পদ্মপুকুর ইউনিয়ন
১১নং পদ্মপুকুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে পদ্মপুকুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২০′৪৪.৫″ উত্তর ৮৯°১৩′৪৫.১″ পূর্ব / ২২.৩৪৫৬৯৪° উত্তর ৮৯.২২৯১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | শ্যামনগর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আমজাদুল ইসলাম আমজাদ (কার্যকাল:ফেব্রুয়ারি,২০২২-বর্তমান) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পদ্মপুকুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন।[১] ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত।
ভৌগোলিক অবস্থানের পদ্মপুকুর ইউনিয়ন এর দক্ষিণে রয়েছে গাবুরা ইউনিয়ন এবং উত্তরের প্রতাপনগর ইউনিয়ন ইউনিয়ন পূর্বে কয়রা ইউনিয়ন এবং পশ্চিমে আটুলিয়া ইউনিয়ন অবস্থিত। সুন্দরবনের কোলঘেষা এ ইউনিয়ন প্রাকৃতিক অপার সৌন্দর্যে ঘেরা।
সাধারণ বর্নণা[সম্পাদনা]
পদ্মপুকুর ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি এবং মৎস সম্পদের উপর নির্ভরশীল।
গ্রামসমূহ[সম্পাদনা]
পদ্মপুকুর ইউনিয়নের গ্রামগুলো হলো পদ্মপুকুর, কেদারবাজার,গড়কুমারপুর,বন্যতলা,পাখিমারা,কামালকাটি,ঝাপা,পাতাখালি,চন্ডিপুর,সোনাখালী,খুঁটিকাটা,বাইনতলা,
সংস্কৃতি ও খেলাধুলা,বিনোদন[সম্পাদনা]
পদ্মপুকুর ইউনিয়নটি একটি সংস্কৃতমন্ডিত ইউনিয়ন। মোট জনসংখ্যার প্রায় ১৫% হিন্দু।এখানকার অধিকাংশ হিন্দু বাস করে ঝাপা, কামালকাটি,খুঁটিকাটা,সোনাখালি গ্রামে। ইউনিয়নের একটি বৃহৎ জনগোষ্ঠী হিন্দু হওয়ায় সংস্কৃতি যেন জীবন্ত রূপ ধারণ করেছে। তাছাড়া খেলাধুলাও বেশ প্রচলিত আছে এখানে। বিশেষ করে জাতীয় খেলা কাবাডি,ফুটবল,ক্রিকেট, ভলিবল,কুস্তি,কাঁছি টানা প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলা-ধুলা হয়ে থাকে। এখানকার মানুষ বিনোদন প্রিয়। বিনোদনের জন্য বছরে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউনিয়নটিতে।
নদনদী[সম্পাদনা]
পুরো পদ্মপুকুর ইউনিয়ন জুড়ে ২ টি নদী বিস্তৃত। যথা: কপোতাক্ষ ও খোলপেটুয়া। ইউনিয়নের অনেক গরীব পরিবার এ নদীর উপর নির্ভরশীল।
রাস্তাঘাট ও যোগাযোগ ব্যাবস্হা[সম্পাদনা]
ইউনিয়নের অধিকাংশ রাস্তাই কাঁচা।যোগাযোগ ব্যাবস্হা তুলনামূলক অনুন্নত।নদীপথে যোগাযোগ ব্যাবস্হা সবচেয়ে ভালো
স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যাবস্হা[সম্পাদনা]
ইউনিয়নে কোন হাসপাতাল নেই তবে কমিউনিটি ক্লিনিক আছে।শিক্ষা ক্ষেত্রে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে,মাধ্যমিক বিদ্যালয় আছে ৩ টি,মাদ্রাসার সংখ্যা ৩ টি, বর্তমানে কোন উচ্চবিদ্যালয় এ ইউনিয়নে নেই তাই ছেলেমেয়েদের অনেক কষ্ট করে পার্শবর্তী ইউনিয়নে পাড়ি জমাতে হয়।ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
১.গড়পদ্মপুকুর আমিনিয়া দাখিল মাদ্রাসা ২.বি,কে মাধ্যমিক বিদ্যালয় ৩.পাতাখালী মাদ্রাসা ৪.পাতাখালী মাধ্যমিক বিদ্যালয় ৫.ঝাপা ব্রজবিহারী মাধ্যমিক বিদ্যালয়
ইউনিয়নের পূর্ববর্তী চেয়ারম্যান ও সম্মানিত ব্যাক্তিবর্গ[সম্পাদনা]
মোঃ হারেজউদ্দীন ঢালী,বাবু অমল কুমার,মোঃ ফিরোজউদ্দীন, আমজাদুল ইসলাম আমজাদ,এ্যাডঃএস,এম,আডাউর রহমান
বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোমিনুর রহমান, দানবীর আলহাজ্ব মোকসেদ আলী,মেম্বর আব্দুস সবুর সানা,মেম্বর গফুর ঢালী, অ্যাড. নুরুল ইসলাম,মোঃশফিকুল ইসলাম (শফি)
রাজনৈতিক দলসমূহ[সম্পাদনা]
এ ইউনিয়নে উল্লেখযোগ্য রাজনৈতিক দলসমূহ বিরাজমান,বর্তমানে ক্ষমতায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত ও নির্বাচিত জনপ্রতিনিধি জনাব এস,এম, আতাউর রহমান,তাছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ,বাংলাদেশ ছাত্রলীগ,শেখ রাসেল পরিষদ ও অনন্য ও অঙ্গপ্রতিষ্ঠান সক্রিয় আছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পদ্মপুকুর ইউনিয়ন"। padmapukurup.satkhira.gov.bd/। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |