হাডসন উপসাগর

স্থানাঙ্ক: ৬০° উত্তর ০৮৫° পশ্চিম / ৬০° উত্তর ৮৫° পশ্চিম / 60; -85 (Hudson Bay)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাডসন উপসাগর
হাডসন উপসাগর, কানাডা
অবস্থানউত্তর আমেরিকা
স্থানাঙ্ক৬০° উত্তর ০৮৫° পশ্চিম / ৬০° উত্তর ৮৫° পশ্চিম / 60; -85 (Hudson Bay)
মহাসাগর/সমুদ্রের উৎসউত্তর মহাসাগর, উত্তর আটলাণ্টিক মহাসাগর
অববাহিকার দেশসমূহকানাডা, যুক্তরাষ্ট্র
সর্বাধিক দৈর্ঘ্য১,৩৭০ কিমি (৮৫১.২৮ মা)
সর্বাধিক প্রস্থ১,০৫০ কিমি (৬৫২.৪৪ মা)
পৃষ্ঠতল অঞ্চল১২,৩০,০০০ কিমি (৪,৭০,০০০ মা)
গড় গভীরতা১০০ মিটার (৩৩০ ফু)
সর্বাধিক গভীরতা২৭০ মিটার (৮৯০ ফু)[১]
হিমায়িতমধ্য-ডিসেম্বর থেকে মধ্য-জুন পর্যন্ত
দ্বীপপুঞ্জবেলচের দ্বীপমালা
অটোয়া দ্বীপমালা
জনবসতিChurchill, Sanikiluaq

হাডসন উপসাগর (Inuktitut: Kangiqsualuk ilua,[২] ফরাসি: baie d'Hudson, ইংরেজি: Hudson Bay) হলো কানাডার উত্তর-পূর্বাঞ্চলের একটি বৃহৎ নোনাজলীয় উপসাগর। ১২,৩০,০০০ বর্গ কি.মি. আয়তনের বিশাল অংশ নিয়ে এই উপসাগরের অবস্থান। হাডসন উপসাগরের জলস্রোত ও জলপ্রণালীসমূহের মোট আয়তন ৩৮,৬১,০০০ বর্গ কি.মি. যেগুলো নুনাভুতের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাস্কাচুয়ান, এ্যালবার্টা, মানিটোবার অধিকাংশ অঞ্চল, অন্টারিও, কুইবেক, নর্থ ডাকোটার কিছু অংশ, দক্ষিণ ডাকোটা, মিনেসোটা এবং মন্টানার মতো অনেক রাজ্য ও শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে।এর দক্ষিণাঞ্চলকে জেমস বে বা জেমস উপসাগর বলা হয়। কানাডার পুর্বাঞ্চলের ক্রী উপজাতিদের ভাষায় হাডসন অথবা জেমস উপসাগরকে উইনিপেকো (Wînipekw) (দক্ষিণাঞ্চলীয় ভাষা) ও উইনিপাকো (Wînipâkw) (উত্তরাঞ্চলীয় ভাষা) নামে অভিহিত করা হয়।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

হাডসন উপসাগরের জলপ্রণালীর অববাহিকা
নভেম্বরের প্রথম দিকে নব্যগঠিত হাডসন উপসাগরের বরফের উপর দিয়ে হাঁটা অবস্থায় একটি পোলার ভাল্লুক

ইতিহাস[সম্পাদনা]

পরিবেশ ও প্রকৃতি[সম্পাদনা]

জলবায়ু[সম্পাদনা]

পানি[সম্পাদনা]

সৈকত[সম্পাদনা]

সংস্কৃতি[সম্পাদনা]

যোগাযোগব্যাবস্থা[সম্পাদনা]

অর্থনৈতিক গুরুত্ব[সম্পাদনা]

অন্যান্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]