খেন্ট ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খেন্ট
পূর্ণ নামকনিঙ্কলিয়েকে আটলেটিক
এসোসিয়েট খেন্ট
ডাকনামডে বাফালো'স (মহিষ)
প্রতিষ্ঠিত১৮৬৪; ১৬০ বছর আগে (1864)
(একটি জিমন্যাস্টিকস সংস্থা হিসাবে)
৯০০; ১১২৪ বছর আগে (900)
(একটি ফুটবল সংস্থা হিসাবে)
মাঠখেলামকো এরিনা
ধারণক্ষমতা২০,০০০[১]
সভাপতিবেলজিয়াম ইভান ডে উইট্টে
পরিচালন অধিকর্তাবেলজিয়াম মিশেল লুয়াজি
ম্যানেজারবেলজিয়াম উইম ডে ডেকার
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

কনিঙ্কলিয়েকে আটলেটিক এসোসিয়েট খেন্ট (ওলন্দাজ উচ্চারণ: [ ˈkoːnɪŋkləkə ˌʔɑtləˈtik ˌɑsoːˈʃaː(t)si ˈɣɛnt]; এছাড়াও কেএএ খেন্ট অথবা শুধুমাত্র খেন্ট নামে পরিচিত) হচ্ছে খেন্ট ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। খেন্ট তাদের সকল হোম ম্যাচ খেন্টের খেলামকো এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উইম ডে ডেকার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইভান ডে উইট্টে। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় ভাডিস ওচিজা-ওফো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

ঘরোয়া ফুটবলে, খেন্ট এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি বেলজীয় প্রথম বিভাগ, ৩টি বেলজীয় কাপ এবং ১টি বেলজীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, খেন্টের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৬ উয়েফা ইন্টারটোটো কাপ এবং ২০০৭ উয়েফা ইন্টারটোটো কাপের ফাইনালে পৌঁছানো।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

ইউরোপীয়[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খেলামকো এরিনা"kaagent.be। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  2. "কেএএ খেন্ট (দল)"। কেএএ খেন্ট। ২০২০। ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:খেন্ট ফুটবল ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