মজুমদার–জিয়া পরিবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিয়া-মজুমদার পরিবার
বর্তমান অঞ্চলঢাকা, বাংলাদেশ
সদস্যজিয়াউর রহমান
খালেদা জিয়া
তারেক রহমান

জিয়া-মজুমদার পরিবার হলো একটি বাংলাদেশের রাজনৈতিক পরিবার যা একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রয়েছে। পরিবারটির সদস্য - জিয়াউর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং অন্যান্য বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন।

ঐতিহ্য[সম্পাদনা]

জিয়াউর রহমানের মূল পূর্বপৈত্রিক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ী গ্রামে বসতি স্থাপন করে। গাবতলী, সুখানপুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মুমিন উদ্দিন মণ্ডল মহিষাবানী (মৃঃ ১৮৪০) এবং উনার তৃতীয় অধঃস্তন আওলাদ কাঁকর মণ্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়াউর রহমান।[১] জিয়াউর রহমানের দাদা মৌলবী কামালুদ্দীন মণ্ডল (জন্ম ১৮৫৪) ছিলেন কাঁকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ী মাইনর স্কুলের প্রধান শিক্ষক।[২]

খালেদা খানম পুতুল (খালেদা জিয়া) এর মূল পূর্বপৈত্রিক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। নামজাদা বণিক মুরাদ খাঁন এবং উনার কনিষ্ঠ পুত্র নহর মহম্মদ খাঁন মজুমদার (যিনি শমসের গাজীর সেনাবাহিনীর অন্যতম সদস্য) সাহেবের সরাসরি বংশধর খালেদা জিয়া।[৩]

সদস্য[সম্পাদনা]

  1. শিকদার, তামিম, শহীদ জিয়ার জন্ম বংশ পরিচয় ও শৈশব 
  2. মহম্মদ আব্দুল মালেক"জাতীয়তাবাদী চেতনার উৎস "প্রেসিডেন্ট জিয়াউর রহমান""Ziaur Rahman। ১২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. জ. আ. তোফায়েল (১৯৯১)। বাঙ্ময় বাঙালি। পাঁচগাঁও প্রকাশনী। পৃষ্ঠা ৫–৬।