বিষয়বস্তুতে চলুন

২০২০–২১ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপ থেকে পুনর্নির্দেশিত)
২০২০–২১ ফেডারেশন কাপ
ওয়াল্টন ফেডারেশন কাপ
বিবরণ
দেশবাংলাদেশ
ভেন্যুবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
তারিখ২২ ডিসেম্বর ২০২০ – ১০ জানুয়ারি ২০২১
দল১৩
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস (২য় শিরোপা)
রানার-আপসাইফ স্পোর্টিং ক্লাব
পরিসংখ্যান
খেলা২২
গোল সংখ্যা৬৪ (ম্যাচ প্রতি ২.৯১টি)
শীর্ষ গোলদাতা৫ গোল
আর্জেন্টিনা রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)
নাইজেরিয়া কেনেথ ইকেচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব)
সেরা খেলোয়াড়নাইজেরিয়া কেনেথ ইকেচুকু

সকল পরিসংখ্যান ১০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত।

২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপ (পৃষ্ঠপোষকজনিত কারণে ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০ নামে পরিচিত)[] বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বাংলাদেশী ক্লাবগুলো নিয়ে আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ ফেডারেশন কাপের ৩২তম আসর। ২০২০ সালের ২২ ডিসেম্বর শুরু হয়[][] এবং ২০২১ সালের ১০ জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে আসরের সমাপ্তি ঘটে।[] আসরের খেলাগুলো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চারটি গ্রুপে পূর্ব মৌসুমে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি দল অংশগ্রহণ করছে।

ফাইনালে বসুন্ধরা কিংস ১–০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে, যা বসুন্ধরা কিংসয়ের জন্য টানা দ্বিতীয় শিরোপা জয়।[] এই আসরের বিজয়ী দল ২০২২ এএফসি কাপের প্রাথমিক পর্বে খেলার জন্য উত্তীর্ণ হয়। চট্টগ্রাম আবাহনী এই আসরের ফেয়ার প্লে ট্রফি জয় করে। প্রতিযোগিতার মোট ২২ ম্যাচে ২.৯১ গড়ে ৬৪টি গোল হয়েছে। বসুন্ধরা কিংসের রাউল বেসেরা ও সাইফ স্পোর্টিং ক্লাবের কেনেথ ইকোচুকু ব্যক্তিগত সর্বোচ্চ ৫ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা হয়েছিলেন। কেনেথ ইকোচুকু শীর্ষ গোলদাতা হওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

দলসমূহ চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুই দল (চার গ্রুপ থেকে সর্বমোট ৮টি দল) নকআউট পর্ব তথা কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হবে এবং কোয়ার্টার-ফাইনালে বিজয়ী চারটি দল সেমি-ফাইনাল উত্তীর্ণ হবে। সর্বশেষে সেমি-ফাইনালে বিজয়ী দলদ্বয় ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা হাতে তুলবে।[] প্রতিযোগিতায় কোন তৃতীয় স্থান নির্ধারণী খেলা রাখা হয়নি। প্রথমবারের মত ফিফার সাময়িক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় বদল করার সুযোগ রাখা হয়।[]

এই আসরের সকল খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।[]

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০

পৃষ্ঠপোষক ও পুরস্কার

[সম্পাদনা]

বাংলাদেশী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ ফেডারেশন কাপের এই আসেরর মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। এছাড়াও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড এই আসরের সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে অর্থায়ন করেছে।[১০] অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব এই আসরে অংশগ্রহণ বাবদ ২ লাখ টাকা পেয়েছে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে ৫ লাখ ও ৩ লাখ টাকা ‍পুরস্কার দেওয়া হয়। দলগত অর্থ প্রদানের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের জন্য প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, আসরের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকের জন্য পৃথক পুরস্কার ছিল।[১১]

অংশগ্রহণকারী দল ও গ্রুপিং

[সম্পাদনা]

২০১৯–২০ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[][১২] দল ও গ্রুপের তালিকা[১৩]-

গ্রুপ 'এ' গ্রুপ 'বি' গ্রুপ 'সি' গ্রুপ 'ডি'

একত্রিশতম আসরের শিরোপা বিজয়ী; ‡ একত্রিশতম আসরের রানার্স-আপ দল।[১৪]

খেলা পরিচালনাকারী

[সম্পাদনা]

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৯ জন প্রধান রেফারি প্রতিযোগিতার ২২টি ম্যাচের খেলা পরিচালনা করেছেন।-

  • জসিম আক্তার বাংলাদেশ
  • বিটু রাজ বড়ুয়া বাংলাদেশ
  • সুজিত ব্যানার্জি বাংলাদেশ
  • মিজানুর রহমান বাংলাদেশ
  • আনিসুর রহমান বাংলাদেশ
  • আলমগীর সরকার বাংলাদেশ
  • ভুবন মোহন তালুকদার বাংলাদেশ
  • মোহাম্মাদ জালাল উদ্দিন বাংলাদেশ
  • মোহাম্মাদ জামিল ফারুক নাহিদ বাংলাদেশ

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

২০২০ সালের ১৩ই ডিসেম্বর ঢাকার মতিঝিলের বিএফএফ হাউজে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে, দলগুলো একে অপরের সাথে একবার করে মুখোমুখি হয়েছে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল নকআউট পর্বের জন্য উত্তীর্ণ হয়। এই পর্বের সকল খেলা ২০২০ সালের ২২শে ডিসেম্বর হতে ৩০শে ডিসেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়।[১৫] নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
শেখ রাসেল ক্রীড়া চক্র +২ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব


গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সাইফ স্পোর্টিং ক্লাব ১০ +৯ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
উত্তর বারিধারা ক্লাব +১
আরামবাগ ক্রীড়া সংঘ
ব্রাদার্স ইউনিয়ন ১১ ১০



সাইফ স্পোর্টিং ক্লাব৬–১ব্রাদার্স ইউনিয়ন
ইকেচুকু গোল ১৯', ৬৩'
ইয়াসিন গোল ৩৫'
আরিফ গোল ৫০'
মারাজ গোল ৭৭'
সাজ্জাদ গোল ৮০'
প্রতিবেদন সিও গোল ৯০+২' (p.)
রেফারি: মোহাম্মাদ জামিল ফারুক নাহিদ (বাংলাদেশ)


গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বসুন্ধরা কিংস +৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
চট্টগ্রাম আবাহনী
রহমতগঞ্জ এমএফএস


গ্রুপ ডি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী +৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
ঢাকা মোহামেডান
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
ঢাকা আবাহনী৩–০ঢাকা মোহামেডান
মাসিহ গোল ৪১'
জুয়েল গোল ৪৫', ৫৩'
প্রতিবেদন


নকআউট পর্ব

[সম্পাদনা]

নকআউট পর্বের সকল খেলা ২০২১ সালের ১ হতে ১০ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলোর ক্ষেত্রে ৯০ মিনিট পর যদি ম্যাচের ফলাফল সমতায় থাকলে, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়েছে এবং এরপরও যদি ম্যাচের ফলাফল সমতা থাকায় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।

বন্ধনী

[সম্পাদনা]
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
১ জানুয়ারি ২০২১
 
 
শেখ রাসেল ক্রীড়া চক্র
 
৬ জানুয়ারি ২০২১
 
চট্টগ্রাম আবাহনী (অ.স.প.)
 
চট্টগ্রাম আবাহনী
 
২ জানুয়ারি ২০২১
 
সাইফ স্পোর্টিং ক্লাব
 
সাইফ স্পোর্টিং ক্লাব (পে.) ২ (৭)
 
১০ জানুয়ারি ২০২১
 
ঢাকা মোহামেডান ২ (৬)
 
সাইফ স্পোর্টিং ক্লাব
 
৩ জানুয়ারি ২০২১
 
বসুন্ধরা কিংস
 
বসুন্ধরা কিংস
 
৭ জানুয়ারি ২০২১
 
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
 
বসুন্ধরা কিংস (অ.স.প.)
 
৪ জানুয়ারি ২০২১
 
ঢাকা আবাহনী
 
ঢাকা আবাহনী
 
 
উত্তর বারিধারা ক্লাব
 

কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]

কোয়ার্টার-ফাইনালের সকল খেলা ২০২১ সালের ১ হতে ৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলোর ক্ষেত্রে ৯০ মিনিট পর যদি ম্যাচের ফলাফল সমতায় থাকলে, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়েছে এবং এরপরও যদি ম্যাচের ফলাফল সমতা থাকায় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।




সেমি-ফাইনাল

[সম্পাদনা]

সেমি-ফাইনালের সকল খেলা ২০২১ সালের ৬ই এবং ৭ই জানুয়ারি তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।


বসুন্ধরা কিংস৩–১ঢাকা আবাহনী
ফারনান্দেজ গোল ৫১', ১২০+১'
বেসেরা গোল ১১১'
প্রতিবেদন ওয়াগসলি গোল ৩১'

ফাইনাল

[সম্পাদনা]

দুই সেমি-ফাইনালের বিজয়ী দলগুলো নিয়ে ২০২১ সালের ১০ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।

সাইফ স্পোর্টিং ক্লাব০–১বসুন্ধরা কিংস
প্রতিবেদন বেসেরা গোল ৫২'
রেফারি: মোহাম্মাদ জালাল উদ্দিন (বাংলাদেশ)

গোলদাতা

[সম্পাদনা]

এই প্রতিযোগিতায় ২২টি ম্যাচে ৬৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯১টি গোল (১০ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী)।

৫টি গোল

৩টি গোল

২টি গোল

১টি গোল

আত্মঘাতী গোল

[সম্পাদনা]

গাঢ় নাম বিজয়ী দলকে নির্দেশ করে

খেলোয়াড়ক্লাবপ্রতিপক্ষফলতারিখ
মিশর আলাদিন নাসের এল মাগরিবিরহমতগঞ্জ এমএফএসবসুন্ধরা কিংস০–৩২২ ডিসেম্বর ২০২০
মিশর মাহমুদ সায়েদউত্তর বারিধারা ক্লাবসাইফ স্পোর্টিং ক্লাব০–৩২৩ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ মোহাম্মদ আরিফুল ইসলামবাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবশেখ জামাল ধানমন্ডি ক্লাব২–২২৭ ডিসেম্বর ২০২০

পুরস্কার জয়ীদের পরিসংখ্যান

[সম্পাদনা]
ক্যটাগরি দল মন্তব্য সুত্র
শিরোপাজয়ী বসুন্ধরা কিংস দলটির দ্বিতীয় শিরোপা [][১৬]
রানার্স-আপ সাইফ স্পোর্টিং ক্লাব
ফেয়ার প্লে ট্রফি চট্টগ্রাম আবাহনী লিমিটেড
সেরা খেলোয়াড় কেনেথ ইকোচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব)
সর্বোচ্চ গোলদাতা কেনেথ ইকেচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব)

রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)

প্রত্যেকে ৫টি গোল করেছেন

সম্প্রচার

[সম্পাদনা]

ফেডারেশন কাপের বত্রিশতম আসরের সকল খেলা বাংলাদেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসে সম্প্রচার করা হয়।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন"দৈনিক ইনকিলাব। ৮ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  2. "'Logo Unveiling and Draw' program of "Walton Federation Cup 2020""বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২০। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০
  3. "ফেডারেশন কাপ ফুটবল শুরু আজ"দৈনিক ইত্তেফাক। ২২ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২০
  4. "ফুটবল ক্লাবগুলোর লাইসেন্স না থাকাটা দুঃখজনক: সালাউদ্দিন | খেলা"দৈনিক ইত্তেফাক। ২৪ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০
  5. "ওয়ালটন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা"রাইজিংবিডি.কম। ১০ জানুয়ারি ২০২১। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১
  6. 1 2 "শিরোপা অক্ষুণ্ণ রাখলো বসুন্ধরা কিংস"দৈনিক মানবজমিন। ১০ জানুয়ারি ২০২১। ১২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১
  7. "ওয়ালটন ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান"রাইজিংবিডি.কম। ১৩ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০
  8. "ফিফার নিয়মে হবে ঘরোয়া ফুটবল"দৈনিক ইত্তেফাক। ২২ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২০
  9. "ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপিং চূড়ান্ত"বাংলাভিশন। ১৩ ডিসেম্বর ২০২০। ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  10. "ফেডারেশন কাপ ফুটবলের টাইটেল স্পনসর ওয়ালটন"বাংলা ট্রিবিউন। ৮ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  11. "ওয়ালটন ফেডারেশন কাপ ২২ ডিসেম্বর থেকে"দেশ রূপান্তর। ৯ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  12. প্রতিবেদক, ক্রীড়া (১৩ ডিসেম্বর ২০২০)। "আবাহনীকে নিজেদের গ্রুপে নিলেন মোহামেডানের কোচ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  13. "একই গ্রুপে আবাহনী-মোহামেডান"আরটিভি অনলাইন। ১৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  14. "ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  15. "ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০
  16. "সেরা খেলোয়াড়ের পুরস্কার মাইক্রোওভেন"প্রথম আলো। ১১ জানুয়ারি ২০২১। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১
  17. "Bashundhara Kings vs Rahmatgonj MFC | Highlights | Federation Cup | 2020"টি স্পোর্টস। ২২ ডিসেম্বর ২০২০। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২০ ইউটিউব এর মাধ্যমে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]