হেরাল্ড ইয়ং লিডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেরাল্ড ইয়ং লিডার
ধরনদৈনিক সংবাদপত্র
ভাষাহিন্দি

হেরাল্ড ইয়ং লিডার হিন্দি ভাষার একটি সংবাদপত্র [১] যা ভারতের সুরাত থেকে প্রকাশিত হয়। [২] এটি গুজরাত রাজ্যের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র হিসাবে ২০ বছরেরও বেশি সময় ধরে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ৪,০২,৮৫৯ সঞ্চালনের পরিসংখ্যান সহ[তথ্যসূত্র প্রয়োজন] প্রতিদিনের অনুলিপি হেরাল্ড ইয়ং লিডার দেশের সর্বাধিক প্রচারিত হিন্দি সংবাদপত্রগুলির মধ্যে একটি। হেরাল্ড ইয়ং লিডার এই অঞ্চলের লোকদের কাছে সর্বশেষ সংবাদ, বিশ্লেষণাত্মক নিবন্ধ, চলচ্চিত্রের সংবাদ এবং মতামত, ক্রীড়া, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি সরবরাহ করে।

দৈনিক ২০ লক্ষেরও বেশি পাঠকশ্রেণীর মাঝে হেরাল্ড ইয়ং লিডার এমন শ্রোতা কর্তৃক সমর্থিত যাদের ডেমোগ্রাফিক প্রোফাইল তার পাঠকদের থেকে ভিন্ন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Newspaper Advertising in Herald Young Leader, Gujarat"gainbuzz.com। ৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০ 
  2. Land and People of Indian States and Union Territories, Vol. 36, p. 574 (2006) (confirms existence of paper)