বিষয়বস্তুতে চলুন

উত্তর সাগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(North Sea থেকে পুনর্নির্দেশিত)
উত্তর সাগর
অবস্থানআটলান্টিক মহাসাগর
স্থানাঙ্ক৫৬° উত্তর ০৩° পূর্ব / ৫৬° উত্তর ৩° পূর্ব / 56; 3
প্রাথমিক অন্তর্প্রবাহফর্থ, ইথান, এলবে, ভেসার, এম্‌স, রাইন/ভাল, মোজ, শেল্ট, স্পে, টে, টেম্‌স, হাম্বার, টিস, ওয়্যারটাইন নদী
অববাহিকার দেশসমূহনরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড্‌স, বেলজিয়াম এবং ফ্রান্স
সর্বাধিক দৈর্ঘ্য৯৭০ কিমি []
সর্বাধিক প্রস্থ৫৬০ কিমি
পৃষ্ঠতল অঞ্চল৫৭৫,০০০ বর্গকিমি[]
গড় গভীরতা৯৪ মি[]
সর্বাধিক গভীরতাআনুমানিক ৬৬০ মি[]
উত্তর সাগরের নাসার তোলা ছবি।

উত্তর সাগর আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তীয়, ভূভাগীয় সাগর, যেটি ইউরোপীয় মহীসোপানের উপর অবস্থিত। সাগরটির পূর্বে নরওয়েডেনমার্ক, পশ্চিমে স্কটল্যান্ডইংল্যান্ড, এবং দক্ষিণে জার্মানি, নেদারল্যান্ড্‌স, বেলজিয়ামফ্রান্স। সাগরটি উত্তর-দক্ষিণে প্রায় ৯৭০ মাইল ও পূর্ব-পশ্চিমে প্রায় ৫৬০ মাইল দীর্ঘ এবং এর আয়তন প্রায় ৫,৭৫,০০০ বর্গকিমি। উত্তর সাগর ঐতিহাসিকভাবে জার্মান মহাসমুদ্র বা জার্মানীয় সাগর নামেও পরিচিত ছিল। [] লাতিন ভাষায় এর নাম Mare Germanicum (মারে গের্মানিকুম)।

ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ নদী উত্তর সাগরে পতিত হয়েছে। এমনকি বাল্টিক সাগরের পানিও এই উত্তর সাগরের মাধ্যমেই নিষ্কাশিত হয়। উত্তর সাগর পূর্বে স্কাগেরাট প্রণালীকাটেগাট প্রণালীর মাধ্যমে বাল্টিক সাগরের সাথে যুক্ত। সাগরটি পশ্চিমে ডোভার প্রণালীর মাধ্যমে ইংলিশ চ্যানেল হয়ে এবং উত্তরে নরওয়েজীয় সাগরের মাধ্যমে আটলান্টিক সাগরের সাথে যুক্ত। বহু যুগ ধরেই উত্তর সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ এবং এর আশেপাশের দেশগুলির জন্য মূল্যবান সম্পদের ভাণ্ডার। তবে অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এর পরিবেশগত অবস্থাও বর্তমানে ভাবনার বিষয়।

উত্তর সাগর গড়ে ১০০ মিটার গভীর; তবে এটি কোন কোন এলাকায় ৭০০ মিটার পর্যন্ত গভীর হতে পারে, আবার কোথাও কোথাও এর গভীরতা মাত্র ১৫ মিটারও হতে পারে। উত্তর সাগর তিনটি ভূগাঠনিক প্লেটের সংযোগস্থলের উপর অবস্থিত, ফলে এখানে ভূমিকম্প ও ক্ষুদ্র আকারের সুনামি হতে পারে। তবে সাগরটির উপকূলের গঠন ভূগঠনপ্রণালী নয়, বরং হৈমবাহিক সঞ্চালনের ফলাফল। উত্তর সাগরের উত্তর তটরেখা সুউচ্চ খাড়া ঢাল ও এদের মধ্যবর্তী খাঁড়ি বা ফিয়র্ড নিয়ে গঠিত; অন্যদিকে এর দক্ষিণ উপকূলের বৈশিষ্ট্য বালুকাময় বেলাভূমি ও সমতল কর্দমভূমি। দক্ষিণের এই সমতল এলাকাগুলি ঝড়ের সময় সহজেই সাগরের পানিতে প্লাবিত হতে পারে, তাই উত্তর সাগরের দক্ষিণ উপকূলকে রক্ষা করার জন্য বিস্তৃত ডাইক ব্যবস্থা নির্মাণ করা হয়েছে।

উত্তর সাগরের নৌপরিবহন ইউরোপীয় সভ্যতার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। রোমানভাইকিঙেরা উভয়েই সাগরটিকে করায়ত্ত করতে চেয়েছিল। হানজেয়াটিক লিগনেদারল্যান্ড্‌স উত্তর সাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। উত্তর সাগরে আধিপত্যে স্থাপনের মধ্য দিয়েই পরাক্রমশালী নৌশক্তি হিসেবে যুক্তরাজ্যের আবির্ভাব ঘটে।

বর্তমানে উত্তর সাগরের সামরিক গুরুত্ব কমে গিয়ে এর অর্থনৈতিক গুরুত্ব বেড়ে গিয়েছে। ঐতিহ্যবাহী অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন মৎস্যশিকার ও নৌপরিবহন বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে শক্তির অন্যান্য উৎস যেমন জীবাশ্ম জ্বালানি ও বায়ু শক্তি আবিষ্কৃত হয়েছে এবং এগুলি আহরণের বিভিন্ন উপায় খুঁজে বের করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Royal Belgian Institute of Natural Sciences (২০০২–২০০৭), MUMM North Sea facts, ২ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০০৭ 
  2. Answers Corporation (২০০৭), North Sea: Definition and Much More from Answers.com, সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০০৭ 
  3. OSPAR Commission, for the protection of the marine environment of the North-East Atlantic. (২০০৭), Geography, hydrography and climate, সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "The North Sea was known as the German Ocean until the early 20th C., when hostilities with Germany meant this name became politically unacceptable in Britain." in [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ নভেম্বর ২০০৯ তারিখে