ব্ক্রা-শিস-স্তোং-থুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্ক্রা-শিস-স্তোং-থুন (তিব্বতি: བཀྲ་ཤིས་སྟོང་ཐུནওয়াইলি: bkra shis stong thun) (১৮৮১-১৯৫৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁচানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্ক্রা-শিস-স্তোং-থুন ১৮৮১ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের খাম্স অঞ্চলের মি-ন্যাগ (ওয়াইলি: mi nyag) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয় এবং গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দেতিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁচানব্বইতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং সাত বছর এই পদে থাকেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে সে-রা বৌদ্ধবিহারের ভিক্ষুরা কারাদণ্ডে দণ্ডিত থুব-ব্স্তান-'জাম-দ্পাল-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: thub bstan 'jam dpal ye shes rgyal mtshan) নামক পঞ্চম র্বা-স্গ্রেং রিন-পো-ছে (ওয়াইলি: rwa-sgreng rin-po-che) উপাধিধারী লামার সমর্থনে অস্ত্রধারণ করলে ব্ক্রা-শিস-স্তোং-থুন মধ্যস্থতা করেন। ব্ক্রা-শিস-স্তোং-থুন ছিলেন শেষ দ্গা'-ল্দান-খ্রি-পা যিনি লাসা শহরে সম্পূর্ণ সাত বছর এই পদে থাকতে পারেন। অবসরের পর তিনি ত্শে-ম্ছোগ-গ্লিং (ওয়াইলি: tshe mchog gling) বৌদ্ধবিহারের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (মার্চ ২০১১)। "The Ninety-Fifth Ganden Tripa, Tashi Tongtun"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৯ 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Goldstein, Melvyn. 1989. A History of Modern Tibet, 1913-1951. Berkeley: University of California Press, p. 499.
পূর্বসূরী
ল্হুন-গ্রুব-ব্র্ত্সোন-'গ্রুস
ব্ক্রা-শিস-স্তোং-থুন
পঁচানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
থুব-ব্স্তান-কুন-দ্গা'