২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে ২০২১ সালের অক্টোবর মাসে খেলা হয়।[১][২] ২০১৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সদস্য দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হওয়া সকল পুরুষ টোয়েন্টি২০ (টি২০) ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করে। সে কারণে আঞ্চলিক বাছাইপর্বের সবগুলো ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[৩] এশিয়া বাছাইপর্বে এ ও বি নামে দুটি উপআঞ্চলিক গ্রুপ থাকে, যাদের আয়োজনস্থল হিসেবে যথাক্রমে কাতার ও মালয়েশিয়া নির্ধারণ করা হয়। প্রতিটি উপআঞ্চলিক গ্রুপের বিজয়ী দল দুটি বৈশ্বিক বাছাইপর্বের একটিতে উত্তীর্ণ হয়।[৪] ২০২১ সালের ২ সেপ্টেম্বর আইসিসি ঘোষণা দেয় যে গ্রুপ এ-এর খেলা কুয়েত থেকে কাতারে সরিয়ে নিয়ে আসা হয়েছে।[৫][৬]

প্রথমে ২০২০ সালের মার্চ ও সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্বগুলো খেলা হওয়ার কথা ছিল।[৭] কিন্তু ২০২০ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের ৩০ জুনের পূর্বে অনুষ্ঠেয় সব বাছাইপর্ব ইভেন্ট স্থগিত করা হয়েছে।[৮] ২০২০ সালের ডিসেম্বর মাসে আইসিসি বাছাইপর্বের রূপরেখা হালনাগাদ করে।[৯] ২০২১ সালের মার্চ মাসে গ্রুপ এ-এর খেলা আবারও স্থগিত করা হয় ও ২০২১ সালের অক্টোবর মাসে নিয়ে যাওয়া হয়।[১০] ২০২১ সালের মে মাসে মহামারির কারণে গ্রুপ বি-এর খেলা ২০২১ সালের নভেম্বর মাসে নিয়ে যাওয়া হয়।[১১][১২] কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে আইসিসি গ্রুপ বি টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দেয়। র‍্যাংকিং-এ এগিয়ে থাকায় হংকং পরবর্তী পর্বে খেলার যোগ্যতা লাভ করে।[১৩]

গ্রুপ এ-এর খেলায় বিজয়ী হয়ে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাহরাইন[১৪]

বাছাইপর্ব এ[সম্পাদনা]

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া পশ্চিমাঞ্চলীয় উপআঞ্চলিক বাছাইপর্ব
তারিখ২৩ অক্টোবর ২০২১ – ২৯ অক্টোবর ২০২১
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক কাতার
বিজয়ী বাহরাইন
রানার-আপ কাতার
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কুয়েত মোহাম্মদ আসলাম
সর্বাধিক রান সংগ্রহকারীবাহরাইন মুহাম্মদ ইউনিস (১৫৯)
বাহরাইন সরফরাজ আলি (১৫৯)
সর্বাধিক উইকেটধারীকুয়েত মোহাম্মদ আসলাম (৯)

দলীয় সদস্য[সম্পাদনা]

 কাতার[১৫]  কুয়েত[১৬]  বাহরাইন  মালদ্বীপ[১৭]  সৌদি আরব[১৮]
  • ইকবাল হোসেন (অধি.)
  • মোহাম্মদ রিজলান (সহ-অধি.) (উই.)
  • আন্দ্রি বেরেঞ্জার
  • ইকরামুল্লাহ খান
  • ইমল লিয়ানাগে (উই.)
  • কামরান খান
  • গায়ন মুনাবীরা
  • জহিরউদ্দিন ইব্রাহিম
  • ধর্মাঙ্গ প্যাটেল
  • মুরাদ খান
  • মুসাওয়ার শাহ
  • মুহাম্মদ ইকরাম
  • মুহাম্মদ তানভির
  • মুহাম্মদ মুরাদ
  • মোহাম্মদ নাদিম
  • সন্দুন ভিথানাগে
  • মোহাম্মদ আসলাম (অধি.)
  • আদনান ইদরিস
  • উসমান প্যাটেল (উই.)
  • এডসন সিলভা
  • নওয়াফ আহমেদ
  • নাভিদ ফখর
  • বসন্ত কুমারনায়ক
  • বিলাল তাহির
  • মিত ভাবসার (উই.)
  • মুহাম্মদ কাশিফ
  • মোর্শেদ মোস্তফা সারওয়ার
  • রবিজ সন্দরুবন
  • সৈয়দ মনিব
  • শিরাজ খান
  • আনাসিম খান (অধি.)
  • আব্দুল মজিদ মালিক
  • আম্মাদ উদ্দিন
  • ইমরান জাভেদ আনোয়ার
  • ইমরান আলি (উই.)
  • ওয়াসিক আহমেদ
  • জুনায়েদ আজিজ
  • প্রশান্ত কুরূপ (উই.)
  • ফিয়াজ আহমেদ
  • মুহাম্মদ ইউনিস
  • শহিদ মাহমুদ
  • সত্য বীরপতিরণ
  • সরফরাজ আলি
  • হায়দার আলি বাট
  • মোহাম্মদ মাহফুজ (অধি.)
  • আজইয়ান ফরহাদ (সহ-অধি.)
  • আমিল মাউরুফ
  • আলি ইভান
  • আহমেদ হাসান
  • ইব্রাহিম নাশাথ
  • ইব্রাহিম রিজান
  • ইব্রাহিম হাসান
  • উমর আদম
  • ভেদাগে মালিন্দা
  • মোহাম্মদ আজম (উই.)
  • মোহাম্মদ রিশওয়ান (উই.)
  • লিম শফিক
  • হাসান রশিদ (উই.)
  • আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার (অধি.)
  • ইমরান আরিফ (সহ-অধি.)
  • আবদুল ওয়াহিদ
  • আমির শাহজাদ
  • আহমেদ আবদুল ওয়াহিদ বালেদরাফ
  • ইমরান ইউসুফ
  • ইশতিয়াক আহমেদ
  • উসমান খালিদ
  • জয়নুল আবেদিন
  • জিশান সরফরাজ বাট (উই.)
  • ফয়সাল খান
  • বাসিত আলি
  • মোহাম্মদ নাদিম
  • মোহাম্মদ হিশাম শেখ
  • সাজিদ ইমরান শিমা

