বুধহাটা ইউনিয়ন
বুধহাটা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বুধহাটা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৬′৩৩.১৭″ উত্তর ৮৯°৯′৪.১৭″ পূর্ব / ২২.৬০৯২১৩৯° উত্তর ৮৯.১৫১১৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | আশাশুনি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু |
আয়তন | |
• মোট | ২০.৫৮ বর্গকিমি (৭.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,২৬৩ [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বুধহাটা ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী সাতক্ষীরা জেলার দক্ষিণে আশাশুনি উপজেলা। এই উপজেলার ২নঙ বুধহাটা ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। আশাশুনি উপজেলার এই ইউনিয়নটি একটি জনবহুল ও ঐতিহ্যবাহী ইউনিয়ন।[১]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
বুধহাটা ইউনিয়নটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নটি উত্তর দক্ষিণভাবে লম্বা, পূর্ব দিকে বড়দল ইউনিয়ন, পশ্চিমে শোভনালী ইউনিয়ন, উত্তরে কুল্যা ইউনিয়ন এবং দক্ষিণে মরিচ্চাপ নদী ও পূর্বে বেতনা নদী প্রবাহিত। ।[২]
নদনদী[সম্পাদনা]
২নং বুধহাটা ইউনিয়নে একটি নদী সেটি বেতনা নদী নামে পরিচিত।
শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। সরকারী ৯টি বেসরকারী ৬টি মাদরাসা ৭টি মাধ্যমিক বিদ্যালয় ৩টি এর মধ্যে একটি বালিকা বিদ্যালয় কলেজিয়েট স্কুল ১টি মহিলা কলেজ ১টি কারিগরি কলেজ ১টি
ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]
মসজিদ ৩৮টি, মন্দির ১৩টি, গির্জা- ১টি, শ্মশান ঘাট ১০টি
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ইউনিয়ন সমূহ - আশাশুনি উপজেলা"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা- বুধহাটা ইউনিয়ন"।