কামরূপী লোকগীত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের সঙ্গীত
তানপুরা বাদনরত এক নারী, ১৭৩৫ খৃঃ; (রাজস্থান)
ধারা
ঐতিহ্যবাহী
আধুনিক
গণমাধ্যম ও অনুষ্ঠান
সঙ্গীত পুরস্কার
সঙ্গীত উৎসব
সঙ্গীত মাধ্যম
জাতীয়তাবাদী ও দেশাত্মবোধক গান
জাতীয় সঙ্গীতজনগণমন
অন্যান্যবন্দে মাতরম্‌
অঞ্চলিক সঙ্গীত

কামরূপী লোকগীত হল লোকসংগীতের জনপ্রিয় রূপ যা কামরূপী জনগোষ্টীর চিন্তা ও আবেগ প্রকাশ করে।[১] গানগুলি প্রাচীন কামরূপ থেকে উদ্ভুত।[২] কামরূপী লোকগীতের ভাষা হল অসমীয়া ভাষার বিভিন্ন উপভাষা এবং পূর্বরূপ, যার মধ্যে রয়েছে আদি অসমীয়া, কামরূপী উপভাষা এবং প্রমিত অসমিয়া।

আসামের তিনটি প্রধান লোকগীতির ধারা - গোলাপরিয়া, ওজাপালির পাশাপাশি কামরূপী লোকগীত অন্যতম। এটি সাধারণত আসামের বিভিন্ন গ্রামীণ উপজাতিদের লোকগীত।[২]

ইতিহাস[সম্পাদনা]

এই গানগুলি কামরূপ অঞ্চলের লোকেরা অনাদিকাল থেকে গেয়ে আসছে। এর পাশাপাশি প্রাত্যহিক কর্মকাণ্ডের সাথে যুক্ত গীতের বিভিন্ন ধারাও জনপ্রিয়। যেমন- বিয়ের গান, নাও খেলার (নৌকা বাইচ) গীত, মহা খেদা (মশা তাড়ানো) গীত, শিশুদের খেলার গীত, মাছ ধরার গীত, ঘুম পাড়ানোর গান এবং ফসল কাটার উত্সব গীত। গানগুলি বৈষ্ণব গানের এক শ্রেণীর দ্বারা যথেষ্ট প্রভাবিত এবং সাহিত্যিক এবং সঙ্গীত গুণে সর্বোচ্চ পরিশীলিত ও পরিমার্জিত; যদিও কামরূপী লোকগীতের নম্র দোলারা এবং খঞ্জরি ধারায় দারুণ জটিলতা আছে।[৩] কামরূপী লোকগীত বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারে সমৃদ্ধ।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bīrendranātha Datta (1999), Folkloric Foragings in India's North-East, p.31. p.p.240
  2. "Kamrupi Lokgeet"। mapsofindia.com। ২৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১১ 
  3. Dhaneswar Kalita (1991), Traditional performances of South Kamrup, p.57, p.p82, Gian Pub. House
  4. Sangeet Natak Akademi (১৯৭৪), Sangeet natak: Issues 31-34