বিষয়বস্তুতে চলুন

ক্যারিবীয় সাগর

স্থানাঙ্ক: ১৫° উত্তর ৭৫° পশ্চিম / ১৫° উত্তর ৭৫° পশ্চিম / 15; -75
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যারিবীয় সাগর
ক্যারিবীয় সাগরের মানচিত্র
ধরনসাগর
পৃষ্ঠতল অঞ্চল২৭,৫৪,০০০ কিমি (১০,৬৩,০০০ মা)
সর্বাধিক গভীরতা৭,৬৮৬ মি (২৫,২১৭ ফু)

ক্যারিবীয় সাগর (ইংরেজি: Caribbean Sea) অ্যাটলান্টিক মহাসাগরের একটি উপসাগরীয় অংশ, যা মধ্যদক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলাশয়গুলোর মধ্যে একটি এবং এর বিস্তৃতি প্রায় ২.৭৫ মিলিয়ন বর্গকিলোমিটার।

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগরের উত্তরে কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং পুয়ের্তো রিকো অবস্থিত। পশ্চিমে মেক্সিকোমধ্য আমেরিকা, দক্ষিণে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং পানামা এবং পূর্বে লেসার অ্যান্টিলসের দ্বীপপুঞ্জ দ্বারা এটি সীমাবদ্ধ।

ভূতাত্ত্বিক গঠন ও গভীরতা

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগর ক্যারিবীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। এর গড় গভীরতা প্রায় ২,২০০ মিটার এবং সর্বাধিক গভীরতা প্রায় ৭,৬৮৬ মিটার, যা কেম্যান ট্রেঞ্চে অবস্থিত।

জলবায়ু ও প্রকৃতি

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগরের জলবায়ু উষ্ণমণ্ডলীয়, এবং এখানে বার্ষিক গড় তাপমাত্রা ২৫°C থেকে ২৮°C এর মধ্যে পরিবর্তিত হয়। গ্রীষ্মে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে। সাগরটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ, বিশেষ করে প্রবালপ্রাচীর, সামুদ্রিক কচ্ছপ, মাছ এবং বিভিন্ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর জন্য বিখ্যাত।

অর্থনৈতিক গুরুত্ব

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে তেল, গ্যাস, কৃষিপণ্য এবং পর্যটনের জন্য। এখানকার দ্বীপগুলো পর্যটনের জন্য সুপরিচিত, এবং প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করেন।

ইতিহাস ও সংস্কৃতি

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগরের ইতিহাস বহু প্রাচীন এবং বৈচিত্র্যময়। এটি একসময় ইউরোপীয় উপনিবেশবাদের কেন্দ্রবিন্দু ছিল, এবং স্পেন, ফ্রান্স, ব্রিটেননেদারল্যান্ডসের মতো দেশগুলো এখানে উপনিবেশ স্থাপন করেছিল। ক্যারিবীয় সংস্কৃতি আফ্রিকান, ইউরোপীয় ও স্থানীয় আদিবাসী সংস্কৃতির সংমিশ্রণে গঠিত।

সংরক্ষণ ও পরিবেশগত চ্যালেঞ্জ

[সম্পাদনা]

ক্যারিবীয় সাগর বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্রবালপ্রাচীর ধ্বংস, অতিরিক্ত মাছ ধরার মতো সমস্যার সম্মুখীন। সমুদ্রের পরিবেশ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকার যৌথভাবে কাজ করছে।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • "The Caribbean Sea"All The Sea (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫ 
  • "Caribbean Sea" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫ 

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]