দিনকরন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দিনাকরণ থেকে পুনর্নির্দেশিত)
দিনাকরণ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকসান গ্রুপ
প্রতিষ্ঠাতাকে পি কান্দাস্বামী
প্রতিষ্ঠাকাল১৯৭৭ (1977)
ভাষাতামিল
সদর দপ্তরচেন্নাই, তামিলনাড়ু
প্রচলন১,১৬৭,১৮৯ [১]
ওয়েবসাইটDinakaran website

দিনকরণ ভারতের একটি তামিল দৈনিক পত্রিকা। এটি কে পি কান্দাস্বামী কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে মিডিয়া সংস্থা সান নেটওয়ার্কের মালিকানাধীন। [২] দিনাকরণ, দিনা থান্তির পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রচারিত তামিল দৈনিক। [৩][৪][৫] কে পি কান্দাস্বামী তাঁর শ্বশুড় এস পি আদিথানরের মালিকানাধীন পত্রিকা দিনা থান্তি থেকে সরে এসে দিনাকরণ প্রতিষ্ঠা করেন ১৯৭৭ সালে। [৬] ২০০৫ সালে, পত্রিকাটি কে পি কে কুমারানের কাছ থেকে সান নেটওয়ার্কের কলানিথি মারান কর্তৃক অধিগ্রহণ করা হয়েছিল।

দিনাকরন ভারতের ১২ টি শহর, যেমন বেঙ্গালুরু, চেন্নাই, কোয়ম্বাটুর, মাদুরাই, মুম্বই, নয়াদিল্লি, নাগরকোয়েল, পণ্ডিচেরি, সালেম, তিরুচিরাপল্লী, তিরুনেলবেলি এবং ভেলোর থেকে প্রকাশিত হয়। ২০১৪ সালের হিসাবে, সংবাদপত্রটির প্রচার রয়েছে ১,২১৫,৫৮৩ অনুলিপি। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Submission of circulation figures for the audit period July - December 2015" (পিডিএফ)Audit Bureau of Circulations। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬ 
  2. "Sun acquires Dinakaran newspaper"rediff.com। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১০ 
  3. "Details of most circulated publications for the audit period Jul-Dec 2014" (পিডিএফ)Audit Bureau of Circulations। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৫ 
  4. Judy Franko (১৩ মার্চ ২০১০)। "Tamil daily Dinakaran takes over the lead"exchange4media.com। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১০ 
  5. "India's 15 most-read newspapers"rediff.com। ৫ মে ২০১০। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১০ 
  6. Jeffrey, Robin (২৪ মার্চ ২০০০)। India's newspaper revolution। C. Hurst & Co। পৃষ্ঠা 79,80,114,135। আইএসবিএন 978-1-85065-383-7