সোহম চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোহম চক্রবর্তী
জন্ম৪ই মার্চ, ১৯৮৪
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৮-১৯৯২ (শিশুশিল্পী)
২০০৭-বর্তমান
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১]
দাম্পত্য সঙ্গীতানিয়া পাল (বি. ২০১২)

সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন, যদিও এটা তার পক্ষে বেশ কঠিন ছিল। তিনি কঠোর পরিশ্রমের পর রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার (২০০৯) ছবিতে পায়েল সরকার-এর বিপরীতে অভিনয় করার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।[২][৩] তার আরেকটি জনপ্রিয় ছবি হল অমানুষ। বর্তমানে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে তিনি ব্যাপক জনপ্রিয়। তিনি ফিল্মজ ২৪ ডট কমে লাভেরিয়া চলচ্চিত্রটি মুক্তির আগে একটি সাক্ষাৎকার দেন।[৪]

অভিনয় জীবন[সম্পাদনা]

তিনি ১৯৮৮ সালে বাংলা ছবি ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তখন তার ৩ বছর বয়স ছিল।[৫] পরবর্তিতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি[৬] তার পরের ছবি বাজিমাৎ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরবর্তিতে তিনি বলেন যা তিনি কখনই আশা করেননি যা তিনি আবারো উঠে দাঁড়াতে পারবেন, তার বাজিমাত-এর ফ্লপ হওয়ার পরে। কিন্তু তার অভিনীত পরের ছবি প্রেম আমার(২০০৯) মারাত্মক বাণিজ্যিক সাফল্য লাভ করে। এরপর তিনি জিনা, রহস্য, সোলজার প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু তার কোনটাই বাণিজ্যিক সাফল্য লাভ করেনি।[২][৭] তার পরের ছবি অমানুষ। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন।[৭] এই ছবিও সাফল্যমন্ডিত হয়। পরবর্তীতে রাজ চক্রবর্তী পরিচালিত বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি চমৎকার অভিনয় করেন। তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর ছবি চরিত্র পরিচালক ভাষা ভূমিকা সহশিল্পী
১৯৮৮ ছোট বউ বাংলা শিশুশিল্পী
১৯৮৯ মঙ্গলদীপ
১৯৯০ শাখা প্রশাখা সত্যজিৎ রায়
গরমিল
দেবতা
১৯৯১ নবাব
১৯৯২ সুরের ভুবনে
১৯৯৭ মায়ার বাঁধন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
২০০১ এক টুকরো চাঁদ পিনাকী চৌধুরী
২০০৭ চাঁদের বাড়ি তরুন মজুমদার কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত
২০০৮ বাজিমাৎ শুভ্র হরনাথ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী
২০০৯ প্রেম আমার রবি রাজ চক্রবর্তী পায়েল সরকার
রহস্য
জিনা সিদ্ধার্থ বসু অর্পিতা মুখার্জী
২০১০ সোলজার
অমানুষ বিনোদ রাজিব বিশ্বাস শ্রাবন্তী চট্টোপাধ্যায়
হ্যাংওভার বিশেষ উপস্থিতি প্রভাত রায়
কিছু পাওয়া কিছু চাওয়া
২০১১ আতঙ্ক বিশেষ উপস্থিতি
ফান্দে পড়িয়া বগা কান্দে রে রাজু রাজিব বিশ্বাস শ্রাবন্তী চট্টোপাধ্যায়
২০১২ লে হালুয়া লে রাহুল রাজা চন্দ পায়েল সরকার
জানেমন দেবা কোয়েল মল্লিক
জীবন রঙ অভিষেক
বোঝেনা সে বোঝেনা নূর ইসলাম রাজ চক্রবর্তী পায়েল সরকার, মিমি চক্রবর্তী
২০১৩ লাভেরিয়া আদিত্য রাজা চন্দ পূজা বোস
২০১৪ বাঙালী বাবু ইংলিশ মেম অভি রবি কিনাগী মিমি চক্রবর্তী
গল্প হলেও সত্যি রুদ্র বিরসা দাশগুপ্ত
২০১৫ জামাই ৪২০ শান রবি কিনাগী মিমি চক্রবর্তী,পায়েল সরকার,নুসরাত জাহান
শুধু তোমারই জন্য সিরাজ চৌধুরী বিরসা দাশগুপ্ত মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়
ব্লাক বিল্টু রাজা চন্দ বিদ্যা সিনহা সাহা মীম [৮]
অমানুষ ২ সালিম / রঘু / অশোক রাজিব বিশ্বাস পায়েল সরকার
কাটমুণ্ডু সান্নি রাজ চক্রবর্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী
২০১৬ গ্যাংস্টার বিষ্ণু (ক্যামিও) মিমি চক্রবর্তী
২০১৭ আমার আপনজন জয়দীপ
দেখ কেমন লাগে রাহুল
জিও পাগলা ঢোল / গৌরী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়
২০১৮ হানিমুন গিতিন
রং বেরঙের কড়ি রামচন্দ্র মারমা
পিয়া রে রবি শ্রাবন্তী চট্টোপাধ্যায়
তুই শুধু আমার আদিত্য মাহিয়া মাহি
বাঘ বন্দি খেলা
আসছে একটা গল্প দেবায়ন দত্ত
নবজীবন বীমা কোম্পানি সদানন্দ স্বরূপ ঘোষ শ্রাবন্তী চট্টোপাধ্যায়
প্রেম আমার তুমি মিষ্টি জান্নাত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Trinamool Youth Congress to protest against fuel price hike"DNA India। ১৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭ 
  2. "I have become choosey: Soham Chakraborty"Times of India। ২০ জানুয়ারি ২০১০। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  3. "Soham Chakraborty Bengali Actor"। ২৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২ 
  4. "Soham Chakraborty Recent Interview About Loveria"। ৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২ 
  5. Nag, Kushali (মে ২৭, ২০০৮)। "Spotlight"The Telegraph, Calcutta। Calcutta, India। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  6. "Janemon pair Koel & Soham romance in serene Switzerland"The Telegraph (Calcutta)। Calcutta, India। ৯ মে ২০১২। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  7. Nag, Kushali (এপ্রিল ২৭, ২০১০)। "Why soham plays a geek in friday release Amanush"The Telegraph (Calcutta)। Calcutta, India। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  8. "Another Bangladeshi actress to debut in Tollywood opposite Soham"The Times of India। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]