ব্যবহারকারী আলাপ:Amrit barman

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ৪ মাস আগে "আপনার খসড়া নিবন্ধ, ব্যবহারকারী:Amrit barman/খেলাঘর" অনুচ্ছেদে

 – তানভির (আলাপ) ১৮:৪৬, ১৩ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় অমৃত বর্মন। লক্ষ্য করলাম আপনি আমার বাতায় উইকিপিডিয়ায় অবদানের ব্যাপারে সাহায্য চেয়ে একটি বার্তা রেখেছিলেন এবং পরে সেটি আবার মুছে ফেলেছেন। সাহায্যের আপনি নির্দ্বিধায় আমার আলাপ পাতায় কিংবা প্রশাসকগণের আলাপ পাতায় বার্তা লিখতে পারেন। সাহায্যের ব্যাপারে আমি আপনাকে প্রথমেই বলবো, আপনি নতুন নিবন্ধ শুরুকরণ এবং পৃষ্ঠা সম্পাদনা সহায়িকা - এই দুইটি পাতা পড়ে নিন। এরপর উইকিপিডিয়া কী নয় পড়ে নিলে আপনা একটা ধারণা হবে যে উইকিপিডিয়ার কী নিয়ে লিখা যেতে পারে আর কী নিয়ে লিখে উচিত হবে না। তারপর আপনি নিবন্ধ লিখা বা সম্পাদনা করা শুরু করতে পারেন। যদি আপনার কোন অসুবিধা হয়তাহলে আমাকে কিংবা অন্য কোন উইকিপিডিয়ানকেও জানাতে পারেন। উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১২:৩৮, ১৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অসমীয়া থেকে বাংলায় অনুবাদ[সম্পাদনা]

প্রিয় অমৃত, বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম জানাই। বাংলা উইকিতে আমারা অসম বেশ কিছু নিবন্ধ তৈরী করতে গিয়ে অনেক সময় অসমীয়া থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে আটকে যাই। যেমন আপনি পেঁপা নিবন্ধটি দেখুন, এটি অসমীয়া উইকিপিডিয়া থেকে অল্প অনুবাদ হয়েছে, বাকিটা অনুবাদ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তা ছাড়া এই নিবন্ধের নীচে যে অসমীয়া লোক সংস্কৃতির ন্যাভবক্স রয়েছে, সেগুলির তো বেশির ভাগ কাজ শুরু করাই সম্ভব হয়নি। আপনি দুটি ভাষাই জানেন, আপনি এই কাজ হাতে নিলে বাংলা উইকির খুব উপকার হয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২২, ২০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পেঁপা নিবন্ধে অনুবাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা একটা জিনিষ লক্ষ্য করলাম, বেশ কিছু বাক্য সরিয়ে দিয়েছেন, ওগুলি কি দরকারী নয়? http://www.anvesha.co.in/assamese/pepa_as.htm ওয়েবসাইটে পেঁপা সম্বন্ধে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, যা আমি অনুবাদে অক্ষম। আপনি একবার দেখবেন নাকি?-- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১৯, ২২ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আরে ক্ষমা চাওয়ার কি আছে? আপনি তো দারুণ কাজ করছেন। আমিও ঐ ওয়েবসাইট থেকে কিছু কিছু অনুবাদ করছি। আমি কিছুটা গোছালাম, আপনি একটু দয়া করে দেখে চেক করে নিন। থুরির ভেতরে শুধু জিভা অংশটা কি ভাবে থাকে সেটা বুঝতে পারছি না। পেঁপার প্রস্তুত প্রণালী ও বাজানোর পদ্ধতিটিও বিশদে লেখা দরকার, যেটা আমি ঐ ওয়েবসাইট থেকে অনেক জায়গায় অনুবাদ করতে পারছি না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩১, ২২ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
থুৰি তৈয়াৰ কৰিবৰ বাবে নলৰ এফালে গাঠি থকা 2 ইঞ্চি মান দীঘল টুকুৰা এটাত এখন জিভা ( Aperture) কটা হয় , অৰ্থাৎ ছোকা কটাৰীৰে মিহিকৈ এচটা সযতনে কাটে যাতে এৰাই নেজায়| তাৰ পাছত থুৰি টো শুকুৱাই, মিঠাতেল সানি নলীচাত সুমুৱাই দিয়া হয়| কেতিয়াবা জিভাখন মেলি ৰাখিবৰ বাবে সুতা এডালো সুমুৱাই দিয়া দেখআ যায়| - এই লাইনের মানে কি বলুন তো? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২৩, ২২ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় অমৃত, পেঁপা নিবন্ধটিকে সুন্দর করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ কাজ হল, তাই না? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩০, ২৩ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

নতুন কোলাবোরেশন[সম্পাদনা]

অসমীয়া লোক সংস্কৃতির এই ন্যাভবক্সের বেশির ভাগ নিবন্ধ তৈরী নেই। আপনি চাইলে একটা একটা করে নিবন্ধের কাজ শুরু করে শেষ করে দিতে পারেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। কি বলেন? চলুন লেগে পড়ি।

-- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩০, ২৩ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Image:আনন্দরাম বরুয়া শিশু উদ্যানে একটি শিশু.jpeg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:আনন্দরাম বরুয়া শিশু উদ্যানে একটি শিশু.jpeg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৩, ২৭ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Amrit barman। আলাপ:প্রধান পাতা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৩:৫২, ৪ জুন ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আফতাব (আলাপ) ১৩:৫২, ৪ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Amrit barman। Bodhisattwa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৬:৩৩, ৯ জুন ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৩৩, ৯ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র[সম্পাদনা]

প্রিয় অমৃত, অসম সম্পর্কিত নিবন্ধগুলির জন্য ধন্যবাদ। শুধু সামান্য কিছু বলার ছিল। দয়া করে নিবন্ধগুলিতে Reference বা তথ্যসূত্র প্রদান করুন। আপনার তৈরী নিবন্ধগুলিতে আমি তথ্যসূত্র তৈরী করে দিয়েছি। কিভাবে তথ্যসূত্র দিতে হয় সেই সম্বন্ধে একটা ধারণা ওগুলি থেকে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৩, ১০ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় অমৃত, আপনার তৈরি কিছু নিবন্ধে আপনি তথ্যসূত্র দেননি। আপনি মনে হয় এটি দেয়ার কথা ভুলে গেছেন, আপনাকে মনে করিয়ে দিতে আবার এখানে লিখলাম। একটি নিবন্ধে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তথ্যসূত্র। নিবন্ধ তৈরির সময় আপনি যেখান থেকে অনুবাদ করছেন, সেখানে যে তথ্যসূত্র আছে তা হুবুহু কপি করে লাইনগুলিতে বসিয়ে দিলেই হয়ে গেল। --আফতাব (আলাপ) ১৩:৪৩, ২৫ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, ঠিক ধরেছেন। আসলে তথ্যসূত্র যোগ করার কথা মনে থাকে না। এইবার থেকে তথ্যসূত্র দেওয়ার ব্যাপারে সতর্ক থাক'ব। --অমৃত বর্মন (আলাপ) ১৪:২৩, ২৫ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অসমের প্রসিদ্ধ ব্যক্তি[সম্পাদনা]

প্রিয় অমৃত, লক্ষ্য করলাম, অসমের বিখ্যাত ব্যক্তিদের সম্বন্ধে নিবন্ধ তৈরী করছেন। তাই আপনার জন্য এই ন্যাভবক্স তৈরী করে দিলাম। নিবন্ধটিতে {{অসমের প্রসিদ্ধ ব্যক্তি}} কোডটি দিয়ে দিলে ন্যাভবক্সটি যোগ হয়ে যাবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০১, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনি অসম আন্দোলন নিয়ে নিবন্ধ লিখেন, কোন সমস্যা নেই। এখানে কেউ বিবাদ সৃষ্টি করবে না। --আফতাব (আলাপ) ১৩:১৪, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অসম তারকা[সম্পাদনা]

অসম তারকা
প্রিয় অমৃত, বাংলা উইকিপিডিয়ায় অসম বিষয়ক নিবন্ধ তৈরি ও সম্পাদনা উইকিপিডিয়া সমৃদ্ধ করায় আমার পক্ষ থেকে আপনাকে এই পদক। আশা করি ভবিষ্যতেও অসমের পাশাপাশি অন্যান্য বিষয়ে আপনার সম্পাদনা অব্যাহত থাকবে তাওহীদ ০৭:১৩, ২৬ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আহোম রাজা[সম্পাদনা]

প্রিয় অমৃত, অনেকদিন পর কথা হচ্ছে। আশা করি ভালো আছেন। লক্ষ্য করলাম আহোম রাজাদের সম্বন্ধে নিবন্ধ তৈরী করছেন। এই নিবন্ধগুলি সম্বন্ধে ছোট্ট কয়েকটি কথা বলে নিই।

  1. ইংরেজী উইকিতে সমস্ত আহোম রাজাদের সম্বন্ধে তথ্য রয়েছে, অসমীয়া উইকিতে কিন্তু কয়েকজনের সম্বন্ধে নিবন্ধ রয়েছে।
  2. নিবন্ধের শুরুতে {{আহোম রাজবংশ}} কোড দিন। এই কোড দিলে নিবন্ধের সাইডে একটি বক্সে সমস্ত রাজাদের তালিকা চলে আসবে। আপনার তৈরী তিন জন রাজাদের নিবন্ধে এটি আমি দিয়ে দিয়েছি। এই টেমপ্লেট আফতাব আপনার জন্য তৈরী করে দিয়েছেন।
  3. অসমীয়া উইকির সঙ্গে ইংরেজী উইকি থেকেও অনুবাদ করে নিতে পারেন। ওখানে অনেক বেশি তথ্য রয়েছে।
  4. তথ্যসূত্র অবশ্যই দিন। মাঝে মাঝেই কোন কোন নিবন্ধে কোন তথ্যসূত্র থাকছে না। যেমনঃ চুহুংমুং, অম্বুবাচী মেলা ইত্যাদি নিবন্ধগুলিতে একটিও তথ্যসূত্র নেই। তথ্যসূত্র তো ইংরেজী বা অসমীয়া উইকি থেকেই পেয়ে যাবেন। এই বিষয়ে কোন রকম সমস্যা হলেই আমাকে বলতে পারেন। তথ্যসূত্র দিতে কোন মতেই ভুলবেন না। ওটি উইকির অপরিহার্য অংশ।
  5. নিবন্ধের শেষে [[বিষয়শ্রেণী:আহোম রাজা]] কোড দিন। এই কোড দিলে একই বিষয়শ্রেণীতে সমস্ত রাজার নাম চলে আসবে।

-- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০৬, ১৯ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

File:Amrit Barman Accoland guwahati.jpeg missing description details[সম্পাদনা]

Dear uploader: The media file you uploaded as File:Amrit Barman Accoland guwahati.jpeg is missing a description and/or other details on its image description page. If possible, please add this information. This will help other editors to make better use of the image, and it will be more informative for readers.

If the information is not provided, the image may eventually be proposed for deletion, a situation which is not desirable, and which can easily be avoided.

If you have any questions please see Help:Image page. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৩৫, ২০ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

sir, how can i re add information in this image?--অমৃত বর্মন (আলাপ) ০৪:৫০, ২১ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এখানে ক্লিক করে।--Aftab1995 (আলাপ) ১৪:৩৪, ২১ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

File:গনেশ ঘাট মন্দির প্রবেশ পথে নির্মিত হনুমান ।.jpeg missing description details[সম্পাদনা]

Dear uploader: The media file you uploaded as File:গনেশ ঘাট মন্দির প্রবেশ পথে নির্মিত হনুমান ।.jpeg is missing a description and/or other details on its image description page. If possible, please add this information. This will help other editors to make better use of the image, and it will be more informative for readers.

If the information is not provided, the image may eventually be proposed for deletion, a situation which is not desirable, and which can easily be avoided.

If you have any questions please see Help:Image page. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ২০:২১, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অসমীয়া সম্পর্কিত প্রবন্ধ[সম্পাদনা]

প্রিয়, user:Amrit barman আপনি আসামের বিভিন্ন প্রসিদ্ধ ব্যক্তিদের নিয়ে চমৎকার কিছু নিবন্ধ তৈরী করেছেন। কিন্তু লক্ষ্য করছি আপনার নিবন্ধে তথ্য সূত্র খুবই অল্প পরিমাণে থাকে। আপনি যদি একতু কষ্ট করে গুরুত্বপূর্ণ সকল তথ্যে রেফারেন্স ব্যবহার করেন তবে আমাদের প্রিয় বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মান বৃদ্ধি পাবে। আরো ভালো কিছু নিবন্ধ তৈরী হোক আপনার হাতে এই কামনা। ভালো থাকবেন। ফেদৌ (টক শো) ১৪:০৬, ১৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যস্ত থাকার জন্য অধিক তথ্যসুত্র যোগ করা সম্ভপর হয়না। তবুও এইবার থেকে অধিক তথ্যসুত্র যোগ করার ক্ষেত্রে লক্ষ্য রাখব। ধন্যবাদ--অমৃত বর্মন (আলাপ) ১৫:৩২, ১৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

হ্যালো Amrit barman, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১২:১৯, ২২ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বয়ংক্রিয় পরীক্ষণের অধিকার পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম, ধন্যবাদ--অমৃত বর্মন (আলাপ) ০৪:২৩, ২৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগ অপসারণ[সম্পাদনা]

প্রিয় অমৃত বর্মন, আপনার তৈরি সৌরভ কুমার চলিহা নিবন্ধের পরিবর্ধন বা বড় কোনো পুণর্গঠনের কাজ হয়ে গেলে; অনুগ্রহ করে, '''{{কাজ চলছে}}''' ট্যাগটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৯:১৭, ২১ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

সরানো হয়েছে। ধন্যবাদ--অমৃত বর্মন (আলাপ) ১৪:১৭, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির[সম্পাদনা]

ভারতের বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার প্রসারের লক্ষে সি আই এসের উদ্যোগে একটি প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুতে। অংশগ্রহণ করতে আবেদন করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে। লক্ষ্য রাখুন এই পাতায়। ‍‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১৮:৩২, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধনশিরি নদী[সম্পাদনা]

প্রিয় অমৃত বর্মণ,

আপনার তৈরি 'ধনশিরি নদী' নিবন্ধটি দেখলাম। প্রথমেই ধন্যবাদ জানাই নিবন্ধটির জন্য। কিন্তু পড়ে একটি প্রশ্ন জাগলো মনে। তাই সেটা করেই ফেলছি। আচ্ছা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা "আবার আসিব ফিরে"তে যে 'ধানসিড়ি' নদীর কথা আছে (আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে), সেটি কি এই নদীই ! যদি হয়, নিবন্ধে বিষয়টির একটু উল্লেখ থাকলে বোধহয় আরও ভালো হত। --Arindam Maitra (আলাপ) ১৫:১৯, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কবি জীবনানন্দ দাশ কাবিতায় ধানসিড়ি নদীর কথা উল্লেখ করেছেন। যা বাংলাদেশের ঝালকাঠির গাবখান চ্যানেলের পাশ দিয়ে প্রবাহিত হয়ে রাজাপুর উপজেলা পর্যন্ত বিস্তৃত । কিন্তু আমার রচিত নিবন্ধ অসমে প্রবাহিত ধনশিরি নদীর বিষয়ে লেখা। ধন্যবাদ--অমৃত বর্মন (আলাপ) ০৮:০৫, ২৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি পদক[সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
নিরলস অবদানের পদক পেয়ে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। ধন্যবাদ দাদা।--অমৃত বর্মন (আলাপ) ১৩:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কাজ চলছে[সম্পাদনা]

প্রিয় অমৃত বর্মন। আপনার তৈরিকৃত অনিন্দিতা পাল নিবন্ধটি কাজ হয়ে গেলে, অনুগ্রহ করে {{কাজ চলছে}} ট্যাগটি সরিয়ে ফেলুন। গত ৫ মাসের মধ্যে এর কোন সম্পাদন করা হয়নি। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১১:৪১, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)


উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় Amrit barman,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]

হ্যালো Amrit barman: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Amrit barman,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশ্বনাথ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

বিশ্বনাথ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বিশ্বনাথ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অনুপম দত্ত (আলাপ) ০৩:০৩, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

গর্গ চট্টোপাধ্যায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

গর্গ চট্টোপাধ্যায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গর্গ চট্টোপাধ্যায় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Amrit barman,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Amrit barman,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার খসড়া নিবন্ধ, ব্যবহারকারী:Amrit barman/খেলাঘর[সম্পাদনা]

হ্যালো, Amrit barman। "খেলাঘর" পৃষ্ঠাটি তৈরির জন্য জমা দেওয়া আপনার নিবন্ধ সৃষ্টির অনুরোধ বা খসড়া পাতাটি আপনি সর্বশেষ সম্পাদনা করেছিলেন প্রায় ছয় মাসেরও বেশি সময় আগে।

আমাদের নীতিমালা অনুসারে একটি বিশ্বকোষের মূল নামস্থানের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত এরকম উপাদানগুলোর অনির্দিষ্টকালের হোস্টিংয়ের জন্য উইকিপিডিয়া উপযুক্ত স্থান নয়, তাই খসড়াটি মুছে ফেলা হয়েছে। আপনি যদি এটির উপর আরও কাজ করার পরিকল্পনা করেন এবং এটি পুনরুদ্ধার করতে চান, আপনি এর জন্য পুনরুদ্ধারের অনুরোধ করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে একজন প্রশাসক তা পুনরুদ্ধার করবেন যাতে আপনি এটিতে কাজ চালিয়ে যেতে পারেন।

অনুরোধটি জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং শুভ হোক আপনার সম্পাদনা যাত্রা! Aishik Rehman (আলাপ) ১৭:১০, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন