ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো (তিব্বতি: ངག་དབང་ནམ་མཁའ་བཟང་པོওয়াইলি: ngag dbang nam mkha' bzang po) (১৬৯০-১৭৫০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঞ্চান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো ১৬৯০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ল্দান-থাং (ওয়াইলি: ldan thang) নামক একটি ছোট শহরে জাম-ত্শা-ঙ্গো-রাং (ওয়াইলি: zam tsha ngo rang) নামক পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জাম-ত্শা-দ্কোন-ম্ছোগ-স্ক্যাব্স (ওয়াইলি: zam tsha dkon mchog skyabs) এবং মাতার নাম ছিল ক্লু-মো-স্ক্যিদ (ওয়াইলি: klu mo skyid)। ন্যাং-ত্শাং-ছেন-পো (ওয়াইলি: nyang tshang chen po) নামক এক বৌদ্ধ পণ্ডিত তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ১৭০৫ খ্রিষ্টাব্দে তিনি লাসা যাত্রা করেন। লাসা শহরে তিনি দ্রেপুং বৌদ্ধবহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন। এই সময় তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa) এবং দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা (ওয়াইলি: dpal ldan grags pa) নামক একান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা। সায়ত্রিশ বছর বয়সে তিনি পঞ্চম পাঞ্চেন লামার নিকট হতে ভিক্ষুর শপথ লাভ করেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন ও শিক্ষা শেষে এই মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭৪৬ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঞ্চান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি পাঁচ বছর থাকেন। মধ্য তিব্বতের তৎকালীন শাসক ফো-ল্হা-নাস-ব্সোদ-নাম্স-স্তোব্স-র্গ্যাস (ওয়াইলি: pho lha nas bsod nams stobs rgyas) এই সময় তার পৃষ্ঠপোষক ছিলেন। ফো-ল্হা-নাস-ব্সোদ-নাম্স-স্তোব্স-র্গ্যাসের দ্বিতীয় পুত্র ও পরবর্তী শাসক 'গ্যুর-মেদ-র্নাম-র্গ্যালের (ওয়াইলি: 'gyur med rnam rgyal) সঙ্গে বিরোধের ফলে ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পোকে দ্গা'-ল্দান-খ্রি-পার পদ ছেড়ে দিতে হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Fifty-Fifth Ganden Tripa, Ngawang Namkha Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
পঞ্চান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দ্রি-মেদ
পূর্বসূরী
--
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
প্রথম জাম-ত্শা-গ্সের-খ্রি
উত্তরসূরী
ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা'
পূর্বসূরী
--
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
প্রথম শিং-ব্জা'
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দার-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো