বিষয়বস্তুতে চলুন

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)
নাইজেরিয়া ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত২১ আগস্ট ১৯৩৩; ৯১ বছর আগে (1933-08-21)
১৯৪৫; ৭৯ বছর আগে (1945)[]
সদর দপ্তরআবুজা, নাইজেরিয়া
ফিফা অধিভুক্তি১৯৬০[]
ক্যাফ অধিভুক্তি১৯৫৯
সভাপতিনাইজেরিয়া আমাজু পিনিক
সহ-সভাপতিনাইজেরিয়া সেয়ি আকিনউনমি
ওয়েবসাইটwww.thenff.com

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Nigeria Football Federation; এছাড়াও পূর্বে নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংক্ষেপে এনএফএফ নামে পরিচিত) হচ্ছে নাইজেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৫৯ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত।

এই সংস্থাটি নাইজেরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নাইজেরীয় পেশাদার ফুটবল লিগ, নাইজেরীয় জাতীয় লিগ, এনডব্লিউএফএল প্রিমিয়ারশিপ এবং এআইটিইও কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আমাজু পিনিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সানুসি মোহাম্মেদ।

কর্মকর্তা

[সম্পাদনা]
১৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আমাজু পিনিক
সহ-সভাপতি সেয়ি আকিনউনমি
সাধারণ সম্পাদক সানুসি মোহাম্মেদ
কোষাধ্যক্ষ ডেভিড আতাবো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আদেমোলা ওলাজিরে
প্রযুক্তিগত পরিচালক বিট্রাস বিওয়ার‍্যাং
ফুটসাল সমন্বয়কারী সানডে ওকায়ি
জাতীয় দলের কোচ (পুরুষ) গেরনত রোহর
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী জুবাইরু সানি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:নাইজেরিয়া-এ ফুটবল টেমপ্লেট:নাইজেরিয়া ফুটবল ফেডারেশন