অন্ধ্র ভূমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্ধ্র ভূমি
প্রতিষ্ঠাকাল১৯৬০; ৬৪ বছর আগে (1960)
ভাষাতেলুগু
ওয়েবসাইটhttp://www.andhrabhoomi.net/

অন্ধ্র ভূমি একটি তেলুগু দৈনিক পত্রিকা। এটি হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, অনন্তপুর, করিমনগর, নেল্লোর ইত্যাদি সংস্করণ সহ পুরো অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা জুড়ে পাওয়া যায়।

তথ্য[সম্পাদনা]

এটি ১৯৬০ সালে ডেকান ক্রনিকলের [১] স্বত্বাধিকারী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও ডেকান ক্রনিকলের মালিকানাধীন রয়েছে। [২] এটি অন্ধ্র ভূমি সচিত্র ভারা পত্রিকা নামে একটি মাসিক পত্রিকাও নিয়ে আসে। ৩,৬৫,৭৯৪টি প্রচলন নিয়ে এটি অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং দক্ষিণ ভারতের কিছু অংশ ব্যাঙ্গালোরের (মূলত) জুড়ে রয়েছে। এটি ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলের তেলুগু সংস্করণ। দুটি সংবাদপত্রই টি ভেঙ্কাতারামি রেড্ডি মালিকনাধীন, যিনি কংগ্রেস সাংসদ টি সুবীরমি রেড্ডির ভাগ্নে।[তথ্যসূত্র প্রয়োজন] [ উদ্ধৃতি প্রয়োজন ]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Reddy, Gaddam Ram; Sharma, B. A. V. (১৯৭৯)। Regionalism in India: A Study of Telangana। Concept Publishing Company। পৃষ্ঠা 76। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৫ 
  2. "Deccan Chronicle Holdings reports negative networth"। economictimes.indiatimes.com। ১১ অক্টোবর ২০১৩। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]