নুজাত তাসনিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুজাত তাসনিয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-12-31) ৩১ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
গাইবান্ধা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
উৎস: ক্রিকইনফো, ১০ জানুয়ারি ২০১৭

নুজাত তাসনিয়া (জন্ম: ৩১ ডিসেম্বর, ১৯৯৬) গাইবান্ধায় জন্মগ্রহণকারী প্রথিতযশা বাংলাদেশী প্রমিলা ক্রিকেটার।[১] বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ উইকেট রক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন।[২] এছাড়াও ডানহাতে ব্যাটিং করে থাকেন। একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছেন ‘টুম্পা’ ডাকনামে পরিচিত ‘নুজাত তাসনিয়া’।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২৪ আগস্ট, ২০১২ তারিখে ডাবলিনের ওয়াইএমসিএ ক্রিকেট ক্লাব মাঠে তার ওডিআই অভিষেক ঘটে। ত্রি-দেশীয় সিরিজের ৩য় খেলায় বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল স্বাগতিক আয়ারল্যান্ডশুকতারা রহমানের বলে ইএজে রিচার্ডসনের ক্যাচ নিয়ে নিজস্ব প্রথম ডিসমিসাল ঘটান।[৩] কিন্তু বৃষ্টি আঘাত হানায় তাকে আর ব্যাটিংয়ে নামতে হয়নি। বলাবাহুল্য ঐ খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল।

এরপর ত্রি-দেশীয় টি২০ সিরিজের উদ্বোধনী খেলায় একই দলের বিপক্ষে তার অভিষেক হয়। এ খেলায় ফারজানা হক, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, লতা মণ্ডল, নুজাত তাসনিয়া, ঋতু মণি, রুমানা আহমেদ, সালমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তারশুকতারা রহমানের একযোগে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটেছিল।[৪] ২৮ আগস্ট, ২০১২ তারিখে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে এ খেলায় বাংলাদেশ দল ১ বল বাকী থাকতেই ৪ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছায়। ৮৯/৬ থাকাবস্থায় ঋতু মণির সাথে ৭ম উইকেটে জুটি গড়ে ১৯.৫ ওভারে দলকে ৯৩ রানে নিয়ে যান। খেলায় তিনি মাত্র ১ বল মোকাবেলা করে শূন্য রানে অপরাজিত থাকেন।

২০১৪ সালের এশিয়ান গেমসের ক্রিকেটে দলের অন্যতম সদস্য ছিলেন। ঐ প্রতিযোগিতায় তার দল রৌপ্যপদক লাভ করেছিল।

আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০[সম্পাদনা]

২০১২, ২০১৪২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।[৫][৬][৭]

৭ জানুয়ারি, ২০১৭ তারিখে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬-সদস্যের দল ঘোষণা করে। এতে তিনিও অন্তর্ভুক্ত হন।[৮][৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nuzhat Tasnia"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪ 
  2. player profie of Nuzhat Tasnia
  3. match summary of Ireland v bangladesh, tri-nation ODI series, 2012
  4. match summary of Ireland v bangladesh, tri-nation T20I series, 2012
  5. Bangladesh Women Profile: Nuzhat Tasnia[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. ICC Women's World Twenty20 2014 squads
  7. "Bangladesh Women bank on winning combination for World T20"। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  8. "SA women's cricket team arrive tomorrow"। ২০১৭-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১০ 
  9. Bangladesh women’s squad named for South Africa series

আরও দেখুন[সম্পাদনা]