ভারতের বন্দর
ভারতের ৭৫১৬.৭ কিমি উপকূল রেখা রয়েছে। ভারতে ১৩ টি বড় বন্দর ও ২০০ টি ছোট ববন্দর রয়েছে। গুজরাটে ৪৮টি ,মহারাষ্ট্রে ৪২টি, কর্নাটকে ১০টি,গোয়াতে ৫টি,কেরালাতে ১৭টি,তামিলনাড়ুতে১৩টি ,অন্ধ্রপ্রোদেশে ১৭টি,ঊড়িষাতে ১৩ টি,ও পশ্চিমবঙ্গে ১টি ছোট বন্দর রয়েছে। বড় বন্দর গুলি হল-
- কলকাতা বন্দর (হলদিয়া বন্দর সহ)[১]
- পারাদ্বীপ বন্দর
- বিশাখাপত্তনম বন্দর
- এন্নোর বন্দর
- চেন্নাই বন্দর
- তুতিকরিন
- কোচি বন্দর
- ম্যাঙ্গালর বন্দর
- পানাজি বন্দর
- মুম্বাই বন্দর
- নভসেবা বন্দর
- কান্ডালা বন্দর
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পিপিপি মডেলে চারটি বার্জ হলদিয়া বন্দরে"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৩-০১-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|access-date=
(সাহায্য)