হেলাতলা ইউনিয়ন
হেলাতলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে হেলাতলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৩′৪.২″ উত্তর ৮৯°১′৩৬.১″ পূর্ব / ২২.৮৮৪৫০০° উত্তর ৮৯.০২৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | কলারোয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোয়াজ্জেম হোসেন |
আয়তন | |
• মোট | ২০.৮২বর্গ কি:মি: বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৫৩২জন |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯৪১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হেলাতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া উপজেলার একটি ইউনিয়ন।[১] কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে সাতক্ষীরা জেলার মধ্যে ১৪টি হেলাতলা গ্রামের সমন্বে হেলাতলা ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নাম-৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ। খ) আয়তন-২০.৮২বর্গ কি:মি: গ) লোকসংখ্যা: ২৫,৫৩২জন ঘ) গ্রামের সংখ্যা: ১২টি ঙ) মৌজার সংখ্যা: ৭টি চ) হাট/বাজারের সংখ্যা-৪টি ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে জ) শিক্ষার হার: ৭০(২০০১ সালের আদমশুমারী অনুসারে) ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৮টি ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি ট) উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক-৭টি(জুনিয়র স্কুল ৫টি) ঠ) মাদ্রাসা-১টি ড) মহিলা মাদ্রাসা-নেই ঢ) দায়িত্বরত চেয়ারম্যান-জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২টি। ত) ঐতিহাসিক পর্যটন স্থান-২টি থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৯ইং দ) নবগঠিত পরিষদের বিবরণ: শপথ গ্রহনের তারিখ:২৬-০৩-১৬ প্রথম সভার তারিখ: ১৭/০৪/১৬ ধ) গ্রাম সমূহের নাম:- ঝাঁপাঘাট, গোগ, জাফরপুর, হেলাতলা, কোঠাবাড়ি ,উঃদিগং, রঘুনাথপুর, খলসী, দঃদিগ, ব্রজবাকসা, দামোদারকাটি, গনপতিপুর, চেড়াঘাট। ন) ইউনিয়ন পরিষদের জনবল নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন ইউনিয়ন পরিষদ সচিব: ১জন ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র: ২জন ইউনিয়ন গ্রাম পুলিশ : ১০
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হেলাতলা ইউনিয়ন"। helatalaup.satkhira.gov.bd/। ২০২০-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
http://www.helatalaup.satkhira.gov.bd/site/page/08e7af43-1c4b-11e7-8f57-286ed488c766/%E0%A6%8F%E0%A6%95%20%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে