বিষয়বস্তুতে চলুন

বিপরীতকামী-স্বাভাবিকতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিপরীতকামী স্বাভাবিকতা বা হেটারোনরম্যাটিভিটি (ইংরেজি: Heteronormativity) হল একটি বিশ্বাস যেখানে বলা হয় মানুষ নারী ও পুরুষ হিসেবে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ লিঙ্গীয় বৈশিষ্ট্য নিয়ে নিজ নিজ জীবনে সমাজনির্দিষ্ট ভূমিকা পালন করতে বাধ্য। এটি সুনিশ্চিতভাবে দাবি করে যে, বিপরীতকামিতাই হল একমাত্র স্বাভাবিক যৌন প্রবৃত্তি এবং আরও দাবি করে যে, যৌন ও বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যেই সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, বিপরীতকামী স্বাভাবিকতা এমন একটি দৃষ্টিভঙ্গি যা মানব প্রজাতির জৈবিক লিঙ্গ, যৌনতা যৌন পরিচয় ও যৌন ভূমিকার মাঝে পারস্পারিক সম্পর্ককে অধিক গুরুত্ব দেয়। বিপরীতকামবাদ এবং সমকামভীতির সঙ্গে প্রায়শই এর সম্পর্ক পাওয়া যায়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lovaas, Karen, and Mercilee M. Jenkins. "Charting a Path through the 'Desert of Nothing.'" Sexualities and Communication in Everyday Life: A Reader. 8 July 2006. Sage Publications Inc. 5 May 2008
  2. Warner, Michael (1991), "Introduction: Fear of a Queer Planet". Social Text; 9 (4 [29]): 3–17