উকিল পরিবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এরশাদের পরিবার থেকে পুনর্নির্দেশিত)
উকিল পরিবার
বর্তমান অঞ্চলরংপুর জেলা
উৎপত্তির স্থানদিনহাটা, কোচবিহার

উকিল পরিবার হলো একটি বাংলাদেশের রাজনৈতিক পরিবার যা একটি প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছে। পরিবারটির সদস্য - হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং অন্যান্য বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন।

সদস্য[সম্পাদনা]

উকিল সাদতউল্লাহ ছিলেন এই পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি ও উনার ছেলে মকবুল হুসেইন কোচবিহার দেশীয় রাজ্যের মন্ত্রী ছিলেন। দিনহাটার মকবুল হুসেইন বেগম মাজেদা খাঁতুনকে বিয়ে করেছিলেন এবং তাদের নয়জন সন্তান ছিলেন: