লাবসা ইউনিয়ন
লাবসা | |
---|---|
ইউনিয়ন | |
১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে লাবসা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৯.০৪৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ আব্দুল আলীম |
আয়তন | |
• মোট | ২০.৫০৯ বর্গকিমি (৭.৯১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৮,৮৪৯ [১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৫৬% [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
লাবসা ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[২]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
লাবসা ইউনিয়নের আয়তন ৫৫৬২ একর (২০.৫০৯ বর্গ কিলোমিটার)[১]।
জনসংখ্যা[সম্পাদনা]
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী লাবসা ইউনিয়নের লোকসংখ্যা ২৮,৮৪৯ জন। এর মধ্যে পুরুষ ১৪,৮৫১ জন এবং মহিলা ১৩,৯৯৮ জন।[১]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
লাবসা ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে ৪টি ক্রীড়া সংগঠন রয়েছেঃ লাবসা একাদশ ক্লাব, রাজনগর জাগরণী চক্র ক্লাব, থানাঘাটা একাদশ ক্লাব এবং মাগুরা দাশপাড়া ব্যাডমিন্টন ক্লাব।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
লাবসা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯%। এ ইউনিয়নে ১টি কলেজ ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
ধর্মীয় অবকাঠামো[সম্পাদনা]
লাবসা ইউনিয়নে ১২ট মসজিদ, ৬টি মন্দির, ১টি এতিমখানা এবং ১ট মাজার রয়েছে।[৫]
সাংস্কৃতিক সংগঠন[সম্পাদনা]
লাবসা ইউনিয়নে সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে রয়েছেঃ ঋশিল্পী গোষ্ঠী, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী এবং বিনেরপোতা নাট্য শিল্পী গোষ্ঠী; এছাড়াও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি উৎযাপন করে থাকে।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- ↑ "লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- ↑ "ক্রীড়া সংগঠন | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠান| লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "ধর্মীয়প্রতিষ্ঠান | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "সাংস্কৃতিক সংগঠন | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |