবর এবং ঘোষণার মধ্যে রয়েছে বর্তমান ঘটনা, থাকার জায়গা, ভ্রমণ, নারীসঙ্গীত উৎসব, নারীদের দেশ, বিশেষ অনুষ্ঠান, সমাবেশ, পর্যালোচনা এবং মৃত্যুঘটিত ঘটনা। এটিতে বিশেষ বিষয় কমিক স্ট্রিপ ডাইকস টু ওয়াচ আউট ফরের পুনর্মুদ্রণ, এবং লেসবিয়ানদের একটি বার্ষিক "কন্টাক্ট ডাইকস" আন্তর্জাতিক তালিকা রয়েছে যারা স্বেচ্ছাসেবক হিসেবে অন্য মহিলাদের কাছে তাদের নিজ শহর সম্পর্কে তথ্য প্রদান করে। এটি কল্পকাহিনী, ব্যক্তিগত বিজ্ঞাপন বা কলম বন্ধুদের জন্য অনুরোধ প্রকাশ করে না। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত তালিকা
|
---|
আপনি যা করতে পারেন
- এলজিবিটিকিউ, এলজিবিটিকিউ ব্যক্তির জীবনী, সংক্রান্ত ঘটনা বিষয়ক নতুন মৌলিক নিবন্ধ তৈরি অথবা অন্যান্য উইকিপ্রকল্প হতে অনুবাদ করতে পারেন।
- নিম্নের বিষয়ে এলজিবিটিকিউ বিষয়ক টেমপ্লেট হতে লাল লিঙ্ক থাকা বিষয় নিয়ে নিবন্ধ রচনা করতে পারেন।
- বিদ্যমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ, রচনাশৈলীর উন্নয়ন ও তথ্যছক না থাকলে যুক্ত করতে পারেন।
- নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
- এলজিবিটিকিউ সংক্রান্ত নিবন্ধসমূহে বিষয়শ্রেণী না থাকলে যুক্ত করতে পারেন।
- নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
- এলজিবিটিকিউ সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে
{{প্রবেশদ্বার দণ্ড|এলজিবিটি}}
যুক্ত করতে পারেন।
সম্পর্কিত প্রবেশদ্বার
বিষয়
উইকিমিডিয়া
প্রবেশদ্বার