বিষয়বস্তুতে চলুন

সত্যধর্মতীর্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রী

সত্যধর্মতীর্থ
ব্যক্তিগত তথ্য
জন্ম
নবরত্ন পুরুষোত্তম আচার্য

১৭৪৩
মৃত্যু১৮৩০
ধর্মহিন্দুধর্ম
ক্রমবেদান্ত (উত্তরাদি মঠ)
দর্শনদ্বৈতবেদান্ত
ধর্মীয় জীবন
গুরু
পূর্বসূরীসত্যবরতীর্থ
উত্তরসূরীসত্যসংকল্পতীর্থ
শিষ্য
  • সত্যসংকল্পতীর্থ

সত্যধর্মতীর্থ (আনু: ১৭৪৩ – ১৮৩০),[] ছিলেন একজন হিন্দু দার্শনিক, পণ্ডিত, ধর্মতত্ত্ববিদ এবং দ্বৈতবেদান্তের আদেশের সাধক। তিনি ১৭৯৭ থেকে ১৮৩০ পর্যন্ত মধ্বাচার্য উত্তরাদি মঠের ২৮তম ধর্মগুরু ছিলেন।[]

সত্যধর্মতীর্থ ১৭৪৩ সালে সাবানুর, হাবেরী জেলা, কর্ণাটকে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নবরত্ন পুরুষোত্তমাচার্য।[] তিনি পণ্ডিতদের নবরত্ন পরিবারের অন্তর্গত, যিনি দেশস্থ মাধব ব্রাহ্মণ পরিবারের অন্তর্গত।[][] তিনি ছিলেন দেওয়ান পূর্ণাইয়ার সমসাময়িক ও গুরু।[]

সত্যধর্মতীর্থের ২৭টি রচনা স্বীকৃত হয়েছে, যার মধ্যে ১০টি হিন্দু দার্শনিকের দ্বৈত ক্রম, বিশেষ করে জয়তীর্থের রচনার উপর ভাষ্য।[][][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sharma 2000, পৃ. 512।
  2. Rajaram 2019, পৃ. 447।
  3. Raghavan 1975, পৃ. 513।
  4. Sharma 2000, পৃ. 653।
  5. Rajaram 2019, পৃ. 18।
  6. Rajaram 2019, পৃ. 300।
  7. Sharma 2000, পৃ. xxvi।
  8. Sharma 2000, পৃ. 547।
  9. Sharma 2000, পৃ. 457।