ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ (তিব্বতি: བློ་བཟང་མཁྱེན་རབ་དབང་ཕྱུགওয়াইলি: blo bzang mkhyen rab dbang phyug) (মৃত্যু-১৮৭২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছিয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন। তিনি ১৮৬৪ থেকে ১৮৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিব্বতের রাজপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ তিব্বতের খাম্স অঞ্চলের গ্যেলরোং নামক স্থানে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৮৫৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছিয়াত্তরতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং সাত বছর এই পদে থাকেন। এই সময় তিনি দ্বাদশ দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৮৬৪ থেকে ১৮৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিব্বতের রাজপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৬৫ খ্রিষ্টাব্দে তৎকালীন চিং সম্রাট তাকে নমিনহান উপাধি প্রদান করেন।[১] কিন্তু এই সময় তাকে বেশ কিছু বিরোধিতার সম্মুখীন হতে হয়। দ্পাল-ল্দান-দোন-গ্রুব (ওয়াইলি: dpal ldan don grub) নামক দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের তৎকালীন প্রধান তিব্বত থেকে দলাই লামার শাসন এবং পাঞ্চেন লামা ও ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগের কর্তৃত্বের অবসানের জন্য সচেষ্ট হন। তার এই প্রচেষ্টার ফলে তিব্বত সরকারের এক মন্ত্রী খুন হয়ে যান। কিন্তু ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ ও অন্যান্য মন্ত্রীরা দ্পাল-ল্দান-দোন-গ্রুবকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান ও পরে তাকে হত্যা করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (ফেব্রুয়ারি ২০১১)। "The Seventy-Sixth Ganden Tripa, Lobzang Khyenrab Wangchuk"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৫ 
  2. Maher, Derek. 2005. "The Twelfth Dalai Lama, Trinle Gyatso." In Brauen, Martin, ed. The Dalai Lamas: A Visual History. London: Serindia, pp. 134-135.

আরো পড়ুন[সম্পাদনা]

  • Petech, Luciano. 1959. "The Dalai Lamas and Regents of Tibet: A Chronological Study." T'oung Pao 47, pp. 369–394.
পূর্বসূরী
---
ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ
প্রথম স্তাগ-ব্রাগ রিন-পো-ছে
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-গ্সুং-রাব-ম্থু-স্তোব্স
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-লুং-র্তোগ্স-য়োন-তান-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ
ছিয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ত্শুল-খ্রিম্স-দার-র্গ্যাস
পূর্বসূরী
ব্শাদ-স্গ্রা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-পো
ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ
তিব্বতের রাজপ্রতিনিধি

১৮৬৪-১৮৭২
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-দ্পাল-ল্দান-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান