২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ
অবয়ব
(২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগ মৌসুম থেকে পুনর্নির্দেশিত)
মৌসুম | ২০২১–২২ |
---|---|
তারিখ | ১৯ নভেম্বর ২০২১ — ২০ মার্চ ২০২২ |
চ্যাম্পিয়ন | হায়দ্রাবাদ এফসি (১ম শিরোপা) |
শীর্ষ স্থানে | জামশেদপুর এফসি (১ম শিরোপা) |
মোট খেলা | ১১৫ |
মোট গোলসংখ্যা | ৩৫৪ (ম্যাচ প্রতি ৩.০৮টি) |
শীর্ষ গোলদাতা | বার্থেলোমিউ ওগবেচে (হায়দ্রাবাদ) (১৮টি গোল) |
সেরা গোলরক্ষক | প্রভসুখন গিল (কেরল ব্লাস্টার্স) (৮৩.৫২ মিনিট প্রতি গোল) |
সবচেয়ে বড় হোম জয় | হায়দ্রাবাদ ৬–১ ওড়িশা |
সর্বোচ্চ স্কোরিং | ওড়িশা ৬–৪ ইস্টবেঙ্গল |
দীর্ঘতম টানা জয় | জামশেদপুর (৭টি ম্যাচ) |
দীর্ঘতম টানা অপরাজিত | এটিকে মোহনবাগান (১৫টি ম্যাচ) |
দীর্ঘতম টানা জয়বিহীন | ইস্টবেঙ্গল (১১টি ম্যাচ) |
দীর্ঘতম টানা পরাজয় | গোয়া বেঙ্গালুরু নর্থইস্ট ইউনাইটেড ইস্টবেঙ্গল চেন্নাইয়িন (৩টি ম্যাচ) |
মোট উপস্থিতি | ১১,৫০০ |
← ২০২০–২১ ২০২২-২৩ →
সব পরিসংখ্যান ২০ মার্চ ২০২২ অনুযায়ী সঠিক। |
২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ হল ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম মৌসুম। মুম্বই সিটি এফসি হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং লিগ উইনার্স শিল্ড ডিফেন্ডার। প্রতিযোগিতাটি গোয়ার তিনটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।[১]
গত মৌসুম থেকে পরিবর্তন
[সম্পাদনা]- কোনো ক্লাব সর্বাধিক ৬ জন ও সর্বনিম্ন ৪ জন্য বিদেশী খেলোয়াড় সই করতে পারবে, যাদের মধ্যে অন্তত ১ জনকে এএফসি ভুক্ত দেশের অন্তর্গত হতে হবে।
- একটি ম্যাচে একটি ক্লাবের পক্ষ থেকে ৪ জন বিদেশী খেলোয়াড় একটি ম্যাচের কোনো মূহুর্তে থাকতে পারবে।
- একটি ম্যাচে একটি ক্লাবের পক্ষ থেকে ৭ জন ভারতীয় খেলোয়াড় একটি ম্যাচের কোনো মূহুর্তে থাকতে পারবে।
- ক্লাবগুলি তাদের উঠতি খেলোয়াড়ের সংখ্যা ন্যূনতম ২ থেকে ৪ পর্যন্ত বাড়িয়ে দেবে, যেখানে এই ধরনের ২ টি উঠতি খেলোয়াড় ম্যাচ-ডে স্কোয়াডের অংশ হতে থাকবে।
- স্কোয়াডে সর্বাধিক ৩৫ জন খেলোয়াড় রাখা যাবে যার মধ্যে সর্বাধিক ৩ জন গোলকিপার রাখা যাবে। একজন আঘাতপ্রাপ্ত ভারতীয়ের বদলি হিসেবে ৩৫ জনের বাইরের খেলোয়াড় নেওয়া যাবে।
সূচি ঘোষণা
[সম্পাদনা]ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড(এফএসডিএল) ১৩ সেপ্টেম্বর ২০২১ প্রথম এগারোটা রাউন্ডের সূচি ঘোষণা করে, যাতে খেলাগুলি ১৯ নভেম্বর ২০২১ থেকে ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত খেলাগুলির উল্লেখ দেখা যায়।[২]
এছাড়া বলা হয় ৯ জানুয়ারি ২০২২ এর পর বাকি রাউন্ডের সূচি ঘোষিত হবে। কিন্তু ২১ ডিসেম্বর ২০২১-এই বাকি ১১টি রাউন্ডের সূচি ঘোষিত হয়।[৩]
স্টেডিয়াম ও অবস্থান
[সম্পাদনা]দল | অবস্থান | ঘরের মাঠ | ধারণ ক্ষমতা |
---|---|---|---|
এটিকে মোহনবাগান | কলকাতা, পশ্চিমবঙ্গ | ফতোরদা স্টেডিয়াম | ১৮,৬০০ |
মুম্বই সিটি | মুম্বই, মহারাষ্ট্র | ||
নর্থইস্ট ইউনাইটেড | গুয়াহাটি, আসাম | ||
গোয়া | মারগাও, গোয়া | জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম | ৩০,০০০ |
বেঙ্গালুরু | ব্যাঙ্গালোর, কর্ণাটক | ||
হায়দ্রাবাদ | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা | ||
জামশেদপুর | জামশেদপুর, ঝাড়খণ্ড | ||
ইস্টবেঙ্গল | কলকাতা, পশ্চিমবঙ্গ | তিলক ময়দান স্টেডিয়াম | ৫,০০০ |
কেরালা ব্লাস্টার্স | কোচি, কেরল | ||
ওড়িশা | ভুবনেশ্বর, ওড়িশা | ||
চেন্নাইয়িন | চেন্নাই, তামিলনাড়ু |
দল | প্রধান প্রশিক্ষক | সজ্জা প্রস্তুতকারক | প্রধান পৃষ্ঠপোষক |
---|---|---|---|
এটিকে মোহনবাগান | জুয়ান ফেরান্দো | নিভিয়া স্পোর্টস | স্ববেট |
মুম্বই সিটি | ডেস বাকিংহাম | পুমা | ডাফা নিউস |
নর্থইস্ট ইউনাইটেড | খালিদ জামিল[৪] | সিক্স৫সিক্স | জন আব্রাহাম |
গোয়া | ডেরিক পেরেরা | রেইউর স্পোর্টস | ডেল্টা কর্প লিমিটেড |
বেঙ্গালুরু | মার্কো পেজইউইলি | পুমা | জিন্দল |
হায়দ্রাবাদ | ম্যানুয়েল রোকা | হামেল ইন্টারন্যাশনাল | যান্ডস্লাইট |
জামশেদপুর | ওয়েন কয়েল | নিভিয়া স্পোর্টস | টাটা স্টিল |
ইস্টবেঙ্গল | মারিও রিভেরা | রেইউর স্পোর্টস | শ্রী সিমেন্ট |
কেরালা ব্লাস্টার্স | ইভান ভুকোমানোভিচ | সিক্স৫সিক্স | বাইজু'স |
ওড়িশা | কিনো গার্সিয়া (অন্তর্বর্তী)[৫] | হামেল ইন্টারন্যাশনাল | ওড়িশা সরকার |
চেন্নাইয়িন | সৈয়দ শাবির পাশা (অন্তর্বর্তী) | নিভিয়া স্পোর্টস | অ্যাপোলো টায়ার্স |
বিদেশী খেলোয়াড়ের তালিকা
[সম্পাদনা]ক্লাব | বিদেশী খেলোয়াড় | ||||||
---|---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | এএফসি খেলোয়াড় |
প্রাক্তন | |
এটিকে মোহনবাগান | রয় কৃষ্ণ | টিরি | কার্ল ম্যাকহিউ | জনি কাউকো | হিউগো বুমোস | ডেভিড উইলিয়ামস | |
বেঙ্গালুরু | অ্যালান কোস্টা | ক্লেইটন সিলভা | ব্রুনো রামিরেজ | প্রিন্স ইবারা | ইয়াইয়া বানানা | ঈমান বাসাফা | ইরোন্ডু-মুসাভু কিং |
চেন্নাইয়িন | এরিয়েল বোরিসিয়ুক | লুকাজ গিকিয়েউকজ | নেরিজাস ভাল্সকিস | ভ্লাদিমির কোমান | স্ল্যাভকো ড্যামজানোভিচ | মির্লান মুর্জায়েভ | রাফায়েল ক্রিভেলারো |
ইস্টবেঙ্গল | মার্সেলো রেবেইরো | ড্যারেন সিডোয়েল | ফ্যানজো প্রসে | ফ্রান সোটা | আন্তোনিও পেরোসেভিচ | অনন্ত তামাং | ড্যানিয়েল চিমা আমির ডার্ভিসেভিচ টমিস্লাভ মারসেলা |
কেরালা ব্লাস্টার্স | জর্জ পেরেরা দিয়াজ | এনেস সিপোভিচ | মার্কো লেস্কোভিচ | আদ্রিয়ান লুনা | আলভারো ভাসকুইয়েজ | চেনচো গেইলশেন | |
জামশেদপুর | অ্যালেক্স লিমা | এলি সাবিয়া | ড্যানিয়েল চিমা | পিটার হার্টলে | গ্রেগ স্টুয়ার্ট | জর্ডান মুরে | নেরিজাস ভাল্সকিস |
হায়দ্রাবাদ | বার্থেলোমিউ ওগবেচে | জুয়ানান | এডু গার্সিয়া | জোয়াও ভিক্টর | জেভিয়ার সিভেরিও | জোয়েল চাইনিজ | |
ওড়িশা | আরিদায়ি কাব্রেরা | ভিক্টর মোঙ্গিল | জোনাথাস ক্রিশ্চিয়ান ডি জেসাস | হেক্টর রোডাস | হাবি হার্নান্ডেজ | লিরিডন ক্রাসনিকি | |
নর্থইস্ট ইউনাইটেড | দেশর্ন ব্রাউন | মার্সেলিনহো | হের্নান সান্তানা | মার্কো সাহানেক | জাকারিয়া দিয়ালো | লিয়াম ম্যাকগিং | ফেডেরিকো গালেগো ম্যাথিয়াস কৌরিয়ুর খাসা কামারা |
মুম্বই | ইগর অ্যাঙ্গুলো | আহমেদ জাহুহ | কাসিও গ্যাব্রিয়েল | মুর্তাদা ফল | দিয়েগো মুরিসিয়ো | ব্র্যাড ইনমান | ইগোর কাতাতায়ু |
গোয়া | এডু বিডিয়া | ইভান গঞ্জালেজ | জর্জ ওর্টিজ | আলবার্তো নগুয়েরা | আইরাম কাব্রেরা | ডিলান ফক্স |
নিয়মিত মরসুম
[সম্পাদনা]লিগ টেবিল
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জামশেদপুর (Q) | ২০ | ১৩ | ৪ | ৩ | ৪২ | ২১ | +২১ | ৪৩ | প্রিমিয়ার্স ও ২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব প্লে-অফ ও আইএসএল প্লে-অফ পর্ব |
২ | হায়দ্রাবাদ (Q, C) | ২০ | ১১ | ৫ | ৪ | ৪৩ | ২৩ | +২০ | ৩৮ | প্লে-অফে অগ্রসর |
৩ | এটিকে মোহনবাগান (Q) | ২০ | ১০ | ৭ | ৩ | ৩৭ | ২৬ | +১১ | ৩৭ | |
৪ | কেরালা ব্লাস্টার্স (Q) | ২০ | ৯ | ৭ | ৪ | ৩৪ | ২৪ | +১০ | ৩৪ | |
৫ | মুম্বই সিটি | ২০ | ৯ | ৪ | ৭ | ৩৬ | ৩১ | +৫ | ৩১ | |
৬ | বেঙ্গালুরু | ২০ | ৮ | ৫ | ৭ | ৩২ | ২৭ | +৫ | ২৯ | |
৭ | ওড়িশা | ২০ | ৬ | ৫ | ৯ | ৩১ | ৪৩ | −১২ | ২৩ | |
৮ | চেন্নাইয়িন | ২০ | ৫ | ৫ | ১০ | ১৭ | ৩৫ | −১৮ | ২০ | |
৯ | গোয়া | ২০ | ৪ | ৭ | ৯ | ২৯ | ৩৫ | −৬ | ১৯ | |
১০ | নর্থইস্ট ইউনাইটেড | ২০ | ৩ | ৫ | ১২ | ২৫ | ৪৩ | −১৮ | ১৪ | |
১১ | ইস্টবেঙ্গল | ২০ | ১ | ৮ | ১১ | ১৮ | ৩৬ | −১৮ | ১১ |
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
ফলাফল
[সম্পাদনা]রাউন্ড প্রতি ফল
[সম্পাদনা]রাউন্ড প্রতি অবস্থান
[সম্পাদনা]প্লে-অফ পর্ব
[সম্পাদনা]সেমি-ফাইনাল
[সম্পাদনা]সেমিফাইনাল | ফাইনাল | |||||||
১ | জামশেদপুর | ১ | ||||||
৪ | কেরালা ব্লাস্টার্স | ২ | ||||||
৪ | কেরালা ব্লাস্টার্স | ১ (১) | ||||||
২ | হায়দ্রাবাদ (পে.) | ১ (৩) | ||||||
৩ | এটিকে মোহনবাগান | ২ | ||||||
২ | হায়দ্রাবাদ | ৩ |
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
জামশেদপুর | ১–২ | কেরালা ব্লাস্টার্স | ০–১ | ১–১ |
এটিকে মোহনবাগান | ২–৩ | হায়দ্রাবাদ | ১–৩ | ১–০ |
ফাইনাল
[সম্পাদনা]কেরালা ব্লাস্টার্স | ১–১ | হায়দ্রাবাদ |
---|---|---|
রাহুল কেপি ৬৮' | আইএসএল | তাভোরা ৮৮' |
পেনাল্টি | ||
৩–১ |
পুরস্কার
[সম্পাদনা]ম্যাচ সেরা
[সম্পাদনা]ম্যাচ নং | ম্যাচ সেরা | ম্যাচ নং | ম্যাচ সেরা | ম্যাচ নং | ম্যাচ সেরা | |||
---|---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | ক্লাব | খেলোয়াড় | ক্লাব | খেলোয়াড় | ক্লাব | |||
১ | হিউগো বুমোস | এটিকে এমবি | ২ | উদন্ত সিং | বেঙ্গালুরু | ৩ | আন্তোনিও পেরোসেভিচ | ইস্টবেঙ্গল |
৪ | ইগর অ্যাঙ্গুলো | মুম্বই সিটি | ৫ | ভ্লাদিমির কোমান | চেন্নাইয়িন | ৬ | হাভি হার্নান্ডেজ | ওড়িশা |
৭ | হের্নান সান্তানা | নর্থইস্ট ইউনাইটেড | ৮ | নেরিজাস ভাল্সকিস | জামশেদপুর | ৯ | জনি কাউকো | এটিকে এমবি |
১০ | জোয়াও ভিক্টর | হায়দ্রাবাদ | ১১ | হারমানজোৎ খাবরা | বেঙ্গালুরু | ১২ | লাল্লিয়ানজুয়ালা ছাঙতে | চেন্নাইয়িন |
১৩ | হেক্টর রোডাস | ওড়িশা | ১৪ | বিক্রম প্রতাপ সিং | মুম্বই সিটি | ১৫ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর |
১৬ | হিরা মন্ডল | ইস্টবেঙ্গল | ১৭ | হের্নান সান্তানা | নর্থইস্ট ইউনাইটেড | ১৮ | লালেঙমাউইয়া রালতে | মুম্বই সিটি |
১৯ | আদ্রিয়ান লুনা | কেরল ব্লাস্টার্স | ২০ | জিতেন্দ্র সিং | জামশেদপুর | ২১ | আলবার্তো নগুয়েরা | গোয়া |
২২ | সৌভিক চক্রবর্তী | হায়দ্রাবাদ | ২৩ | ক্যাসিও গ্যাব্রিয়েল | মুম্বই সিটি | ২৪ | জোনাথাস ক্রিশ্চিয়ান ডি জেসাস | ওড়িশা |
২৫ | অনিরুদ্ধ থাপা | চেন্নাইয়িন | ২৬ | দেবেন্দ্র মুরগাঁওকর | গোয়া | ২৭ | আদ্রিয়ান লুনা | কেরল ব্লাস্টার্স |
২৮ | আশীষ রাই | হায়দ্রাবাদ | ২৯ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ৩০ | রাহুল ভেকে | মুম্বই সিটি |
৩১ | শুভাশিস বসু | এটিকেএমবি | ৩২ | খাসা কামারা | নর্থইস্ট ইউনাইটেড | ৩৩ | স্ল্যাভকো ড্যামজানোভিচ | চেন্নাইয়িন |
৩৪ | আইরাম কাব্রেরা | গোয়া | ৩৫ | আলভারো ভাসকুইয়েজ | কেরালা ব্লাস্টার্স | ৩৬ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর |
৩৭ | লিস্টন কোলাকো | এটিকেএমবি | ৩৮ | আদ্রিয়ান লুনা | কেরালা ব্লাস্টার্স | ৩৯ | লালরিনলিয়ানা হ্ নামতে | ইস্টবেঙ্গল |
৪০ | ইভান গঞ্জালেজ | গোয়া | ৪১ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ৪২ | দেশর্ন ব্রাউন | নর্থইস্ট ইউনাইটেড |
৪৩ | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ৪৪ | লিস্টন কোলাকো | এটিকে এমবি | ৪৫ | রোশন নাওরেম | বেঙ্গালুরু |
৪৬ | জর্জ ওর্টিজ | গোয়া | ৪৭ | মহম্মদ সাজিদ ধোত | চেন্নাইয়িন | ৪৮ | জেরি মাউইমিংথাঙ্গা | ওড়িশা |
৪৯ | আদিল খান | ইস্টবেঙ্গল | ৫০ | আশীষ রাই | হায়দ্রাবাদ | ৫১ | ঈশান পন্ডিতা | জামশেদপুর |
৫২ | সৌরভ দাস | ইস্টবেঙ্গল | ৫৩ | থৈবা সিং | ওড়িশা | ৫৪ | আনোয়ার আলি | গোয়া |
৫৫ | আলভারো ভাসকুইয়েজ | কেরালা ব্লাস্টার্স | ৫৬ | রোশন নাওরেম | বেঙ্গালুরু | ৫৭ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর |
৫৮ | হারমানজোৎ খাবরা | কেরালা ব্লাস্টার্স | ৫৯ | দেবজিত মজুমদার | চেন্নাইয়িন | ৬০ | জর্জ ওর্টিজ | গোয়া |
৬১ | সন্দেশ ঝিঙ্গন | এটিকে এমবি | ৬২ | লাল্থাথাঙ্গা খলরিং | কেরালা ব্লাস্টার্স | ৬৩ | অ্যালেক্স | জামশেদপুর |
৬৪ | আরিদাই কাব্রেরা | ওড়িশা | ৬৫ | নাওরেম মহেশ সিং | ইস্টবেঙ্গল | ৬৬ | আদ্রিয়ান লুনা | কেরালা ব্লাস্টার্স |
৬৭ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ৬৮ | স্ল্যাভকো ড্যামজানোভিচ | চেন্নাইয়িন | ৬৯ | ডিলান ফক্স | গোয়া |
৭০ | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ৭১ | ক্যাসিও গ্যাব্রিয়েল | মুম্বই সিটি | ৭২ | উদন্ত সিং | বেঙ্গালুরু |
৭৩ | আকাশ মিশ্র | হায়দ্রাবাদ | ৭৪ | রেনেশ টিপি | জামশেদপুর | ৭৫ | কিয়ান নাসিরি | এটিকে এমবি |
৭৬ | রোশন নাওরেম | বেঙ্গালুরু | ৭৭ | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ৭৮ | ভিক্টর মোঙ্গিল | ওড়িশা |
৭৯ | ড্যারেন সিডোয়েল | ইস্টবেঙ্গল | ৮০ | টিরি | এটিকে এমবি | ৮১ | আলভারো ভাসকুইয়েজ | কেরালা ব্লাস্টার্স |
৮২ | ব্রুনো রামিরেজ | বেঙ্গালুরু | ৮৩ | লাল্লিয়ানজুয়ালা ছাঙতে | মুম্বই সিটি | ৮৪ | হাভি হার্নান্ডেজ | ওড়িশা |
৮৫ | লিস্টন কোলাকো | এটিকে এমবি | ৮৬ | জর্জ ওর্টিজ | গোয়া | ৮৭ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর |
৮৮ | জোয়াও ভিক্টর | হায়দ্রাবাদ | ৮৯ | জনি কাউকো | এটিকে এমবি | ৯০ | বিপিন সিং | মুম্বই সিটি |
৯১ | লালথাথাঙ্গা খলরিং | কেরালা ব্লাস্টার্স | ৯২ | মনবীর সিং | এটিকে এমবি | ৯৩ | রহিম আলি | চেন্নাইয়িন |
৯৪ | জো জোহেরলিয়ানা | নর্থইস্ট ইউনাইটেড | ৯৫ | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ৯৬ | মুবাশির রহমান | জামশেদপুর |
৯৭ | দানিশ ফারুক ভাট | বেঙ্গালুরু | ৯৮ | বিপিন সিং | মুম্বই সিটি | ৯৯ | জুয়ানান | হায়দ্রাবাদ |
১০০ | সেবেস্টিয়ান থাঙমুয়ানসাং | ওড়িশা | ১০১ | রিকি লাল্লামাওমা | জামশেদপুর | ১০২ | সঞ্জীব স্তালিন | কেরালা ব্লাস্টার্স |
১০৩ | মেহতাব সিং | মুম্বই সিটি | ১০৪ | জো জোহেরলিয়ানা | নর্থইস্ট ইউনাইটেড | ১০৫ | টিরি | এটিকে এমবি |
১০৬ | ড্যানিয়েল চিমা | জামশেদপুর | ১০৭ | লারা শর্মা | বেঙ্গালুরু | ১০৮ | সৌভিক চক্রবর্তী | হায়দ্রাবাদ |
১০৯ | আইরাম কাব্রেরা | গোয়া | ১১০ | পিটার হার্টলে | ১১১ (সেমি) | রুইভা হরমিপাম | কেরল ব্লাস্টার্স | |
১১২ (সেমি) | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ১১৩ (সেমি) | আদ্রিয়ান লুনা | কেরল ব্লাস্টার্স | ১১৪ (সেমি) | লক্ষ্মীকান্ত কাট্টিমনি | হায়দ্রাবাদ |
১১৫ (ফাইনাল) | লক্ষ্মীকান্ত কাট্টিমনি | হায়দ্রাবাদ | উৎস: ইন্ডিয়ান সুপার লিগ |
পরিসংখ্যান
[সম্পাদনা]সর্বোচ্চ গোলদাতা
[সম্পাদনা]অব. | খেলোয়াড় | ক্লাব | গোল[৬] |
---|---|---|---|
১ | বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ১৮ |
২ | ইগর অ্যাঙ্গুলো | মুম্বই সিটি | ১০ |
গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ||
৪ | ক্লেইটন সিলভা | বেঙ্গালুরু | ৯ |
ড্যানিয়েল চিমা | জামশেদপুর | ||
৬ | জর্জ ওর্টিজ | গোয়া | ৮ |
ক্রিশ্চিয়ান জোনাথাস ডি জেসাস | ওড়িশা | ||
জর্জ দিয়াজ | কেরালা ব্লাস্টার্স | ||
লিস্টন কোলাকো | এটিকে মোহনবাগান | ||
আলভারো ভাসকুইয়েজ | কেরালা ব্লাস্টার্স |
সর্বাধিক অ্যাসিস্ট
[সম্পাদনা]অব. | খেলোয়াড় | ক্লাব | অ্যাসিস্ট[৭] |
---|---|---|---|
১ | গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ১০ |
২ | আহমেদ জাহুহ | মুম্বই সিটি | ৭ |
নাওরেম রোশন সিং | বেঙ্গালুরু | ||
আদ্রিয়ান লুনা | কেরালা ব্লাস্টার্স | ||
৫ | জনি কাউকো | এটিকে মোহনবাগান | ৬ |
৬ | জর্জ ওর্টিজ | গোয়া | ৫ |
হিউগো বুমোস | এটিকে মোহনবাগান | ||
হাভি হার্নান্ডেজ | ওড়িশা | ||
ক্যাসিও গ্যাব্রিয়েল | মুম্বই সিটি | ||
লিস্টন কোলাকো | এটিকে মোহনবাগান |
হ্যাট-ট্রিক
[সম্পাদনা]খেলোয়াড় | দল | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
গ্রেগ স্টুয়ার্ট | জামশেদপুর | ওড়িশা | ৪–০ | ১৪ ডিসেম্বর ২০২১ | [৮] |
দেশর্ন ব্রাউন | নর্থইস্ট ইউনাইটেড | মুম্বই সিটি | ৩–৩ | ২৭ ডিসেম্বর ২০২১ | [৯] |
বার্থেলোমিউ ওগবেচে | হায়দ্রাবাদ | ইস্টবেঙ্গল | ৪–০ | ২৪ জানুয়ারি ২০২২ | [১০] |
কিয়ান নাসিরি | এটিকে মোহনবাগান | ইস্টবেঙ্গল | ৩–১ | ২৯ জানুয়ারি ২০২২ | [১১] |
জর্জ ওর্টিজ | গোয়া | চেন্নাইয়িন | ৫–০ | ৯ ফেব্রুয়ারি ২০২২ | [১২] |
আইরাম কাব্রেরা | গোয়া | কেরালা ব্লাস্টার্স | ৪–৪ | ৬ মার্চ ২০২২ | [১৩] |
- হোম দলের হয়ে হ্যাট-ট্রিক
- অ্যাওয়ে দলের হয়ে হ্যাট-ট্রিক
শৃঙ্খলা
[সম্পাদনা]খেলোয়াড়
[সম্পাদনা]- সর্বাধিক হলুদ কার্ড: ৭[১৪]
- সর্বাধিক লাল কার্ড: ১[১৫]
- দীপক টাংরি (এটিকে মোহনবাগান)
- জর্জ ওর্টিজ (গোয়া)
- সুরেশ সিং ওয়াংজাম (বেঙ্গালুরু)
- আন্তোনিও পেরোসেভিচ (ইস্টবেঙ্গল)
- মুর্তাদা ফল (মুম্বই সিটি)
- আমে রানাওয়াদে (মুম্বই সিটি)
- আয়ুষ অধিকারী (কেরালা ব্লাস্টার্স)
