শিবপুর ইউনিয়ন, সাতক্ষীরা সদর
শিবপুর | |
---|---|
ইউনিয়ন | |
০৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদ | |
[[File::শিবপুর ইউনিয়ন|250px]] | |
বাংলাদেশে শিবপুর ইউনিয়ন, সাতক্ষীরা সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৩′১৮″ উত্তর ৮৯°০′৩৮″ পূর্ব / ২২.৭২১৬৭° উত্তর ৮৯.০১০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা |
সাতক্ষীরা জেলা হিসেবে স্বীকৃতির সাথেই এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। | ১৫ মে ১৯৫৯ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) |
আয়তন৪৬২৩ একর | |
• মোট | ২৪০.৬০ বর্গ কিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৫৬৩ |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
শিবপুর ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]শিবপুর ইউনিয়নের আয়তন ৬১১৩ একর।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শিবপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৮,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৯৭ জন এবং মহিলা ৯,০৬৬ জন।[২]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]শিবপুর ইউনিয়নের পশ্চিমে ঘোনা ইউনিয়ন, পূর্বে আগরদাঁড়ী ইউনিয়ন, দক্ষিণে আলীপুর ইউনিয়ন এবং উত্তরে আগরদাঁড়ী ইউনিয়ন অবস্থিত।[৩]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]শিবপুর ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ০৫ নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে ১১টি মৌজা, ২৫টি গ্রাম, ১টি স্বাস্থ্য কেন্দ্র, ২টি কমিউনিটি ক্লিনিক, ২টি ডাকঘর এবং ৪টি হাট-বাজার রয়েছে।[২]
শিক্ষা
[সম্পাদনা]শিবপুর ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন মোট জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার ৪৭%। এ ইউনিয়নে ০৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ০৪ টি মাদ্রাসা ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- ↑ ক খ গ "একনজরে শিবপুর ইউনিয়ন"। ২০১৭-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- ↑ "ইউনিয়নের ইতিহাস"। ২০১৭-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]শিবপুর ইউনিয়নের তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ মার্চ ২০১৮ তারিখে