বিষয়বস্তুতে চলুন

গ্রিন লাইফ মেডিকেল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রিন লাইফ মেডিকেল কলেজ
Green Life Medical College
গ্রিন লাইফ মেডিকেল কলেজের লোগো
গ্রিন লাইফ মেডিকেল কলেজের লোগো
ধরনবেসরকারি মেডিকেল স্কুল
স্থাপিত২০০৯ (2009)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানজাতীয় অধ্যাপক শাহলা খাতুন
অধ্যক্ষঅধ্যাপক ডাক্তার এমএ আযহার
অবস্থান
বীর উত্তম কেএম শফিউল্লাহ সড়ক (গ্রিন রোড), ঢাকা - ১২০৫
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটgreenlife.edu.bd

গ্রিন লাইফ মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০০৮ সালে এটি রাজধানী ঢাকার গ্রিনরোডে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।[] এটি একটি অলাভজনক প্রাইভেট মেডিকেল কলেজ।[]

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০৫ সালে দেশের ৫০ জন ডাক্তার মিলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। নাম দেন গ্রিন লাইফ হাসপাতাল। পরবর্তীতে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় গ্রিন লাইফ মেডিকেল কলেজ।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

এই কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। কলেজটি ২০১০ সালে প্রথম ব্যাচে ৫১ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি দ্রুত বিকাশ লাভ করেছে। বর্তমানে প্রতি বছর ১১০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। এর মধ্যে বিদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি আসন সংরক্ষিত। বর্তমানে ৭৬ জন বিদেশী শিক্ষার্থী পড়াশোনা করছে, তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী পুরুষ এবং ১৬ জন মহিলা।

অবকাঠামো

[সম্পাদনা]

মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লেক্স রোগীদের জন্য প্রায় ৫০০ শয্যা বিশিষ্ট দুটি বহুতল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে প্রতিষ্ঠিত হয়েছে। বিল্ডিংটি অত্যাধুনিক অবকাঠামোতে সজ্জিত বহির্বিভাগ এবং রোগীদের পর্যাপ্ত সুবিধা রয়েছে।

এটির পনেরো তলা বিশিষ্ট নিজস্ব একাডেমিক বভন রয়েছে, জানুয়ারি ২০১৮ থেকে এই ভবনে কার্যক্রম পরিচালনা করে থাকে, এর আগে হাসপাতাল ভবনে সমস্ত একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো। আরও বিস্তারের জন্য মেডিকেল কলেজটির পূর্বাচল নতুন শহরে ২০০ দশমিক দশমিক জমি রয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঢাকা বিভাগ" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Green Life Medical College"www.greenlife.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪ 
  3. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]