নিউ ম্যাঙ্গালোর বন্দর
নতুন ম্যাঙ্গালোর বন্দর | |
---|---|
![]() | |
অবস্থান | |
দেশ | ![]() |
অবস্থান | ম্যাঙ্গালোর |
বিস্তারিত | |
চালু | ৪ মে ১৯৭৪ |
পরিচালনা করে | নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্তৃপক্ষ |
মালিক | জাহাজ মন্ত্রক, ভারত সরকার |
উপলব্ধ নোঙরের স্থান | ১৭ |
চ্যায়ারম্যান | শ্রী পি. সি. পারিদা |
পরিসংখ্যান | |
বার্ষিক কন্টেইনারের আয়তন | ৬২,৮০৮ টি.ই.ইউ (২০১৪-২০১৫)[১] |
কার্গো মূল্য | ৩৬.৫ মিলিয়ন টন (২০১৪-২০১৫)[২] |
ওয়েবসাইট www |
নিউ ম্যাঙ্গালোর বন্দর হল একটি গভীর জলের সমুদ্র বন্দর।বন্দরটি কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের পানাম্বুরে অবস্থিত। , এই বন্দরটি ভারতের পশ্চিম উপকূলের সবচেয়ে গভীরতা সম্পর্ন বন্দর।.[৩] এটি কর্ণাটকের একমাত্র বৃহত্ত সমুদ্র বন্দর এবং ভারতের মধ্যে সপ্তম বৃহত্ত সমুদ্র বন্দর। [৪] এই বন্দরটি পরিচালনা করে নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্তৃপক্ষ ।
অবস্থান[সম্পাদনা]
বন্দরটি ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত।এই বন্দর মুর্মাগাঁও বন্দর থেকে ৩১০ কিমি দক্ষিণে ও কোচি বন্দর থেকে ৩৫৪ কিমি উত্তরে দূরে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
এই বন্দরটির নির্মান শুরু হয় ১৯৬২ সালে ।১৯৭৪ সালে ৪ মে বন্দরটির উদ্ভোদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
যোগাযোগ[সম্পাদনা]
বন্দরটি জাতীয় সড়ক ৬৬ -এর সঙ্গে যুক্ত।এই বন্দরের সবচেয়ে কাছের স্টেশন হল থুকুর এবং যাত্রী বাহি স্টেশন হল সুরাটকাল।এটি বন্দর থেকে ৬ কিমি দূরে অবস্থিত।
আমদানি রপ্তানি[সম্পাদনা]
এই বন্দরটি কর্ণাটক ও কেরালা রাজ্যের পন্য পরিপহন করে।বন্দরটির দ্বারা লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, গ্রানাইট প্রভৃতি রপ্তানি করা হয়।
এই বন্দরের দ্বারা খনিজ তেল , পেট্রোলিয়াম দ্রব্য , তরল অ্যামোনিয়াম, ফসফরিক অ্যাসিড প্রভৃতি আমদানি করা হয়।
পুরস্কার[সম্পাদনা]
এই বন্দরটি ২০১৪ সালে সবুজ বন্দর হিসাবে পরিবেশ বিভাগে পুরষ্কিত হয়েছে।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "CONTAINERISED TRAFFIC HANDLED DURING MARCH 2015 vs MARCH 2014"। newmangalore-port.com। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Traffic handled at NMPT during 2014-15 v/s 2013-14"। newmangalore-port.com.। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "New Mangalore Port Trust"। www.newmangalore-port.com। ২০১৬-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৮।
- ↑ "New Mangalore Port"। newmangalore-port.com। জুলাই ১৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১০।
- ↑ "New Mangalore Port Trust"।