বিষয়বস্তুতে চলুন

ইন্দ্রনীল সেনগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দ্রনীল সেনগুপ্ত
২০১২ সালে ইন্দ্রনীল সেনগুপ্ত
জন্ম
ইন্দ্রনীল সেনগুপ্ত

(1974-09-08) ৮ সেপ্টেম্বর ১৯৭৪ (বয়স ৫০)
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন২০০৪ - বর্তমান
দাম্পত্য সঙ্গীবরখা বিশত সেনগুপ্ত (বি. ২০০৮–২০২২)
সন্তান
আত্মীয়বনি সেনগুপ্ত (ভাতিজা)

ইন্দ্রনীল সেনগুপ্ত (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা ও মডেল। তিনি প্রধানত বাংলা ও হিন্দি চলচ্চিত্র, টিভি ও ওয়েব ধারাবাহিকে কাজ করেন। তবে তিনি কয়েকটি অসমীয়া, তেলুগু ও মারাঠি চলচ্চিত্রেও কাজ করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ইন্দ্রনীল সেনগুপ্তের জন্ম ও বেড়ে উঠা ভারতের কলকাতায়। তিনি ২০০০ সালে মডেলিংয়ে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে মুম্বই শহরে যান। ২০০৮ খ্রিষ্টাব্দের ১লা মার্চ তিনি সহ-অভিনেত্রী বরখা বিশত সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তাদের মীরা নামক এক কন্যাসন্তানের জন্ম হয়।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ইন্দ্রনীল সেনগুপ্ত মডেল হিসেবে ডিজাইনার রোহিত বল ও কোরিওগ্রাফার মার্ক রবিনসনঅচলা সচদেবের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি ফাল্গুনী পাঠক, জগজিৎ সিং, যেশুদাস প্রভৃতি ভারতীয় গায়কের মিউজিক অ্যালবামে কাজ করেন। তিনি স্টার প্লাসের প্যায়ার কে দো নাম...এক রাধা এক শ্যাম নামক ধারাবাহিকেও অভিনয় করেন। ২০০৪ খ্রিষ্টাব্দে তিনি শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি ২০০৮ সালে জানালা নামক চলচ্চিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ে করে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য
২০০৪ শুকরিয়া: টিল দেথ ডু আস অ্যাপার্ট যশ হিন্দি
২০০৭ মুম্বই সালসা করণ কাপুর হিন্দি
২০০৮ ১৯২০ মোহন কান্ত হিন্দি
২০০৯ জানালা অংশুমান বাংলা
অংশুমানের ছবি অংশুমান বাংলা
২০১০ অটোগ্রাফ শুভব্রত মিত্র বাংলা
যদি একদিন বাংলা
২০১১ বেদেনী কেষ্ট বাংলা
উড়ো চিঠি বাংলা
আরেকটি প্রেমের গল্প বসু বাংলা
২০১২ সিস্টেম একলব্য বাংলা
অপরাজিতা তুমি ইউসুফ বাংলা
কাহানি অর্ণব বাগচি/মিলন দামচে হিন্দি
এলার চার অধ্যায় অতিন্দ্র বাংলা
চোরাবালি সুমন বাংলা
দশমী বাংলা
২০১৩ গোয়েন্দা গোগোল অশোক ঠাকুর বাংলা
মিশর রহস্য হানি আলকাদি বাংলা
সত্যাগ্রহ অখিলেশ হিন্দি
সত্যান্বেষী হিমাংসু বাংলা
সি/ও স্যার রণবীর বাংলা
২০১৪ গোগোলের কীর্তি অশোক ঠাকুর বাংলা
তিন পাত্তি আর্য্য বাংলা
অভিশপ্ত নাইটি বাংলা
জিলমিল জোনাক বিশেষ আবিভার্ব অসমীয়া
অরুন্ধতী রুদ্র বাংলা []
সম্রাট অ্যান্ড কো. বিজয় সিং হিন্দি
২০১৫ সজারুর কাঁটা দেবাশীষ বাংলা
২০১৬ কিরীটী ও কালোভ্রমর অনিন্দ্য বিকাশ দত্ত বাংলা
২০১৮ নীলাচলে কিরীটী অনিন্দ্য বিকাশ দত্ত বাংলা
২০২২ ডাক্তার জি অশোক গুপ্ত হিন্দি
হাত্যপুরী ফেলুদা বাংলা
২০২৩ কাবেরী অন্তর্ধান
চোর নিকাল কে ভাগা সুধাংশু রায় হিন্দি
আজম ডিসিপি অজয় জোশী
২০২৪ শেষ রক্ষা বাংলা
হুব্বা সিআইডি অফিসার

ধারাবাহিক

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা
২০০৫ প্যায়ার কে দো নাম...এক রাধা, এক শ্যাম শ্যাম
২০০৬ বানু ম্যাঁয় তেরি দুলহন তুষার
২০০৮ বাবুল কি বিটিয়া ডোলি সাজা কে দক্ষ
২০০৮ মায়কা অঙ্গদ
২০১৪ তু্মহারি পাখি রোহন
২০১৫ বক্স ক্রিকেট লীগ চণ্ডিগড় কাবস
২০১৫ মহারক্ষক: দেবী শুক্রাচার্য
২০১৬ নিমকি মুখিয়া বিডিও বাবু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dasgupta, Priyanka (নভেম্বর ৮, ২০১১)। "Being a father is the most beautiful experience: Indraneil"TOI। ১১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২ 
  2. "এই স্বাধীনতা আমি বেছে নিয়েছি"সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]