ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স (তিব্বতি: བློ་བཟང་དགེ་ལེགསওয়াইলি: blo bzang dge legs) (১৭৫৭-১৮১৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

জাম-দ্ব্যাংস-স্মোন-লাম ১৭৫৭ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ফেন-য়ুল (ওয়াইলি: 'phen yul) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব (ওয়াইলি: bsod nams lhun grub) এবং মাতার নাম ছিল ল্হা-মো (ওয়াইলি: lha mo)। তিনি সে-রা বিশ্ববিদ্যালয় বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন, যেখানে স্গ্রুব-খাং-পা-ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ব্দে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: sgrub khang pa ngag dbang 'jam dpal bde legs rgya mtsho) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এই সময় য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষালাভের শেষে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৮০৫ খ্রিষ্টাব্দে এই মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন ও এই পদে তিনি তিন বছর থাকেন। ১৮১১ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে অধিষ্ঠিত হন। ১৮১৫ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং এক বছর এই পদে থাকার পরে তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Sixty-Eighth Ganden Tripa, Lobzang Gelek"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৩ 
পূর্বসূরী
'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম
ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স
আটষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্যাং-ছুব-ছোস-'ফেল