তালা ইউনিয়ন
অবয়ব
তালা | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে তালা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৫′৬.৫″ উত্তর ৮৯°১৫′২৬.৬″ পূর্ব / ২২.৭৫১৮০৬° উত্তর ৮৯.২৫৭৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | তালা উপজেলা |
আয়তন | |
• মোট | ৬,১১৫ বর্গকিমি (২,৩৬১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪০,৯৭০ |
• জনঘনত্ব | ৬.৭/বর্গকিমি (১৭/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯৪২১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তালা ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]ইউনিয়নে মোট গ্রাম ২১টি। জনসংখ্যা ৪০,৯৭০ জন। পুরুষ ২০,৬২৫ জন। নারী ২০,৩৪৫ জন। হোল্ডিং সংখ্যা ৮.০৬৭ পরিবার। মোট ভোটার সংখ্যা ২২,৫৮৪ জন। মৌজা ১৬টি এবং মোট আয়তন ৬,১১৫ বর্গ কিলোমিটার।
শিক্ষা
[সম্পাদনা]সরকারী কলেজ ১টি। বে-সরকারি কলেজ ০২টি। টেকনিক্যাল কলেজ ০১টি। সরকারি হাইস্কুল ০২টি। বেসরকারি হাইস্কুল ০৬টি। জুনিয়র হাইস্কুল ০২টি। বালিকা বিদ্যালয় ০২টি। ফাজিল মাদ্রাসা ০১টি। আলিম মাদ্রাসা ০১টি। দাখিল মাদ্রাসা ০২টি। মহিলা মাদ্রাসা ০১টি। সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০টি। বেসরকারি রেজিঃ বিদ্যালয় ০৯টি। বেসরকারি নন রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ০১টি। প্রি-ক্যাডেট বিদ্যালয় ০৪টি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "তালা ইউনিয়ন"। talaup6.satkhira.gov.bd। ২০১৯-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |