২০১৬ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
মৌসুম | ২০১৬ |
---|---|
তারিখ | ২৯ অক্টোবর, ২০১৬ হতে ৯ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত |
চ্যাম্পিয়ন | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব (১ম শিরোপা) |
শীর্ষ স্থানে | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব |
উন্নীত | সাইফ স্পোর্টিং ক্লাব (ফকিরেরপুল প্রিমিয়ার লিগে খেলেনি) |
অবনমন | চট্টগ্রাম মোহামেডান |
মোট খেলা | ৫৬ |
মোট গোলসংখ্যা | ১০৮ (ম্যাচ প্রতি ১.৯৩টি) |
সেরা খেলোয়াড় | মতিন মিয়া[১] |
শীর্ষ গোলদাতা | আরিফুর রহমান (৬ গোল) |
সর্বোচ্চ স্কোরিং | অগ্রণী ব্যাংক ৪-১ ভিক্টোরিয়া (১১ আগস্ট, ২০১৬) |
দীর্ঘতম টানা অপরাজিত | সাইফ স্পোর্টিং ক্লাব (১৪ ম্যাচ) |
← ২০১৫ ২০১৭ →
সব পরিসংখ্যান ১০ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী সঠিক। |
২০১৬ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (পৃষ্টপোষকতা জনিত কারণে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৬ নামেও পরিচিত)[২] বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় সর্বোচ্চ আসর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ(বিসিএল)-এর পঞ্চম মৌসুম। এই মৌসুমে ৮টি ফুটবল ক্লাব - টিএন্ডটি ক্লাব মতিঝিল, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড অংশগ্রহণ করে। এই মৌসুম ২৯ অক্টোবর, ২০১৬ হতে ৯ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত চলে।[৩][৪] মৌসুমের সকল খেলা(৫৬টি ম্যাচ) ঢাকা মহানগরীর ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।[৫] এই মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব শিরোপা জয় করে।[৬] চট্টগ্রাম মোহামেডান নিম্নস্তরের লিগে অবনমিত হয়।[৭]
মৌসুমের সার-সংক্ষেপ
[সম্পাদনা]বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এই মৌসুমে দলগুলিকে কোন বিদেশী খেলোয়াড় নিবন্ধনের সুযোগ রাখেনি।[৮] ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এই মৌসুমের ১৪ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে তাদের প্রথম বিসিএল শিরোপা জয় করে। সাইফ স্পোর্টিং ক্লাব লিগের ১৪ ম্যাচেই অপরাজিত থাকে এবং ২৬ পয়েন্ট নিয়ে অপরাজিত রানার্স-আপ হয়।[৭][৯] দল দুইটি ২০১৭-১৮ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে-এ উত্তীর্ণ হয়।[৪][১০] ১১ আগস্ট, ২০১৬ তারিখের অগ্রণী ব্যাংক ও ভিক্টোরিয়া এসসি-এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিতে লিগের সর্বোচ্চ ৫ গোল হয়।[৫][১১] মোট ৫৬টি ম্যাচে ১০৮টি গোল হয়। আট দলের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকায় চট্টগ্রাম মোহামেডান প্রথম বিভাগ ফুটবল লিগে অবনমিত হয়।[৭] অর্থাভাবে এই মৌসুমের শিরোপাজয়ী দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব পরের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেনি,[১২][১৩] তারা পুনরায় ২০১৭-এর চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ করে।[১৪]
পৃষ্টপোষক
[সম্পাদনা]ওয়ালটন গ্রুপের মার্সেল ব্র্যান্ড এই মৌসুমের শিরোনাম পৃষ্টপোষক ও পুরস্কারের অর্থায়ন করে। এছাড়াও প্রিমিয়ার ব্যাংক, প্রগতি ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক ও ম্যাক্স গ্রুপ সহযোগী পৃষ্টপোষক ছিল[২][১৫][১৬]
দল ও ভেন্যুসমূহ
[সম্পাদনা]দলসমূহ
[সম্পাদনা]এই মৌসুমে ৮টি দল অংশগ্রহণ করে। ৮টি দলের মধ্যে ৫টি দল পূর্ব মৌসুমের অংশগ্রহণকারী দল। সাইফ স্পোর্টিং ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘের অভিষেক ঘটে, দল দুইটি প্রথমবারের মত পেশাদার লিগে অংশ নেয়। চট্টগ্রাম মোহামেডান ২০১০-১১ মৌসুমের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পর পুনরায় পেশাদার লিগে ফিরে আসে।[১৬][১৭] দল সমূহ -
ক্রম | দল | টীকা | সুত্র |
---|---|---|---|
১ | অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব | পূর্ব মৌসূমের দল | [৩][১৭] |
২ | কাওরান বাজার প্রগতি সংঘ | প্রথমবার বিসিএল-এ অংশগ্রহণ | |
৩ | চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব | চার মৌসুম পর পেশাদার লিগে প্রত্যাবর্তন | |
৪ | মতিঝিল টিএন্ডটি ক্লাব | পূর্ব মৌসূমের দল | |
৫ | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | পূর্ব মৌসূমের দল | |
৬ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | পূর্ব মৌসূমের দল | |
৭ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | পূর্ব মৌসূমের দল | |
৮ | সাইফ স্পোর্টিং ক্লাব | প্রথমবার বিসিএল-এ অংশগ্রহণ |
ভেন্যু সমূহ
[সম্পাদনা]এই মৌসুমের উদ্বোধনীসহ কিছু খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বেশীরভাগ ম্যাচ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[৮][১৮]
ভেন্যুর সংখ্যা | অবস্থান | ভেন্যুর নাম | ধারণ ক্ষমতা |
---|---|---|---|
১ | ঢাকা | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ৩৬,০০০ |
২ | বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম | ২৫,০০০ |
ফলাফল
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | ১৪ | ৭ | ৬ | ১ | ১৫ | ৮ | +৭ | ২৭ | বিপিএল-এ জন্য উত্তীর্ণ |
২ | সাইফ স্পোর্টিং ক্লাব | ১৪ | ৬ | ৮ | ০ | ১৯ | ১০ | +৯ | ২৬ | বিপিএল-এ জন্য উত্তীর্ণ |
৩ | অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব | ১৪ | ৬ | ২ | ৬ | ১৩ | ১৪ | −১ | ২০ | |
৪ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ১৪ | ৪ | ৬ | ৪ | ১১ | ৯ | +২ | ১৮ | |
৫ | টিএন্ডটি স্পোর্টিং ক্লাব | ১৪ | ৪ | ৫ | ৫ | ১৪ | ১৪ | ০ | ১৭ | |
৬ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | ১৪ | ৩ | ৫ | ৬ | ১৪ | ১৬ | −২ | ১৪ | |
৭ | কাওরান বাজার প্রগতি সংঘ | ১৪ | ২ | ৮ | ৪ | ৭ | ১২ | −৫ | ১৪ | |
৮ | চট্টগ্রাম মোহামেডান | ১৪ | ২ | ৪ | ৮ | ১৩ | ২৩ | −১০ | ১০ | প্রথম বিভাগ ফুটবল লিগে অবনমন |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল স্কোর
টীকাঃ অর্থাভাবে এই মৌসুমের শিরোপাজয়ী দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব পরের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেনি[১২] এবং ২০১৭-এর চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ করে।[১৪]
মৌসুম পরিসংখ্যান
[সম্পাদনা]ক্যটাগরি | দল | মন্তব্য | সুত্র |
---|---|---|---|
শিরোপাজয়ী | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | দলটির প্রথম বিসিএল শিরোপা | [৪] |
রানার্স-আপ | সাইফ স্পোর্টিং ক্লাব | ||
সেরা খেলোয়াড় | মতিন মিয়া (সাইফ স্পোর্টিং ক্লাব) | ||
সর্বোচ্চ গোলদাতা | আরিফুর রহমান (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব) | পুরো মৌসুমে ৬ গোল করেছেন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জীবনের রং বদলে গেছে মতিনের"। প্রথম আলো। ২০১৭-০১-১২। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬।
- ↑ ক খ "বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের টাইটেল স্পন্সর 'মার্সেল'"। দৈনিক জনকন্ঠ। ২০১৬-১০-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ"। বাংলা ট্রিবিউন। ২০১৬-১০-২৮। ২০২০-০৫-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ গ "চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে দল বাড়ছে"। দৈনিক জনকন্ঠ। ২০১৭-০২-১১। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Marcel Bangladesh Championship League 2015/2016 - Results, fixtures, tables and stats - Global Sports Archive"। গ্লোবাল স্পোর্টস আরকাইভ। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "ইয়ংমেন্সের পুনর্জীবনে আলোর বন্যা"। প্রথম আলো। ২০১৭-০১-১১। ২০২০-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩।
- ↑ ক খ গ "ইয়ংমেন্স ক্লাব চ্যাম্পিয়ন"। দৈনিক ইত্তেফাক। ২০১৭-০১-১০। ২০২০-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ "বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ"। দৈনিক সংগ্রাম। ২০১৬-১০-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Fakirerpool champions"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ "মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণী শনিবার"। রাইজিংবিডি.কম। ২০১৭-০২-০৭। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "অগ্রণী ব্যাংকের বড় জয়"। রাইজিংবিডি.কম। ২০১৬-১১-০৮। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ "প্রিমিয়ারে খেলতে চায় না ফকিরেরপুল"। কালের কন্ঠ। ২০১৭-০৪-১৬। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "আর্থিক জটিলতায় বিপিএল খেলছে না ফকিরাপুল ইয়ংমেন্স"। সময় টিভি। ২০১৯-০৪-২৫। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ "মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু"। মানবজমিন। ২০১৭-০৮-০৬। ২০২০-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "আট দলের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ"। দৈনিক যুগান্তর। ২০১৬-১০-২৯। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ "বিসিএলে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ফিরেছে চট্টগ্রাম মোহামেডান"। ঢাকা টাইমস। ২০১৯-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ ক খ "শুরু হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ"। দৈনিক ইত্তেফাক। ২০১৬-১০-২৯। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াচ্ছে শনিবার"। জাগো নিউজ। ২০১৬-১০-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।