মনোমতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোমতী
Manomoti
মনোমতী ছবির পোষ্টার
পরিচালকরোহিনী কুমার বরুয়া
প্রযোজকরোহিনী কুমার বরুয়া
উৎসরজনীকান্ত বরদলৈ কর্তৃক 
মনোমতী
সুরকারকমল নারায়ণ চৌধুরী
মুক্তি১৯৪১
দেশভারত
ভাষাঅসমীয়া

মনোমতী হচ্ছে তৃতীয়টি অসমীয়া চলচ্চিত্র। ১৯৪১ সালে মুক্তি পাওয়া এই ছবিটি আর কে বরুয়া প্রডাকশনসের ব্যানারে পরিচালনা এবং প্রযোজনা করেন ডিব্রুগড়ের চা চাষী রোহিনীকান্ত বরুয়া। রজনীকান্ত বরদলৈয়ের উপন্যাস মনোমতীর আধারে ছবিটির চিত্রনাট্য রচনা করা হয়েছিল।[১][২]

অভিনয়[সম্পাদনা]

নীলিমা দত্ত (দাস) ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেন। রোহিনী বরুয়া এবং তাঁর পত্নী লক্ষ্মীনাথ বেজবরুয়ার মেজ কন্যা রত্নাবলী বরুয়া যথাক্রমে শান্তিরাম আতৈ এবং পমিলী নামের চরিত্র দুটিতে অভিনয় করেন। ভবানন্দ দুয়রা মান সেনাপতি মিঙ্গিমাসা তিলোয়া এবং প্রভাত শর্মা হলকান্তের চরিত্র রূপায়ন করেন। উল্লেখযোগ্য যে প্রভাত শর্মা একজন নাট্যকার ছিলেন এবং ১৯২৩-২৪ সালে তিনি 'জামাইবাবু' নামের বাংলা নির্বাক ছবিটিতে অভিনয় করেন। সেই হিসাবে ছবিতে অভিনয় করা তিনিই প্রথম অসমীয়া ব্যক্তি।[১] ননী বরদলৈ এবং বেবী বরুয়া শিশু চরিত্র রূপায়ন করেন।[৩]

সঙ্গীত[সম্পাদনা]

কমল নারায়ণ চৌধুরী মনোমতীর সঙ্গীত পরিচালনা করেন।[২] প্রশান্ত বরুয়া ছবির গানে কণ্ঠদান করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মঞ্চলেখা, পৃঃ ৩০৫-৩০৬, অতুল চন্দ্র হাজারিকা, লয়ারস্ বুক স্টল, গুয়াহাটি। ১৯৯৫। 
  2. "Manomoti (1941) – Assamese Film"। সংগ্রহের তারিখ 20-12-2019  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. মঞ্চলেখা, পৃষ্ঠা ৩২২, অতুলচন্দ্র হাজারিকা, লয়ারস্ বুক স্টল, গুয়াহাটি, ১৯৬৭ 
  4. অসমীয়া ছায়াছবির গানের সংকলন, পৃঃ ৮ বাবুল দাস, বাণীমন্দির, ডিব্রুগড়, ১৯৮৫