রূপবান কন্যা (রূপবানী) মুড়া
অবয়ব
রূপবান কন্যা (রূপবানী) মুড়া | |
---|---|
অবস্থান | ময়নামতি, কুমিল্লা সদর, কুমিল্লা |
স্থানাঙ্ক | ২৩°২৬′১১″ উত্তর ৯১°০৭′৩৮″ পূর্ব / ২৩.৪৩৬৩২৪৩° উত্তর ৯১.১২৭২৬৬৭° পূর্ব |
রূপবান কন্যা (রূপবানী) মুড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থান।[১] এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[২]
নির্মাণ
[সম্পাদনা]গভীর খনন থেকে বোঝা যায় মুড়াটি ৬ষ্ঠ বা ৭ম শতাব্দিতে তৈরী, যার কিছু অংশই এখনো বর্তমান আছে। ইটখোলা মুরা গ্র্যান্ড স্তূপেও পূর্ব দিকের দিকে প্রবেশের একই বিশেষত্ব লক্ষ্য করা যায়।
স্থাপত্য বৈশিষ্ট্য
[সম্পাদনা]বর্গাকার কাঠামোর ওপর এই মুড়াটি অবস্থিত এবং সম্পুর্নটাই প্রাচীর দ্বারা আবৃত। মুড়ার প্রধান প্রবেশদ্বার পূর্বদিকে অবস্থিত। মধ্যবর্তী চ্যাপেলের মধ্যে ময়নামতি যাদুঘরে প্রদর্শিত বৃহৎ পাথর বুদ্ধ আবিষ্কৃত হয়েছিল। যা এখন ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে রূপবান কন্যা (রূপবানী) মুড়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ এম হারুনুর রশিদ (২০১২)। "ময়নামতী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "প্রত্নস্হলের তালিকা"। archaeology.gov.bd। প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।