আটুলিয়া ইউনিয়ন
আটুলিয়া | |
---|---|
ইউনিয়ন | |
১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | শ্যামনগর উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | আবু সালেহ |
আয়তন | |
• মোট | ৪১.৪৭ বর্গকিমি (১৬.০১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ৩৭,০৬৫ |
• জনঘনত্ব | ৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আটুলিয়া ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
আটুলিয়া ইউনিয়নের আয়তন ১০ বর্গ কি.মি.।
জনসংখ্যা[সম্পাদনা]
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আটুলিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৭,০৬৫ জন। এর মধ্যে পুরুষ ১৮,৫৭৫ জন এবং মহিলা ১৮,৪৯০ জন।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
শ্যামনগর উপজেলা থেকে আটুলিয়া ইউনিয়নের দুরত্য প্রায় ১১ কিলোমিটার। শ্যামনগর উপিজেলা বাসস্টান্ড হতে বাস,মটোরসাইকেল অথবা ইঞ্জীন চালিত ভ্যানে করে আটুলিয়া ইউনিয়নে আসা যায়।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
আটুলিয়া ইউনিয়নে ২টি ডিগ্রি কলেজ ও ৫ মাধ্যমিক বিদ্যালয় আছে। সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ১৫টি, মাদ্রাসা আছে ৭ টি।
ধর্মীয় অবকাঠামো[সম্পাদনা]
মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করে এই ইউনিয়নে। মসজিদ আনুমানিক ৫০+ টি আছে,এবং মন্দির ১০ টি
বিশেষ ব্যক্তিত্ব[সম্পাদনা]
১) মরহুম আব্দুল কাদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি।
২) মোঃ লুতফার রহমান নির্বাহীপরিচালক এন জি এফ।
৩) মোঃ আব্দুল বারী মাওলানা সাবেক উপজেলা চেয়ারম্যান।
৪) ডা আব্দুল হামিদ সাবেক ইউপি চেয়ারম্যান।
৫)ডাঃ আব্দুর রহমান বিসিএস শিক্ষা প্রভাষক উদ্ভিদবিজ্ঞান যশোর সরকারি মহিলা কলেজ।
৬) মমিনুর রহমান বিসিএস বেতার বাংলাদেশ বেতার খুলনা।
৭) রায়হান কবীর বিসিএস মৎস্য উপজেলা মৎস্য অফিসার।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আটুলিয়া ইউনিয়ন"। atuliaup.satkhira.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২২।