২০১৯–২০ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
দেশ | বাংলাদেশ |
---|---|
তারিখ | ১৮ ডিসেম্বর ২০১৯ – ৫ জানুয়ারি ২০২০[১] |
দল | ১৩ |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (১ম শিরোপা) |
রানার্স-আপ | রহমতগঞ্জ এমএফএস |
ম্যাচ খেলেছে | ২২ |
গোল সংখ্যা | ৫১ (ম্যাচ প্রতি ২.৩২টি) |
শীর্ষ গোলদাতা | ৪ গোল সিডনি রিভেরা (বাংলাদেশ পুলিশ এফসি) |
শীর্ষ গোলদাতা | ৪ গোল সিডনি রিভেরা (বাংলাদেশ পুলিশ এফসি) |
সেরা খেলোয়াড় | দানিয়েল কোলিন্দ্রেস (বসুন্ধরা কিংস) |
← ২০১৮ ২০২০–২১ → |
২০২০–২১ ফেডারেশন কাপ হল বাংলাদেশ ফেডারেশন কাপের একত্রিশতম আসর। টিভিএস মোটর কোম্পানি-এর পৃষ্ঠপোষকতাজনিত কারণে এটি টিভিএস ২০১৯–২০ ফেডারেশন কাপ হিসেবেও পরিচিত। এতে মোট ১৩ টি দল অংশগ্রহণ করে। এই আসরের বিজয়ী দল ২০২১ এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস, যা তাদের প্রথম ফেডারেশন কাপ শিরোপা[২]
মাঠ
[সম্পাদনা]ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | |
অংশগ্রহণকারী দলসমূহ
[সম্পাদনা]অর্থ পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী দল পাবে $৬,০০০।
- রানারআপ দল পাবে $৩,৬০০।
ড্র
[সম্পাদনা]প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানটি ১৩ ই ডিসেম্বর ২০১৯-এর বাংলাদেশ মান সময় ১৫:৩০-এ মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।[৩] তেরটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে।
ম্যাচ অফিসিয়াল
[সম্পাদনা]গ্রুপ পর্ব
[সম্পাদনা]- প্রত্যেকটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হয়।
- তালিকাভুক্ত সময় ইউটিসি+০৬:০০ অনুযায়ী।
টীকা | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার আপ কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয় |
গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা আবাহনী | ২ | ২ | ০ | ০ | ৯ | ১ | +৮ | ৬ | কোয়ার্টার ফাইনাল |
২ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ২ | ১ | ০ | ১ | ৩ | ৫ | −২ | ৩ | |
৩ | আরামবাগ ক্রীড়া সংঘ | ২ | ০ | ০ | ২ | ২ | ৮ | −৬ | ০ |
ঢাকা আবাহনী | ৪–০ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব |
---|---|---|
প্রতিবেদন |
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ৩–১ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
রিভেরা ৩২', ৮২' স্বাধীন ৯০+১' |
প্রতিবেদন | জিকু ৮৯' |
আরামবাগ ক্রীড়া সংঘ | ১–৫ | ঢাকা আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
|
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম আবাহনী | ২ | ২ | ০ | ০ | ৪ | ০ | +৪ | ৬ | কোয়ার্টার ফাইনাল |
২ | বসুন্ধরা কিংস | ২ | ১ | ০ | ১ | ১ | ২ | −১ | ৩ | |
৩ | ব্রাদার্স ইউনিয়ন | ২ | ০ | ০ | ২ | ০ | ৩ | −৩ | ০ |
বসুন্ধরা কিংস | ১–০ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
|
প্রতিবেদন |
ব্রাদার্স ইউনিয়ন | ০–২ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
প্রতিবেদন |
চট্টগ্রাম আবাহনী | ২–০ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন |
গ্রুপ সি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সাইফ স্পোর্টিং ক্লাব | ২ | ১ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৪ | কোয়ার্টার ফাইনাল |
২ | রহমতগঞ্জ এমএফএস | ২ | ০ | ২ | ০ | ১ | ১ | ০ | ২ | |
৩ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২ | ০ | ১ | ১ | ২ | ৪ | −২ | ১ |
সাইফ স্পোর্টিং ক্লাব | ০–০ | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
প্রতিবেদন |
রহমতগঞ্জ এমএফএস | ১–১ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
|
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১–৩ | সাইফ স্পোর্টিং ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
গ্রুপ ডি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ৩ | ১ | ২ | ০ | ৪ | ৩ | +১ | ৫ | কোয়ার্টার ফাইনাল |
২ | ঢাকা মোহামেডান | ৩ | ১ | ২ | ০ | ২ | ১ | +১ | ৫ | |
৩ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ৩ | ১ | ২ | ০ | ২ | ১ | +১ | ৫ | |
৪ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৪ | −৩ | ০ |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১–০ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১–১ | ঢাকা মোহামেডান |
---|---|---|
অনিক ৩৪' | প্রতিবেদন | বাপ্পি ৩' |
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ১–২ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
---|---|---|
|
প্রতিবেদন |
ঢাকা মোহামেডান | ০–০ | শেখ রাসেল ক্রীড়া চক্র |
---|---|---|
প্রতিবেদন |
ঢাকা মোহামেডান | ১–০ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১–১ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
---|---|---|
|
প্রতিবেদন |
|
নকআউট পর্ব
[সম্পাদনা]- প্রত্যেকটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হয়।
- তালিকাভূক্ত সময় হলো ইউটিসি+০৬:০০ অনুযায়ী।
- নকআউট পর্বে যদি প্রয়োজন হয় তাহলে, অতিরিক্ত সময় এবং পেনাল্টি শ্যুটআউট ব্যবহৃত হবে।
বন্ধনী
[সম্পাদনা]কোয়ার্টার ফাইনাল | সেমি ফাইনাল | ফাইনাল | ||||||||
৩০ ডিসেম্বর ২০১৯ | ||||||||||
ঢাকা আবাহনী | ১ (৩) | |||||||||
২ জানুয়ারি ২০২০ | ||||||||||
রহমতগঞ্জ এমএফএস | ১ (৪) | |||||||||
রহমতগঞ্জ এমএফএস | ১ | |||||||||
৩০ ডিসেম্বর ২০১৯ | ||||||||||
ঢাকা মোহামেডান | ০ | |||||||||
চট্টগ্রাম আবাহনী | ০ | |||||||||
৫ জানুয়ারি ২০২০ | ||||||||||
ঢাকা মোহামেডান |
২ | |||||||||
রহমতগঞ্জ এমএফএস | ১ | |||||||||
৩১ ডিসেম্বর ২০১৯ | ||||||||||
বসুন্ধরা কিংস | ২ | |||||||||
সাইফ স্পোর্টিং ক্লাব | ১ | |||||||||
৩ জানুয়ারি | ||||||||||
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ৩ | |||||||||
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ০ | |||||||||
৩১ ডিসেম্বর ২০১৯ | ||||||||||
বসুন্ধরা কিংস | ৩ | |||||||||
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১ (১) | |||||||||
বসুন্ধরা কিংস | ১ (৪) | |||||||||
কোয়ার্টার ফাইনাল
[সম্পাদনা]ঢাকা আবাহনী | ১–১ (অ.স.প.) | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
৩–৪ |
চট্টগ্রাম আবাহনী | ০–২ | ঢাকা মোহামেডান |
---|---|---|
প্রতিবেদন |
সাইফ স্পোর্টিং ক্লাব | ১–৩ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১–১ (অ.স.প.) | বসুন্ধরা কিংস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
১–৪ |
সেমি ফাইনাল
[সম্পাদনা]রহমতগঞ্জ এমএফএস | ১–০ | ঢাকা মোহামেডান |
---|---|---|
তুরায়েভ ১৬' | প্রতিবেদন |
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ০–৩ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন |
|
ফাইনাল
[সম্পাদনা]রহমতগঞ্জ এমএফএস | ১–২ | বসুন্ধরা কিংস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
গোলদাতাগণ
[সম্পাদনা]এই প্রতিযোগিতায় ২২টি ম্যাচে ৫১টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৩২টি গোল (৫ জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী)।
৪টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল
- নিকোলাস ডেলমন্টে (বসুন্ধরা কিংস)
- আমির হাকিম বাপ্পি (ঢাকা মোহামেডান)
- এনামুল ইসলাম গাজী (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি)
- ফয়সাল আহমেদ শীতল (ঢাকা আবাহনী)
- জাকির হোসেন জিকু (আরামবাগ ক্রীড়া সংঘ)
- মামুনুল ইসলাম (ঢাকা আবাহনী)
- মেহেদি হাসান রয়েল (মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র)
- মোহাম্মদ স্বাধীন (বাংলাদেশ পুলিশ এফসি)
- মুরাদ চৌধুরী (আরামবাগ ক্রীড়া সংঘ)
- নাসিরুদ্দিন চৌধুরী (ঢাকা আবাহনী)
- রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)
- শাহ আলমগীর অনিক (মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র)
- শাহেদ হোসেন (ঢাকা মোহামেডান)
- এসএম বাবলু (বাংলাদেশ পুলিশ এফসি)
- তপু বর্মন (বসুন্ধরা কিংস)
- ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং ক্লাব)
- নিক্সন (চট্টগ্রাম আবাহনী)
- দিদিয়ের ব্রোসৌ (চট্টগ্রাম আবাহনী)
- ল্যান্ডিং দারবোয়ে (উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব)
- মামাদু বাহ (রহমতগঞ্জ এমএফএস)
- ওমর (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
- ইউনোসা কামারা (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি)
- নরিতো হাশিগুচি (মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র)
- ম্যাথু চিনেদু (চট্টগ্রাম আবাহনী)
- মানডে ওসাগি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
- রাফায়েল ওডোভিন (শেখ রাসেল ক্রীড়া চক্র)
- জাহঙ্গীর এরগাশেভ (সাইফ স্পোর্টিং ক্লাব)
- আলিশের আজিজব (শেখ রাসেল ক্রীড়া চক্র)
- আকবির তুরায়েভ (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি)
পৃষ্ঠপোষক
[সম্পাদনা]- ২০১৯–২০ বাংলাদেশ ফেডারেশন কাপের শিরোনাম পৃষ্ঠপোষকতা করে টিভিএস মোটর কোম্পানি।
সম্প্রচার
[সম্পাদনা]বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি স্টেডিয়াম থেকে সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Football season start December 18" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস"। দ্য ডেইলি স্টার। ৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ফেডারেশন কাপের গ্রুপ চূড়ান্ত"। banglatribune.com। বাংলা ট্রিবিউন। ১৩ ডিসেম্বর ২০১৯। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।