কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক | |
---|---|
জন্ম | [১] | ২৮ এপ্রিল ১৯৮২
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | মনোবিজ্ঞান (বিএসসি) |
মাতৃশিক্ষায়তন | গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ |
পেশা | অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | নিসপাল সিং (বি. ২০১৩) |
সন্তান | ১ ছেলে |
পিতা-মাতা |
|
কোয়েল মল্লিক (জন্ম ২৮ এপ্রিল ১৯৮২)[২] একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তিনি জিতের বিপরীতে নাটের গুরু (২০০৩) দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। তার অনেক চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন জিৎ ও দেব। তার জনপ্রিয় কিছু চলচ্চিত্র হলো শুভ দৃষ্টি (২০০৫), মন মানে না (২০০৮), প্রেমের কাহিনী (২০০৮), পাগলু (২০১১), পাগলু ২ (২০১২), রংবাজ (২০১৩), অরুন্ধতী (২০১৪) এবং বেশ করেছি প্রেম করেছি (২০১৫)।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]কোয়েল ১৯৮২ সালের ২৮শে এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে তার স্কুলজীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেন।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্দার ফিল্মসের কর্ণধার নিসপাল সিং কে বিয়ে করেন।[৩][৪] বাঙালি ও পাঞ্জাবি দুই নিয়মেই তার বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[৫][৬] ২০২০ সালের ৫ মে তার একটি পুত্র সন্তান হয়।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]কোয়েল মল্লিক ২০০৩ সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে।[৮] এই ছবির পর থেকে জিৎ-কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে (প্রায় ১১টি ছবিতে)।[৯] ২০০৪ সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশাহ্, বন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ্ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। ২০০৫ সালে কোয়েল শুভ দৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। ২০০৬ সালে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে, একজন সাংবাদিক হিসেবে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করে। সে ১৯৭০ সালে নির্মিত লাভ স্টোরির পুননির্মান লাভ ছবিতে ২০০৮ সালে অভিনয় করে।[১০] ২০০৯ সাল হতে কোয়েল নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লাভ, হেমলক সোসাইটি, পাগলু ২ সহ আরো নানা ছবিতে অভিনয় করে। ২০১১ সালে দেব-কোয়েল জুটি রাজিব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ ২ (২০১২) এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। এর পর এই জুটি পাগলু ২ ছবিতেও অভিনয় করে। এছাড়াও এই জুটি আরো নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে।
টেলিভিশন
[সম্পাদনা]কোয়েল কথা ও কাহিনী টক-শোর মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটায় ও ইটিভি বাংলায় রিয়েলেটি শো ঝলক দিখলা ঝা বিপরীতে রেমো ডি' সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যর বিপরীত।[১১]
২০০৭ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত মহালয়ায় তিনি দেবী মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
পণ্যদূত
[সম্পাদনা]কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে টিভিএস মোটর কোম্পানী, ফেয়ার এন্ড লাভলী, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করে।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]বছর | সিরিয়াল | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০২১ | ডান্স বাংলা ডান্স সিজন ১১ | অতিথি-বিচারক | জি বাংলা |
২০২০ | সুপার সিঙ্গার গ্র্যান্ড ফিনাল | অতিথি-বিচারক | স্টার জলসা |
২০১৮ | দিদি নং ১ সিজন ৭ | অতিথি | জি বাংলা |
ডান্স বাংলা ডান্স সিজন ১০ | অতিথি-বিচারক | জি বাংলা | |
২০১৪ | বোঝেনা সে বোঝেনা | অতিথি উপস্থিতি | স্টার জলসা |
২০১৩ | ঝলক দিকলা জা | বিচারক | ইটিভি বাংলা |
দিদি নং ১ সিজন ৪ | অতিথি | জি বাংলা | |
২০১১ | সংসার সুখের হয় রমনির গুণে | অতিথি উপস্থিতি | স্টার জলসা |
মহালয়া
[সম্পাদনা]বছর | মহালয়া শিরোনাম | চরিত্র | চ্যানেল | সূত্র |
---|---|---|---|---|
১০ অক্টোবর ২০০৭ | মহিষাসুরমর্দিনী | দেবী মহিষাসুরমর্দিনী এবং তার বিভিন্ন অবতার | জি বাংলা | |
২৭ সেপ্টেম্বর ২০১১ | দুর্গা দুর্গতিনাশিনী | দেবী মহিষাসুরমর্দিনী | স্টার জলসা | |
১২ অক্টোবর ২০১৫ | মহিষাসুরমর্দিনী নবরূপে নবদুর্গা | দেবী মহিষাসুরমর্দিনী এবং তার 9টি অবতার (শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যনি, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী) | জি বাংলা | |
৬ অক্টোবর ২০২১ | নবরূপে মহাদুর্গা | দেবী পার্বতী, মহামায়া, উমা, মহাদুর্গা/মহিষাসুরমর্দিনী | কালার বাংলা | [১৫][১৬] |
পুরস্কার
[সম্পাদনা]বছর | পুরস্কার | ক্যাটাগরি | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১৯ | ফিল্ম এবং ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেত্রীর সমালোচক চয়েস | মিতিনমাসি | |
২০১৪ | স্টার জলসা পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | অরুন্ধতী | |
২০১৩ | বিএফজেএ পুরস্কার | হেমলক সোসাইটি | ||
২০১০ | জি বাংলা গৌরব সম্মান পুরস্কার | বলো না তুমি আমার | ||
স্টার জলসা পুরস্কার | দুই পৃথিবী | |||
২০০৬ | কলাকার পুরস্কার | শুভ দৃষ্টি | [১৭] | |
২০০৪ | চতুর্থ টেলি সিনে পুরস্কার | নাটের গুরু |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tollywood top girls on the go, at a glance"। The Telegraph। Calcutta, India। ৪ সেপ্টেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ ক খ "Koel Mallick"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭।
- ↑ "টোপর পরা নিয়ে আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "আজ কোয়েলের বিয়ে"। প্রথম আলো। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কোয়েল"। প্রথম আলো। ২০১৭-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩।
- ↑ "রানে যখন জীবনের মানে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক"। Eisamay। ২০২০-০২-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭।
- ↑ Mitra, Aindrila (২৪ এপ্রিল ২০০৪)। "Koel's on a Tolly high with Nater Guru"। The Times Of India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "10 Questions – Koel Mullick"। Calcutta, India: www.telegraphindia.com। ২৮ জানুয়ারি ২০০৮। ৬ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Kushali Nag (৩ অক্টোবর ২০০৭)। "A Tale of Tenderness"। The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Star talk"। The Telegraph। ২৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২।
- ↑ "তখনই বুঝেছিলাম জিতের সহ্যশক্তি ভালোই"। এই সময়। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫।
- ↑ "ব্যোম শঙ্কর ভজ গৌরাঙ্গ"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
- ↑ "রণং দেহি"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৩।
- ↑ Bureau, Adgully (২০২১-০৯-৩০)। "COLORS Bangla Brings In Mahalaya Through Nabarupe Mahadurga"। www.adgully.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭।
- ↑ "Koel Mallick as Devi Durga: মহিষাসুর বধ করবেন কোয়েল! দেখুন দেবী দুর্গা রূপে নায়িকার PHOTOS"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭।
- ↑ "Wayback Machine" (পিডিএফ)। web.archive.org। ২০১২-০৪-২৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭।