২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)
![]() | |
মৌসুম | ২০১৬ |
---|---|
তারিখ | ২৪ জুলাই - ৩১ ডিসেম্বর ২০১৬ |
চ্যাম্পিয়ন | ঢাকা আবাহনী (৫ম শিরোপা) |
অবনমন | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব, ফেনী সকার ক্লাব |
মোট খেলা | ১৩২ |
মোট গোলসংখ্যা | ৩৪২ (ম্যাচ প্রতি ২.৫৯টি) |
সবচেয়ে বড় স্বাগতিক জয় | চট্টগ্রাম আবাহনী ৬–১ উত্তর বারিধারা (১৪ আগস্ট ২০১৬) |
সবচেয়ে বড় অতিথি জয় | আরামবাগ ০–৩ মুক্তিযোদ্ধা সংসদ (৩০ জুলাই ২০১৬) উত্তর বারিধারা ১–৪ ফেনী (১৯ আগস্ট ২০১৬) |
সর্বোচ্চ স্কোরিং | উত্তর বারিধারা ৩–৫ শেখ জামাল (২৮ জুলাই ২০১৬) |
← ২০১৪–১৫ ২০১৭ → |
২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (স্পন্সরশিপের কারণে সাধারণভাবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে পরিচিত) হলো ২০০৭ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯ম আসর, যা ২০১৬ সালের ২৪ জুলাই[১] থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ৫টি মাঠে অনুষ্ঠিত হয়।
দল
[সম্পাদনা]গত আসর থেকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অবনমন হয় এবং চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উত্তর বারিধারা উঠে আসে।। গত আসরের চ্যাম্পিয়ন ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মাঠসমূহ
[সম্পাদনা]২০১৬ লিগের অধিকাংশ খেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও গোপালগঞ্জের ৭টি স্টেডিয়ামে,[১][২] খেলার ঘোষণা দেয়া হলেও পরে দুটি কমিয়ে ৫টি স্টেডিয়ামে আনা হয়।
স্টেডিয়াম | অবস্থান |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ঢাকা |
এম এ আজিজ স্টেডিয়াম | চট্টগ্রাম |
সিলেট জেলা স্টেডিয়াম | সিলেট |
ময়মনসিংহ জেলা স্টেডিয়াম | ময়মনসিংহ |
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম | গোপালগঞ্জ |
ফলাফল
[সম্পাদনা]এবারের আসরে ঢাকা আবাহনী বিজয়ী হয়। অপর দিকে একটি দল অবনমন হওয়ার কথা থাকলেও অবনমন প্লে অফ খেলতে রাজি না হওয়ায় ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা এসসি উভয় দলকে অবনমিত করা হয়।
পয়েন্ট টেবিল
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা আবাহনী (C, Q) | ২২ | ১৫ | ৭ | ০ | ৪৮ | ১৬ | +৩২ | ৫২ | ২০১৭ এএফসি কাপ বাছাইপর্ব |
২ | চট্টগ্রাম আবাহনী | ২২ | ১৪ | ৫ | ৩ | ৩৬ | ১৫ | +২১ | ৪৭ | |
৩ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২২ | ৮ | ৮ | ৬ | ৩৪ | ৩০ | +৪ | ৩২ | |
৪ | ব্রাদার্স ইউনিয়ন | ২২ | ৭ | ৯ | ৬ | ৩৭ | ৩৪ | +৩ | ৩০ | |
৫ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২২ | ৮ | ৬ | ৮ | ২৮ | ২৮ | ০ | ৩০ | |
৬ | শেখ মনি আরামবাগ ক্রীড়া সংঘ | ২২ | ৫ | ১২ | ৫ | ২১ | ২১ | ০ | ২৭ | |
৭ | রহমতগঞ্জ এমএফএস | ২২ | ৭ | ৬ | ৯ | ৩০ | ৩৫ | −৫ | ২৭ | |
৮ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২২ | ৬ | ৭ | ৯ | ১৯ | ২৪ | −৫ | ২৫ | |
৯ | বিজেএমসি দল | ২২ | ৫ | ১০ | ৭ | ২৯ | ৩৬ | −৭ | ২৫ | |
১০ | ঢাকা মোহামেডান | ২২ | ৩ | ১১ | ৮ | ২০ | ২৯ | −৯ | ২০ | |
১১ | ফেনী সকার ক্লাব (R) | ২২ | ৪ | ৬ | ১২ | ২১ | ৩৫ | −১৪ | ১৮ | |
১২ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (R) | ২২ | ৫ | ৩ | ১৪ | ১৯ | ৩৯ | −২০ | ১৮ | ২০১৬-১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-এ অবনমন |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) মুখোমুখি ম্যাচের পয়েন্ট; ৩) মুখোমুখি ম্যাচের গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট গোল করা; ৬) প্লে-অফ ম্যাচ
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ; (R) অবনমিত।
অগ্রগতির ছক
[সম্পাদনা]সম্প্রচার ও টেলিভিশন স্বত্ব
[সম্পাদনা]বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি এই মৌসুমের ১৩২ ম্যাচ সরাসরি সম্প্রচার করে। রেডিও নেক্সট খেলাগুলোর ধারাবিবরনী প্রচার করেছে[৩][৪]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ ২৪শে জুলাই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
- ↑ "Gopalganj named 7th venue for BPL" [বিপিএলের জন্য ৭ম ভেন্যু হিসেবে গোপালগঞ্জের নাম ঘোষণা]। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) । ৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬।
- ↑ "জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএলের লোগো ও ট্রফি"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- ↑ "Bangladesh Premier League Football"। YouTube। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।