২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ কর্মকর্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্ট্রেলীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে ১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, ২০১২ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলা পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আম্পায়ারদের পূর্ণাঙ্গ তালিকায় ছিলেন - বিলি বাউডেন, আলীম দার, স্টিভ ডেভিস, কুমার ধর্মসেনা, মারাইজ ইরাসমাস, ইয়ান গোল্ড, টনি হিল, রিচার্ড কেটেলবরা, নাইজেল লং, আসাদ রউফ, সাইমন টাওফেল, রড টাকার (প্রত্যেকেই আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে) এবং ব্রুস অক্সেনফোর্ড (আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে)।

ম্যাচ রেফারী হিসেবে ছিলেন - রঞ্জন মাদুগালেজেফ ক্রো (উভয়ে আইসিসি ম্যাচ রেফারী সেরা তালিকা থেকে)। গ্রেইম লেব্রয় মহিলাদের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন।

কর্মকর্তা নির্বাচন সম্পর্কীয় কমিটিতে ছিলেন - আইসিসি জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন, আইসিসি প্রধান ম্যাচ রেফারী রঞ্জন মাদুগালে; সাবেক খেলোয়াড়, কোচ, আম্পায়ার ও টেলিভিশনের ধারাভাষ্যকার ডেভিড লয়েড এবং সেরা আম্পায়ার তালিকার সাবেক সদস্য শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন[১]

আম্পায়ার[সম্পাদনা]

আম্পায়ার দেশ/অঞ্চল তালিকা
বিলি বাউডেন  নিউজিল্যান্ড সেরা
আলীম দার  পাকিস্তান সেরা
স্টিভ ডেভিস  অস্ট্রেলিয়া সেরা
কুমার ধর্মসেনা  শ্রীলঙ্কা সেরা
মারাইজ ইরাসমাস  দক্ষিণ আফ্রিকা সেরা
ইয়ান গোল্ড  ইংল্যান্ড সেরা
টনি হিল  নিউজিল্যান্ড সেরা
রিচার্ড কেটেলবরা  ইংল্যান্ড সেরা
নাইজেল লং  ইংল্যান্ড সেরা
আসাদ রউফ  পাকিস্তান সেরা
সাইমন টাওফেল  অস্ট্রেলিয়া সেরা
রড টাকার  অস্ট্রেলিয়া সেরা
ব্রুস অক্সেনফোর্ড  অস্ট্রেলিয়া আন্তর্জাতিক

রেফারী[সম্পাদনা]

রেফারী দেশ
রঞ্জন মাদুগালে  শ্রীলঙ্কা
জেফ ক্রো  নিউজিল্যান্ড
জাভাগল শ্রীনাথ  ভারত
গ্রেইম লেব্রয়
(মহিলাদের প্রতিযোগিতা)
 শ্রীলঙ্কা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ICC announces umpires' panels for 2012-13 season and ICC WT20 2012 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুন ২০১২ তারিখে International Cricket Council. Retrieved 15 May 2012

আরও দেখুন[সম্পাদনা]