- প্রবীর দাস (এটিকে মোহনবাগান)
- জর্জ দিয়াজ (কেরালা ব্লাস্টার্স)
- রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান)
- মুবাশির রহমান (জামশেদপুর)
- জোনাথাস ক্রিশ্চিয়ান (ওড়িশা)
ক্লাব
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ISL set to allow crowds for the first time in two years"। স্পোর্টস্টার। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
- ↑ "২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ প্রথম পর্বের সূচি"। ইন্ডিয়ান সুপার লিগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪।
- ↑ "Indian Super League announce fixtures for second-half of ISL 2021-22 season"। Khel Now। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ "NorthEast United FC appoint Gerard Nus as their new head coach"। Indian Super League। ২৫ আগস্ট ২০২০। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Odisha FC appoint Kino Garcia as interim Head Coach."। Odisha FC। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২।
- ↑ "Indian Super League Player Stats - Goals"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Indian Super League Player Stats - Assists"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Odisha FC vs Jamshedpur FC Live Score Update, Commentary, Scorecard"। Indian Super League (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৪।
- ↑ "NorthEast United vs. Mumbai City - 27 December 2021 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১।
- ↑ "East Bengal vs. Hyderabad - 24 January 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "ATK Mohun Bagan vs. East Bengal - 29 January 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।
- ↑ "Chennaiyin vs. Goa - 9 February 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Goa vs. Kerala Blasters - 6 March 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২।
- ↑ "Indian Super League Player Stats - Yellow Cards"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ "Indian Super League Player Stats - Red Cards"। Indian Super League। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।
- ↑ "Indian Super League Club Stats - Yellow Cards"। Indian Super League। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ "Indian Super League Club Stats - Red Cards"। Indian Super League। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।