পাগলু ২
পাগলু ২ | |
---|---|
পরিচালক | সুজিত মন্ডল |
প্রযোজক | নিসপাল সিং রানে |
চিত্রনাট্যকার | এনকে সলিল |
উৎস | সন্তোষ শ্রীনিবাস কর্তৃক কান্দিরেগা |
শ্রেষ্ঠাংশে | দেব কোয়েল মল্লিক টোটা রায় চৌধুরী রজতাভ দত্ত রিমঝিম মিত্র |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | কুমুদ বর্মা |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পাগলু ২ ২০১২ সালের টলিউডের একটি চলচ্চিত্র। সুজিত মন্ডল পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছে দেব ও কোয়েল মল্লিক। এই ছবিটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র পাগলুর সিকুয়েল। তবে তা কাহিনিগত দিক থেকে নয়, শুধু নাম ও অভিনয়ের দিক দিয়ে। এই চলচ্চিত্রের একটি বড় অংশ দুবাইয়ে ধারণ করা হয়েছে।[১] প্রথম সপ্তাহে বক্স অফিস অনুযায়ী ছবিটি ৩.৫ কোটি টাকা আয় করে। ২০১১ সালের তেলুগু চলচ্চিত্র কান্দিরেগার পুনঃনির্মান। তেলুগু ছবিটি সন্তোষ শ্রীনিবাস পরিচালনা করেন এবং রাম পথিনেনি ও হানসিকা মোটওয়ানি অভিনয় করেন।[২][৩]
কাহিনি
[সম্পাদনা]দেব (দেব) একজন মাধ্যমিক বিদ্যালয় থেকে ছিটকে পড়া সুদর্শন গ্রাম্য ছেলে। সে বিয়ে করতে চায়। কিন্তু যে মেয়েকে সে প্রথমে বিয়ে করতে চায়, সে দেবকে বিয়ে করতে অস্বীকার করে, কারণ দেব কলেজপাস নয়। দেব তখন কলেজে পড়তে কলকাতায় যায়। ট্রেনে যাবার পথে সে একটি মেয়েকে বাঁচায়, যাকে কিছু ছেলে টিজ করছিল। সে কলকাতার একটি কলেজে ভর্তি হয় এবং নাটকীয়ভাবে রিয়ার (কোয়েল মল্লিক) সাথে দেখা হয়। দেব, রিয়ার প্রেমে পড়ে যায়। ঐ শহরের গুন্ডা রুদ্রও (টোটা রায় চৌধুরী) রিয়াকে ভালবাসে এবং বিয়ে করতে চায়। যে রিয়ার কাছে আসে, তাকেই রুদ্র মারে। কিন্তু দেব কৌশল করে রিয়ার কাছে যাবার অনুমতি আদায় করে। এরই এক পর্যায়ে রিয়াকে অপহরণ করে দুবাই নিয়ে যাওয়া হয়। দুবাই কেষ্ট (রজতাভ দত্ত) এই কাজটি করে, কারণ তার মেয়ে (রিমঝিম মিত্র) ট্রেনে দেবকে মারতে দেখে তার প্রেমে পড়ে যায় এবং মেয়ের জন্যই দেব যাকে ভালবাসে তাকে অপহরণ করা হয়। কারণ তাহলে দেব দুবাই আসতে বাধ্য হবে। কিন্তু দেব বুদ্ধি করে সব সমস্যার সমাধান করে।[৪]
অভিনয়ে
[সম্পাদনা]- দেব চরিত্রে দেব
- রিয়ার চরিত্রে কোয়েল মল্লিক
- রুদ্রর চরিত্রে টোটা রায় চৌধুরী
- দুবাই কেষ্টর চরিত্রে রজতাভ দত্ত
- দুবাই কেষ্টর মেয়ের চরিত্রে রিমঝিম মিত্র
- দেবের বাবা চরিত্রে বিশ্বজিৎ দত্ত
- দেবের বন্ধু চরিত্রে বিশ্বনাথ বসু
- দেবের বন্ধু চরিত্রে বিশ্বজিৎ পাল
সংগীত
[সম্পাদনা]পাগলু ২ | |
---|---|
গান | |
মুক্তির তারিখ | আগস্ট, ২০১২ |
শব্দধারণের সময় | ২০১২ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
সঙ্গীত প্রকাশনী | ভি মিউজিক |
প্রযোজক | সুরিন্দার ফিল্মস |
জিৎ গাঙ্গুলী এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয় , বিশেষত খুদা জানে গানটি।
নম্বর | গান | কণ্ঠশিল্পী | সময় (মিনিট:সেকেন্ড) |
---|---|---|---|
১ | "লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু" (টাইটেল ট্র্যাক) | মিকা সিং, শ্রেয়া ঘোষাল | ৪:০৩ |
২ | "একটা প্রেমের গান লিখেছি" | জিৎ গাঙ্গুলী | ৪:০০ |
৩ | "হাবুডুবু হাবুডুবু খাই" | জুবিন গার্গ, আকৃতি কক্কর | ৩:২৪ |
৪ | "খুদা জানে" | জুবিন গার্গ, এবং শ্রেয়া ঘোষাল | ৩:৩০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পাগলু ২বাইতে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২।
- ↑ "Home"। Surinder Films। ২০১১-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৯।
- ↑ Ruman Ganguly, TNN Feb 28, 2012, 11.44AM IST (২০১২-০২-২৮)। "'Paglu 2' to shoot abroad - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০১৩-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। Anandabazar Patrika। ৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 04 September 2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)