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 বাহরাইন +১.৬৬২
 কাতার (H) +১.৫৬৯
 কুয়েত +০.৮৯৯
 সৌদি আরব +০.৩০৩
 মালদ্বীপ −৪.০৮৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২৩ অক্টোবর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
কাতার 
১৩৩/৫ (২০ ওভার)
বনাম
 বাহরাইন
১৩৪/২ (১৩.১ ওভার)
জহিরউদ্দিন ইব্রাহিম ৩৩* (২২)
আব্দুল মজিদ মালিক ২/২৩ (৪ ওভার)
মুহাম্মদ ইউনিস ৮২* (৪৪)
মুহাম্মদ তানভির ১/২০ (৪ ওভার)
বাহরাইন ৮ উইকেটে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ ইউনিস (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্দ্রি বেরেঞ্জার, মুহাম্মদ মুরাদ (কাতার), ওয়াসিক আহমেদ ও হায়দার আলি বাট (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ অক্টোবর ২০২১
১৩:১০
স্কোরকার্ড
মালদ্বীপ 
৯৮/৯ (২০ ওভার)
বনাম
 সৌদি আরব
১০১/৩ (১৫.১ ওভার)
ইব্রাহিম নাশাথ ২০* (৫০)
ইমরান ইউসুফ ১/৬ (৩ ওভার)
ফয়সাল খান ৪১ (২৪)
উমর আদম ২/১৩ (৪ ওভার)
সৌদি আরব ৭ উইকেটে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিবানী মিশ্র (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফয়সাল খান (সৌদি আরব)
  • মালদ্বীপ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমির শাহজাদ, ইমরান আরিফ, ইমরান ইউসুফ, ইশতিয়াক আহমেদ, জয়নুল আবেদিন ও মোহাম্মদ হিশাম শেখ (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ অক্টোবর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
বাহরাইন 
১২৪/৮ (২০ ওভার)
বনাম
 কুয়েত
১২৯/৪ (১১.৩ ওভার)
সরফরাজ আলি ২৮ (১২)
মোহাম্মদ আসলাম ৩/১৩ (৪ ওভার)
রবিজ সন্দরুবন ৪৯ (৩১)
জুনায়েদ আজিজ ২/৪ (১ ওভার)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এডসন সিলভা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ অক্টোবর ২০২১
১৩:১০
স্কোরকার্ড
কাতার 
১৫৪/৬ (২০ ওভার)
বনাম
 মালদ্বীপ
৫৬ (১৮.৫ ওভার)
মোহাম্মদ রিজলান ৬২ (৪৬)
উমর আদম ৩/৩১ (৪ ওভার)
আহমেদ হাসান ১৮ (২৮)
মোহাম্মদ নাদিম ৪/১০ (৪ ওভার)
  • মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ অক্টোবর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
কুয়েত 
১৪৬/৮ (২০ ওভার)
বনাম
 সৌদি আরব
১৪৯/৬ (১৯ ওভার)
মোহাম্মদ আসলাম ৫৫ (৪১)
ইমরান আরিফ ২/১৪ (৪ ওভার)
সাজিদ ইমরান শিমা ৫২ (৩০)
মোহাম্মদ আসলাম ৩/৩৮ (৪ ওভার)
সৌদি আরব ৪ উইকেটে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাজিদ ইমরান শিমা (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উসমান খালিদ (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ অক্টোবর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
মালদ্বীপ 
৮৮/৯ (২০ ওভার)
বনাম
 বাহরাইন
৯৩/৩ (৭ ওভার)
উমর আদম ৩১ (২২)
ওয়াসিক আহমেদ ৩/১৪ (৪ ওভার)
মুহাম্মদ ইউনিস ৩১ (১৩)
ইব্রাহিম হাসান ২/৩৯ (৩ ওভার)
বাহরাইন ৭ উইকেটে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিবানী মিশ্র (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনাসিম খান (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রশান্ত কুরূপ (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ অক্টোবর ২০২১
১৩:১০
স্কোরকার্ড
সৌদি আরব 
১৩০/৯ (২০ ওভার)
বনাম
 কাতার
১৩৪/৫ (১৯.৪ ওভার)
ফয়সাল খান ৪২ (২৯)
মুহাম্মদ মুরাদ ৩/১৬ (৩ ওভার)
ইমল লিয়ানাগে ৪৪ (৪৫)
ইমরান আরিফ ১/১২ (৪ ওভার)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ অক্টোবর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
মালদ্বীপ 
১০৩ (২০ ওভার)
বনাম
 কুয়েত
১০৭/৫ (১২ ওভার)
আহমেদ হাসান ৪২ (৩৮)
আদনান ইদরিস ৩/১৭ (৪ ওভার)
এডসন সিলভা ৫৮ (২৯)
মোহাম্মদ মাহফুজ ২/১৪ (২ ওভার)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ অক্টোবর ২০২১
১৩:১০
স্কোরকার্ড
বাহরাইন 
১৭৯/৯ (২০ ওভার)
বনাম
 সৌদি আরব
১৬১/৬ (২০ ওভার)
সরফরাজ আলি ৬৭ (৪৫)
আবদুল ওয়াহিদ ২/২৫ (৪ ওভার)
আবদুল ওয়াহিদ ৭২* (৪০)
আনাসিম খান ২/২২ (৪ ওভার)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ অক্টোবর ২০২১
১৩:১০
স্কোরকার্ড
কুয়েত 
১২৬/৯ (২০ ওভার)
বনাম
 কাতার
১২৭/৮ (১১.৫ ওভার)
মিত ভাবসার ২৫ (১৭)
মুসাওয়ার শাহ ৩/১৮ (৪ ওভার)
  • কুয়েত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

