ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো (গানদেন ত্রিপা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: བློ་གྲོས་རྒྱ་མཚོওয়াইলি: blo gros rgya mtsho) (১৫৪৬-১৬১৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো ১৫৪৬ খ্রিষ্টাব্দে তিব্বতের স্তোদ-লুং (ওয়াইলি: stod lung) অঞ্চলের 'স্তাগ-লুং-ব্রাগ (ওয়াইলি: stod lung) নামক স্থানে জন্মগ্রহণ করেন। খব কম বয়সে তিনি স্ক্যোর-মো-লুং (ওয়াইলি: kyor mo lung) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো নামক পঁচিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা, গুং-রু-ছোস-ক্যি-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: gung ru chos kyi 'byung gnas) নামক দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ের সতেরোতম প্রধান প্রভৃতি। শিক্ষালাভের পর তিনি র্গ্যুদ-স্মাদ (ওয়াইলি: rgyud smad), গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu), স্ক্যোর-মো-লুং (ওয়াইলি: kyor mo lung), সাংস-স্ঙ্গাগ্স-ম্খার (ওয়াইলি: sangs sngags mkhar) প্রভৃতি বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন। তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন ও এই মহাবিদ্যালয়ের প্রথম প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৬১৫ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং চার বছর ঐ পদে থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল (ওয়াইলি: dkon mchog chos 'phel) নামক পঁয়ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ছোস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: chos rgya mtsho) নামক স্কু-'বুম বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান, র্নাম-র্গ্যাল-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: rnam rgyal dpal 'byor) নামক স্কু-'বুম বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান প্রভৃতি। তিনি লাম-রিম তত্ত্বের ওপর ব্যাং-ছুব-লাম-রিম-ছে-ছুং-সোগ্স-ক্যি-ব্র্গ্যুদ-পা-ব্ঝুগ্স-পা-গ্সান-য়িগ-গাং-গি-ছু-র্গ্যুন (ওয়াইলি: byang chub lam rim che chung sogs kyi brgyud pa bzhugs pa gsan yig gang gi chu rgyun) নামক গ্রন্থ রচনা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Thirtieth Ganden Tripa, Lodro Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৯ 
পূর্বসূরী
ব্শেস-গ্ন্যেন-গ্রাগ্স-পা
ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো
ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
দাম-ছোস-দ্পাল-ব্জাং