তমাস কামিনস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তমাস কামিনস্কি
২০২০ সালে খেন্টের হয়ে কামিনস্কি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-10-23) ২৩ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান ডেনডেরমন্ডে, বেলজিয়াম
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্ল্যাকবার্ন রোভার্স
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০০–২০০২ জেলিক
২০০২–২০০৪ আসে-জেলিক
২০০৪–২০০৫ টুবিজে-ব্রাইনে
২০০৫–২০০৮ খেন্ট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১১ বেরস্খট যুব ৩৮ (০)
২০১১–২০১২ লোভেন ২৫ (০)
২০১২–২০১৬ আন্ডারলেখট ১৩ (০)
২০১৪–২০১৫আনোরথোসিস (ধার) ৩০ (০)
২০১৫–২০১৬কোপেনহেগেন (ধার) ৩২ (০)
২০১৬–২০১৯ কট্রেইক ৮৪ (০)
২০১৯–২০২০ খেন্ট ৪৯ (০)
২০২০– ব্ল্যাকবার্ন রোভার্স ৮৭ (০)
জাতীয় দল
২০০৫ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০০৭–২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ (০)
২০০৮–২০০৯ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০০৯–২০১১ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ ১২ (০)
২০১১–২০১৩ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তমাস কামিনস্কি (পোলীয়: Thomas Kaminski; জন্ম: ২৩ অক্টোবর ১৯৯২) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[২] তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৫ সালে, কামিনস্কি বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তমাস কামিনস্কি ১৯৯২ সালের ২৩শে অক্টোবর তারিখে বেলজিয়ামের ডেনডেরমন্ডেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

কামিনস্কি বেলজিয়াম অনূর্ধ্ব-১৫, বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৫ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ৩৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Thomas Kaminski"rovers.co.uk। Blackburn Rovers F.C.। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  2. "Notification of shirt numbers: Blackburn Rovers" (পিডিএফ)। English Football League। পৃষ্ঠা 8। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]