বাছাইপর্ব বি[সম্পাদনা]

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া পূর্বাঞ্চলীয় উপআঞ্চলিক বাছাইপর্ব
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক মালয়েশিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা

প্রাথমিক সূচি অনুসারে সিঙ্গাপুরকে গ্রুপ বিতে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আইসিসি কর্তৃক সংশোধিত সূচি প্রকাশিত হওয়ার পর র‍্যাংকিং-এর পুনর্গণনার কারণে হংকং-এর পরিবর্তে সিঙ্গাপুরকে বৈশ্বিক বাছাইপর্বে সুযোগ দেয়া হয়।[১৯] ২০২১ সালের ১১ অক্টোবর আইসিসি কোভিড-১৯ মহামারির কারণে গ্রুপ বি টুর্নামেন্টটি বাতিল করে, যে কারণে র‍্যাংকিং-এ এগিয়ে থাকায় হংকং পরবর্তী পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।[২০]

গ্রুপ বিতে নিম্নলিখিত দলসমূহের খেলার কথা ছিল:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Qualification to Men's T20 World Cup 2022 in Australia confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  2. "Qatar set to host ICC qualifying event for the first time as part of road to Australia 2022"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  3. "All T20I matches to get international status"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  4. "ICC Men's T20 World Cup 2021 qualification process confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  5. "Qatar to host Western Asia qualifiers in October"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Qatar set to host the ICC Men's T20 World Cup Asia A Qualifier - 19th-30th October"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "ICC expands qualifiers for 2021 T20 World Cup to 16 teams"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  8. "COVID-19 update – ICC qualifying events"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  9. "2022 T20 World Cup qualification pathway"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  10. "Men's T20 World Cup 2022 Regional Qualifiers postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১ 
  11. "Three men's T20 World Cup 2022 qualifying events called off because of Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  12. "Three ICC Men's T20 World Cup 2022 European Qualifiers cancelled due to COVID-19"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  13. "Asia B Qualifier to Men's T20 World Cup 2022 cancelled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১ 
  14. "T20 World Cup qualifiers: Bahrain win Group A title race on NRR"দ্য পেনিনসুলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২১ 
  15. "Qatar to host T20 World Cup qualifiers"গাল্ফ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  16. "Kuwait Cricket announce Men's squad for T20 World Cup Asia qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২১ 
  17. "Maldives cricket announces squad for T20 world cup Asia qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১ 
  18. "لاعبو و مدربين المنتخب السعودي للكريكيت المشاركين في التصفيات الأولية المؤهلة لكأس العالم T20 المقامة في قطر 🇸🇦🏏"সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  19. "Singapore promoted to global qualifier for 2022 T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  20. "Hong Kong progress after cancellation of Asia B Qualifier for 2022 men's T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]