বিষয়বস্তুতে চলুন

মানুষ পত্রিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানুষ পত্রিকা
ধরনদৈনিক বাংলা সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
প্রতিষ্ঠাতাকমলা রঞ্জন তলাপাত্র
প্রধান সম্পাদকপ্রিয়ব্রত তলাপাত্র
প্রতিষ্ঠাকাল১৫ আগস্ট, ১৯৫২
ভাষাবাংলা
সদর দপ্তরআগরতলা, ত্রিপুরা
প্রচলন২৬,০০০ (২০০৯)
ওয়েবসাইটmanushpatrika.com

মানুষ পত্রিকা ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত বাংলা ভাষার একটি প্রাচীন দৈনিক পত্রিকা। এটি ভারতবর্ষের অন্যতম ও ত্রিপুরার সবচেয়ে প্রাচীন পত্রিকা৷ প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক পত্রিকাগুলোর একটি৷ পত্রিকাটিকে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিসেবে বিবেচনা করা হয়৷ ১৯৫২ সালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ও কিংবদন্তি সাংবাদিক কমলা রঞ্জন তলাপাত্র পত্রিকাটি প্রতিষ্ঠা করেন এবং ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ সালে তাঁর মৃত্যুর পর থেকে প্রিয়ব্রত তলাপাত্র পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, বিলোনীয়া, তেলিয়ামুড়া, বিশালগড় সহ ভারতের বিভিন্ন শহর থেকে পত্রিকাটি প্রচারিত হয়৷

ইতিহাস

[সম্পাদনা]

মানুষ পত্রিকা একটি সাপ্তাহিক হিসাবে শুরু হয়েছিল এবং ১৯৭৪ সালে এটি একটি দৈনিকে রূপান্তরসে হয়েছিল। এটি ত্রিপুরার প্রাচীনতম দৈনিকগুলির মধ্যে একটি। এনইডিএফআইয়ের পরিচালিিসাবে প্রমাণ পেয়েছিল যে রাজ্য সরকার অবৈধভাবে বিজ্ঞাপনগুলি বন্ধ করে দিয়েছে। কাউন্সিল অনুভব করেছিল যে দৈনিকের লেখা নিবন্ধ এবং বিজ্ঞাপনের স্টপেজের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Attacks on the media"। ২২ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০