সুদক্ষিণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুদক্ষিণ
পরিবারপ্রপক্ষ (ভাই)

সুদক্ষিণ (সংস্কৃত: सुदक्षिण) হিন্দু মহাকাব্য মহাভারতে প্রদর্শিত একজন কম্বোজ রাজা।[১]

কিংবদন্তি[সম্পাদনা]

কুরুক্ষেত্র যুদ্ধের ১৪তম দিনে, অর্জুন তার সারথি কৃষ্ণের সাথে জয়দ্রথের কাছে পৌঁছুবার চেষ্টা করেন। দ্রোণ এবং দুর্যোধন অর্জুনের পথে যোদ্ধাদের দিয়ে বাধার ব্যবস্থা করে, সূর্যাস্ত পর্যন্ত এরা তার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করে। সুদক্ষিণ পলায়নরত কৌরব অক্ষৌহিণীকে জড়ো করে, অর্জুনকে চ্যালেঞ্জ করে। তিনি অর্জুনের দিকে বর্শা নিক্ষেপ করেন; বর্শা সংযোগ করে এবং অর্জুন তার আসনে জ্ঞান হারায় এবং রক্ত ঝরতে থাকে। অর্জুন মারা গেছে ভেবে কৌরব সেনারা উল্লাস করতে থাকে। তবে, অর্জুন দ্রুত পুনরুদ্ধার করেন এবং ক্রুদ্ধ হয়ে ইন্দ্রস্ত্র আহ্বান করেন, যা বহু তীরে পরিণত হয় এবং কৌরব বাহিনীকে ধ্বংস করে। সুদক্ষিণ এই তীরগুলোর একটিতে পড়ে।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mahabharata Book Nine (Volume 2): Shalya (ইংরেজি ভাষায়)। NYU Press। ২০১৬-১০-০১। পৃষ্ঠা 27। আইএসবিএন 978-1-4798-4769-3 
  2. Vyasa, Dwaipayana (২০২১-০৮-২৪)। The Mahabharata of Vyasa: (Complete 18 Volumes) (ইংরেজি ভাষায়)। Enigma Edizioni। পৃষ্ঠা 3383।