ব্সোদ-নাম্স-ছোস-'ফেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোনম যাপটেনের পোট্রেটব্সোদ-নাম্স-ছোস-'ফেল (তিব্বতি: བསོད་ནམས་ཆོས་འཕེལওয়াইলি: bsod nams chos 'phel) (১৫৯৫-১৬৫৮) সপ্তদশ শতাব্দীর তিব্বতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যিনি সমগ্র তিব্বতে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায় ও দলাই লামার শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন।[১]

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

তিনি চতুর্থ দলাই লামা য়োন-তান-র্গ্যা-ম্ত্শোর প্রধান সহায়ক ছিলেন এবং তার মৃত্যুর পর তিনি পঞ্চম দলাই লামা হিসেবে ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-র্গ্যা-ম্ত্শোকে চিহ্নিত করেন।[২] পঞ্চম দলাই লামার আমলে খোসুত মঙ্গোল নেতা গুশ্রী খান ব্স্তান-স্ক্যোং-দ্বাং-পোর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে পঞ্চম দলাই লামার অনুমতির অপেক্ষা না করে গুশ্রী খানকে সক্রিয় সহযোগিতা করেন।[১] তিনি দ্বুস অঞ্চলে গ্ত্সাং-পা রাজবংশের প্রভাধীন এলাকাগুলিকে বলপূর্বক নিজের অধিকারে আনেন এবং তিনি গুশ্রী খানের সমর্থনে বহু সংখ্যক সৈন্য নিয়ে গ্ত্সাং-পা রাজবংশের রাজধানী শিগাত্সে অবরোধে সামিল হন।[৩]:১১০। ১৬৪২ খ্রিষ্টাব্দে গ্ত্সাং-পা রাজবংশের পতন হলে তিনি পঞ্চম দলাই লামার রাজপ্রতিনিধি নিযুক্ত হন এবং ১৬৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আমৃত্যু সেই দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Karmay, Samten G. (ডিসেম্বর ২০০৫)। "The Great Fifth" (পিডিএফ)IIAS Newsletter Number 39। Leiden, The Netherlands: International Institute for Asian Studies। পৃষ্ঠা 12, 13। ১৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৩ 
  2. The Dalai Lamas of Tibet, p. 38. Thubten Samphel and Tendar. Roli & Janssen, New Delhi. (2004). আইএসবিএন ৮১-৭৪৩৬-০৮৫-৯.
  3. Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History, Yale 1967

আরো পড়ুন[সম্পাদনা]

পূর্বসূরী
---
ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ
তিব্বতের রাজপ্রতিনিধি
উত্তরসূরী
'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো